
27/06/2025
অভিষেক ব্যানার্জি তার আইকন। ফেসবুক প্রোফাইল জুড়ে তাঁরই ছবি।
নিজের প্রোফাইলে তার দাবি, সে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার সাংগঠনিক সম্পাদক!
জাস্ট একবার ভাবুন। কলেজের ভিতরেই রাতে এক কলেজ পড়ুয়াকে দলবদ্ধ ধর্ষণ! অভিযুক্ত সেই তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিত মিশ্র....
এখন রাগ, ঘেন্নাও হয়তো আর হয়না। হলেই বলা হবে, ভোটে তো জিতছি আমরা! ফলে চুরি, দশ বছরের শিশু সন্তানকে বোমা মেরে খুন করা, কলেজের ভিতর রাতে এক ছাত্রীকে ধর্ষণ করার বৈধতাও মিলে যায়!!
হয়তো এর পক্ষেও এবার শাসক দলের ডিফেন্ডার রা নামবে!!
ঠিক যেমন ভাবে আরজিকরের সময় নেমেছিল। তার পরিণাম কি??
আরজিকর মেডিক্যাল কলেজের ভিতরে এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গোটা দেশ জুড়ে যখন মানুষ প্রতিবাদে সামিল হয়েছিল তখন এরাজ্যে গোটা প্রশাসন, শাসক দল প্রতিবাদীদের বিরুদ্ধেই আক্রমণ শানায়। ধর্ষক নয়, ধর্ষনের প্রতিবাদে রাস্তায় নামা মানুষজনের বিরুদ্ধেই হুশিয়ারি দিতে নেমে পরে শাসক দলের বাহিনী, তথ্য প্রমাণ লোপাটে তৎপর হয় পুলিশ প্রশাসন...
ফলাফল?? ধর্ষকরাই অক্সিজেন পায়, মনোবল বাড়ে।
এতটাই যে, ফের শহর কলকাতার বুকে এক কলেজের ভিতরে কলেজের ছাত্রীকেই দলবদ্ধ ধর্ষণ করা হয়। তিনজন মিলে, মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র!!
এবার শাসক দলের কাজ হয়, ধর্ষকের মনোবল আবার বাড়ানো, যারা প্রতিবাদে রাস্তায় নামবে তাঁদের ব্যক্তিগত ভাবে আক্রমন করবে এই সরকার আর তাদের বাহিনী!!
এটাই আজকের বাংলা। এটাই দস্তুর আমাদের।এটাই এগিয়ে বাংলা।
এই ক্লীব, অমেরুদণ্ডী, অপরাধীদের উপত্যকা আমার জন্মভূমি নয়...
ছিঃ
#সংগৃহীত