Kalpanir

Kalpanir It always publishes true news.

ভারতের লোকো ট্রেন রপ্তানির যাত্রা শুরু 🇮🇳🔥 ভারত থেকে পশ্চিম আফ্রিকা গিনি দেশে রপ্তানি হলো
16/09/2025

ভারতের লোকো ট্রেন রপ্তানির যাত্রা শুরু 🇮🇳🔥 ভারত থেকে পশ্চিম আফ্রিকা গিনি দেশে রপ্তানি হলো




গ্রামের গাছতলায় রান্না করা থেকে শুরু করে এখন আমেরিকায় তাদের রান্নার প্যাশন দেখানো—Village Cooking Channel-এর যাত্রা সত...
15/09/2025

গ্রামের গাছতলায় রান্না করা থেকে শুরু করে এখন আমেরিকায় তাদের রান্নার প্যাশন দেখানো—Village Cooking Channel-এর যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক 🙌✨

এ শুধু সাফল্য নয়, তামিল সংস্কৃতির গ্লোবাল গর্বের মুহূর্ত! ❤️🌍

👉 পুদুক্কোট্টাই থেকে ইউনাইটেড স্টেটস 🇮🇳➡️🇺🇸

📌 অসহায় শিশুটির জীবন বাঁচাতে আপনাদের সামনে একটি আবেদন নিয়ে এসেছি। আপনাদের সহযোগীতা ছাড়া হয়তো ওর পক্ষে বাঁচাটা সম্ভব ...
15/09/2025

📌 অসহায় শিশুটির জীবন বাঁচাতে আপনাদের সামনে একটি আবেদন নিয়ে এসেছি। আপনাদের সহযোগীতা ছাড়া হয়তো ওর পক্ষে বাঁচাটা সম্ভব নয়। মাত্র দশ মাস বয়সে ছোট্ট হৃদিকা এখন জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। জন্মের পর খুব বেশি সময় পেরোয়নি, কিন্তু এর মধ্যেই তার জীবন থমকে গেছে এক ভয়ঙ্কর বিরল রোগে— Spinal Muscular Atrophy (SMA)। এই রোগে শিশুদের হাত-পায়ে নড়াচাড়া বন্ধ হয়ে যায়। ঘাড় সোজা রাখা, বসে থাকা, কিছু ধরা —সবই হয়ে যায় অসম্ভব। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক পর্যায়ে শিশুটি নিজে থেকে শ্বাস নেওয়া বা খাবার গেলার ক্ষমতাও থাকেনা।

- ছোট্ট এই দুধের শিশুটি খুবই কষ্ট পাচ্ছে। এই রোগের চিকিৎসা আছে, তবে তা সহজ নয়। বিশ্বের সবচেয়ে দামি ওষুধগুলোর একটি—Zolgensma নামের জিন থেরাপি। যার দাম প্রায় 9 কোটি। চিকিৎসকদের মতে, এই থেরাপির মাধ্যমে শিশুটিকে একমাত্র সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। একজন গরিব পরিবারের পক্ষে একটি জোগাড় করা একেবারেই অসম্ভব।

হৃদিকার পরিবার এখন সমাজের কাছে, আপনাদের কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছেন। যদি আমরা সকলে মিলে একটু একটু করে সাহায্য করি, তাহলে সেই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব। আপনার দেওয়া ১০ বা ২০ টাকাও হতে পারে একজন শিশুর প্রাণের দাম 🙏

# সাহায্য পাঠানোর তথ্য:- হৈমন্তী দাস (মা)

ফোন নাম্বার :8777062393

UPI : supporthridika@yesbankltd

প্রেমানন্দ মহারাজ বেঁচে আছেন পূর্ণ জীবন নিয়ে, ব্যর্থ কিডনিতেও! 🙏💫ডাক্তাররা বলেছিলেন মাত্র ২ বছর আয়ু আছে… কিন্তু সেই কথ...
15/09/2025

