Kalpanir

Kalpanir It always publishes true news.

NDA থেকে IISC, জানুন শুভাংশু শুক্লার শিক্ষাগত ও ব্যাক্তিগত জীবন সম্পর্কে...ভারতের মুকুটে নয়া পালল! SpaceX-র ফ্যালকন 9 র...
29/06/2025

NDA থেকে IISC, জানুন শুভাংশু শুক্লার শিক্ষাগত ও ব্যাক্তিগত জীবন সম্পর্কে...

ভারতের মুকুটে নয়া পালল! SpaceX-র ফ্যালকন 9 রকেট ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশ ছুঁতে উঠে গেল! আর ঠিক মুহূর্তে অশ্রুসজল চোখে তাকিয়ে ছিলেন হাজার হাজার ভারতীয়। হ্যাঁ, এবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন সাধারণ স্কুলছাত্র থেকে হয়ে ওঠা এক সুদক্ষ পাইলট শুভাংশু শুক্লা, ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন।

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, লখনৌয়ের সিটি মন্টেসরি স্কুল, আলিগঞ্জ ক্যাম্পাস থেকেই শুভাংশুর স্বপ্নের যাত্রা শুরু হয়। আর সেই যাত্রায় মোড় ঘুরেছিল 1998 সালের কার্গিল যুদ্ধকে কেন্দ্র করে। তখন তিনি একজন সাধারণ ছাত্রই। আর সেই যুদ্ধই তাঁর ভিতর জাগিয়ে দেয় দেশভক্তির চেতনা। এরপর UPSC-র মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আবেদন করেন এবং সফলভাবে উত্তীর্ণ হন।

তারপর শুভাংশু 2005 সালে NDA থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি নিয়ে পাশ করেন। তারপর 2006 সালে ভারতীয় বায়ু সেনার ফাইটার পাইলট হিসেবেও কমিশন পান। তবে না, এখানেই শেষ নয়। পরবর্তীতে তিনি IISc বেঙ্গালুরু থেকে মহাকাশ ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আর সেখান থেকেই নিজেকে একজন টেস্ট পাইলট হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তবে বলে রাখি, শুভাংশ ও তাঁর স্ত্রী কমনার সম্পর্ক শুরু হয়েছিল একেবারে শৈশব থেকেই। প্রাইমারি স্কুলের বেঞ্চ ভাগ করে নেওয়ার সময় থেকেই তাদের মধুর সম্পর্ক। বর্তমানে কমনা একজন প্রতিষ্ঠিত দাঁতের চিকিৎসক। তিনি জানান, তার দাম্পত্য জীবন এতটাও সহজ ছিল না। শুভাংশুর পেশার জন্য তাকে দীর্ঘ সময় ধরে দূরে থাকতে হতো। এমনকি সন্তানের পাশেও ঠিকভাবে থাকতে পারেননি। তবুও তার লক্ষ্য আজ তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

শুভাংশুর প্রায় 2000 ঘন্টার উড়ান অভিজ্ঞতা রয়েছে। এমনকি একাধিক যুদ্ধবিমান চালানোর দক্ষতার জেরে তিনি 2019 সালের গগনযান মিশনের জন্য নির্বাচিত চার মহাকাশচারীর তালিকায় পৌঁছে যান। আর অবশেষে আজ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছনোর ঐতিহাসিক যাত্রার পালাবদল আসলো তাঁর জীবনে।

খান স্যারের বিয়েতে তাঁর সমস্ত ছাত্র ছাত্রীদের নিমন্ত্রণ করে খাওয়ালেন...৬ টি বিয়ে বাড়ি ভাড়া করে এই বিশাল সংখ্যার স্ট...
29/06/2025

খান স্যারের বিয়েতে তাঁর সমস্ত ছাত্র ছাত্রীদের নিমন্ত্রণ করে খাওয়ালেন...
৬ টি বিয়ে বাড়ি ভাড়া করে এই বিশাল সংখ্যার স্টুডেন্টস দের খাওয়ালেন...

*ফের 'ভারতীয়' কাঁটায় বিদ্ধ কার্লসেন! দিল্লির ৯ বছরের খুদের বিরুদ্ধে, নাস্তানাবুদ বিশ্বসেরা দাবাড়ু...* দিনকয়েক আগেই বিশ্ব...
26/06/2025

*ফের 'ভারতীয়' কাঁটায় বিদ্ধ কার্লসেন! দিল্লির ৯ বছরের খুদের বিরুদ্ধে, নাস্তানাবুদ বিশ্বসেরা দাবাড়ু...*

দিনকয়েক আগেই বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে হেরেছিলেন কার্লসেন।

দিনকয়েক আগেই বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে হেরেছিলেন। এবার ৯ বছর বয়সি এক খুদে দাবাড়ুর কাছেও হারতে বসেছিলেন ম্যাগনাস কার্লসেন! জানা গিয়েছে, একটি অনলাইন দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দু'জনে। সেখানেই কার্লসেনকে প্রায় হারিয়ে দিয়েছিল ভারতের খুদে দাবাড়ু আরিৎ কপিল।

মঙ্গলবার 'আর্লি টাইটেলড টিউজডে' নামে এক অনলাইন প্ল্যাটফর্ম দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানেই বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনের বিরুদ্ধে খেলতে বসে ভারতের আরিৎ। জর্জিয়ার একটি হোটেলে বসে প্রতিযোগিতায় অংশ নেয় ৯ বছর বয়সি দাবাড়ু। ম্যাচ চলাকালীন সেয়ানে সেয়ানে টক্কর চলে দুই দাবাড়ুর মধ্যে। এমনকি খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্তও এগিয়ে ছিল ভারতের আরিৎই।

তবে একেবারে শেষ লগ্নে এসে পাশা উলটে দেন কার্লসেন। শেষ চালে এসে ম্যাচ ড্র করতে বাধ্য হয় আরিৎ। কার্যত নিশ্চিত জয় হাতছাড়া হয় তার। তবে বিশ্বের সেরা দাবাড়ুর বিরুদ্ধে যেভাবে লড়াই চালিয়েছে ভারতের খুদে, তাতে মুগ্ধ ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, কয়েকদিন আগেই