প্রেমানন্দ মহারাজ বেঁচে আছেন পূর্ণ জীবন নিয়ে, ব্যর্থ কিডনিতেও! 🙏💫

ডাক্তাররা বলেছিলেন মাত্র ২ বছর আয়ু আছে… কিন্তু সেই কথা আজ থেকে ১৮ বছর আগের! ⏳
জন্মগতভাবে Polycystic Kidney Disease নিয়ে এসেছেন তিনি, তবুও আজও হাসিমুখে আছেন। 😊

নিয়মিত ডায়ালাইসিস, গভীর বিশ্বাস আর ইতিবাচক মানসিকতাই তাঁর আসল শক্তি—যা বিজ্ঞানের ব্যাখ্যায় ধরা যায় না! 🌸

#আধ্যাত্মিকশক্তি

⚖️ এমপি হাইকোর্টের চমকপ্রদ রায়!👩‍❤️‍👨 একজন বিবাহিত পুরুষ চাইলে তার গার্লফ্রেন্ডের সঙ্গেও থাকতে পারবেন, যদি মেয়েটি স্বেচ্...
14/09/2025

⚖️ এমপি হাইকোর্টের চমকপ্রদ রায়!

👩‍❤️‍👨 একজন বিবাহিত পুরুষ চাইলে তার গার্লফ্রেন্ডের সঙ্গেও থাকতে পারবেন, যদি মেয়েটি স্বেচ্ছায় রাজি থাকে।

👉 আদালতের মতে, এ বিষয়ে কাউকে থামানোর মতো কোনো আইন নেই।

এবার কি একসাথে স্ত্রী আর গার্লফ্রেন্ড— দুইজনকেই রাখার সুযোগ? 😮

📌 অসহায় শিশুটির জীবন বাঁচাতে আপনাদের সামনে একটি আবেদন নিয়ে এসেছি। আপনাদের সহযোগীতা ছাড়া হয়তো ওর পক্ষে বাঁচাটা সম্ভব ...
14/09/2025

📌 অসহায় শিশুটির জীবন বাঁচাতে আপনাদের সামনে একটি আবেদন নিয়ে এসেছি। আপনাদের সহযোগীতা ছাড়া হয়তো ওর পক্ষে বাঁচাটা সম্ভব নয়। মাত্র আট মাস বয়সে ছোট্ট অংশিকা এখন জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। জন্মের পর খুব বেশি সময় পেরোয়নি, কিন্তু এর মধ্যেই তার জীবন থমকে গেছে এক ভয়ঙ্কর বিরল রোগে— Spinal Muscular Atrophy (SMA)। এই রোগে শিশুদের হাত-পায়ে নড়াচাড়া বন্ধ হয়ে যায়। ঘাড় সোজা রাখা, বসে থাকা, কিছু ধরা —সবই হয়ে যায় অসম্ভব। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক পর্যায়ে শিশুটি নিজে থেকে শ্বাস নেওয়া বা খাবার গেলার ক্ষমতাও থাকেনা।

- ছোট্ট এই দুধের শিশুটি খুবই কষ্ট পাচ্ছে। এই রোগের চিকিৎসা আছে, তবে তা সহজ নয়। বিশ্বের সবচেয়ে দামি ওষুধগুলোর একটি—Zolgensma নামের জিন থেরাপি। যার দাম প্রায় 9 কোটি। চিকিৎসকদের মতে, এই থেরাপির মাধ্যমে শিশুটিকে একমাত্র সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। একজন গরিব পরিবারের পক্ষে একটি জোগাড় করা একেবারেই অসম্ভব।

অংশিকার পরিবার এখন সমাজের কাছে, আপনাদের কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছেন। যদি আমরা সকলে মিলে একটু একটু করে সাহায্য করি, তাহলে সেই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব। আপনার দেওয়া ১০ বা ২০ টাকাও হতে পারে একজন শিশুর প্রাণের দাম 🙏

# সাহায্য পাঠানোর তথ্য:- UPI ID: supportanshika58@yesbankltd

যোগাযোগ - 8016114818 ( মা )

অমল কুমার রায়চৌধুরী একজন বিখ্যাত ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী ছিলেন। আপেক্ষিকতার বিশ্বতত্ত্বে অবদান বিশেষ করে রায়চৌধু...
14/09/2025

অমল কুমার রায়চৌধুরী একজন বিখ্যাত ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী ছিলেন। আপেক্ষিকতার বিশ্বতত্ত্বে অবদান বিশেষ করে রায়চৌধুরী সমীকরণের জন্য তিনি বিখ্যাত, আজ তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

💔 REAL SADNESS IS...মাত্র ৯ বছরের আসামের বিনিতা ছেত্রী ইতিহাস গড়ল 🌟Britain’s Got Talent 2025 এর ফাইনালে পৌঁছানো প্রথম উ...
12/09/2025

💔 REAL SADNESS IS...

মাত্র ৯ বছরের আসামের বিনিতা ছেত্রী ইতিহাস গড়ল 🌟
Britain’s Got Talent 2025 এর ফাইনালে পৌঁছানো প্রথম উত্তর-পূর্ব ভারতের কনটেস্ট্যান্ট সে 👏🎤

সারা দুনিয়া তালি দিচ্ছে, অথচ নিজের দেশেই নীরবতা... 😔
এমন প্রতিভা আমাদের গর্ব, তাকে সম্মান দিন 🇮🇳✨

📌 অসহায় শিশুটির জীবন বাঁচাতে আপনাদের সামনে একটি আবেদন নিয়ে এসেছি। আপনাদের সহযোগীতা ছাড়া হয়তো ওর পক্ষে বাঁচাটা সম্ভব ...
12/09/2025

📌 অসহায় শিশুটির জীবন বাঁচাতে আপনাদের সামনে একটি আবেদন নিয়ে এসেছি। আপনাদের সহযোগীতা ছাড়া হয়তো ওর পক্ষে বাঁচাটা সম্ভব নয়। মাত্র আড়াই বছর বয়সে ছোট্ট রিজুয়ান এখন জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। জন্মের পর খুব বেশি সময় পেরোয়নি, কিন্তু এর মধ্যেই তার জীবন থমকে গেছে এক ভয়ঙ্কর বিরল রোগে— Spinal Muscular Atrophy (SMA)। এই রোগে শিশুদের হাত-পায়ে নড়াচাড়া বন্ধ হয়ে যায়। ঘাড় সোজা রাখা, বসে থাকা, কিছু ধরা —সবই হয়ে যায় অসম্ভব। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক পর্যায়ে শিশুটি নিজে থেকে শ্বাস নেওয়া বা খাবার গেলার ক্ষমতাও থাকেনা।

- ছোট্ট এই দুধের শিশুটি খুবই কষ্ট পাচ্ছে। এই রোগের চিকিৎসা আছে, তবে তা সহজ নয়। বিশ্বের সবচেয়ে দামি ওষুধগুলোর একটি—Zolgensma নামের জিন থেরাপি। যার দাম প্রায় 9 কোটি। চিকিৎসকদের মতে, এই থেরাপির মাধ্যমে শিশুটিকে একমাত্র সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। একজন গরিব পরিবারের পক্ষে একটি জোগাড় করা একেবারেই অসম্ভব।

রিজুয়ানের পরিবার এখন সমাজের কাছে, আপনাদের কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছেন। যদি আমরা সকলে মিলে একটু একটু করে সাহায্য করি, তাহলে সেই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব। আপনার দেওয়া ১০ বা ২০ টাকাও হতে পারে একজন শিশুর প্রাণের দাম 🙏

# সাহায্য পাঠানোর তথ্য:- UPI ID: supportrejwan@yesbankltd

যোগাযোগ - 8013857519 (মা)

💛 Golden Heart 💛খান স্যারের হাসপাতাল হবে সত্যিই মানবতার এক দৃষ্টান্ত!যেখানে ১৬ কোটি টাকার বিদেশি মেশিন বসবে, অথচ চিকিৎসা...
12/09/2025

💛 Golden Heart 💛

খান স্যারের হাসপাতাল হবে সত্যিই মানবতার এক দৃষ্টান্ত!
যেখানে ১৬ কোটি টাকার বিদেশি মেশিন বসবে, অথচ চিকিৎসার খরচ হবে মাত্র ₹৪০-₹৫০ 💉👨‍⚕️

এমন মানুষরাই প্রমাণ করেন, ডাক্তার মানে শুধু পেশা নয়, এটা একটা সেবা 🙏❤️

⚖️ হরিয়ানা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ ⚖️ডাক্তারদের প্রেসক্রিপশন এখন থেকে বড় হাতের স্পষ্ট অক্ষরে লিখতেই হবে। কারণ, ...
11/09/2025

⚖️ হরিয়ানা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ ⚖️

ডাক্তারদের প্রেসক্রিপশন এখন থেকে বড় হাতের স্পষ্ট অক্ষরে লিখতেই হবে। কারণ, রোগীর অধিকার আছে জানতে যে তাকে কোন ওষুধ দেওয়া হয়েছে। 💊👨‍⚕️

👉 অনেক সময় ডাক্তারদের হাতের লেখা এতটাই অস্পষ্ট থাকে যে রোগী বা ফার্মাসিস্ট কেউই বুঝতে পারেন না। তাই আদালত এই বিশেষ নির্দেশ দিয়েছে।

✍️

📍দীর্ঘ দু'বছর প্রতীক্ষার পর মাথা উঁচু করে দাঁড়াতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গা। গ্রামের মানুষ স্বপ্ন দেখেছিল তাদের গ...
11/09/2025

📍দীর্ঘ দু'বছর প্রতীক্ষার পর মাথা উঁচু করে দাঁড়াতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গা। গ্রামের মানুষ স্বপ্ন দেখেছিল তাদের গ্রামেই উঠে দাঁড়াবে বিশ্বের সবথেকে বড় দুর্গা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় দুর্গা পূজা শুরুর মাত্র ৭ দিন আগে। এত হইচই, এত আনন্দ এক নিমেষে সব যেনো কোথায় হারিয়ে গিয়েছিল। প্রশাসন থেকে জানানো হয় অতিরিক্ত উচ্চতা হওয়ার কারণে তাদের এই দুর্গা পুজো হবে না। গ্রামের মানুষের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। কত মানুষ স্বপ্ন দেখেছিল এই মেলাতে দোকান দিয়ে তাদের উৎসবের মরশুমে সামান্য কিছু আয় হবে কিন্তু তা আর সম্ভব হয় না। গ্রামের প্রচুর মানুষ চোখের জল ফেলেছিল এই পুজো বন্ধ করে দেওয়ার জন্য। অবশেষে গ্রামবাসী আদালতের দ্বারস্থ হয়।

- ২০২৪ পেরিয়ে আসে ২০২৫। তবে হ্যাঁ এবছর তারা পারমিশন পায় তাদের পুজোর জন্য। তাই জোর কদমে কাজ শুরু হয় দুর্গাপুজোর তিন মাস আগে থেকে। বছর প্রায় 65 লক্ষ টাকা খরচ হয়ে যাওয়ার পরও তারা এ বছর কোনরকম স্পন্সরশিপ ছাড়া গ্রামবাসীদের তোলা চাঁদাতে এত বড় দুর্গাপুজো করতে চলেছে। তাদের এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই। এই মন্ডপটিতে আপনাদের আসতে হলে শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোন ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নেমে, অটোতে কামালপুর যাব বললেই আপনাকে পৌঁছে দেবে একেবারে এই মন্ডপের সামনে।

-তাহলে এবছর আপনারা আসছেন তো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে কামালপুরে ?

Address

Habibpur, Ranaghat, Nadia
Ranaghata
741402

Telephone

+917865829850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalpanir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalpanir:

Share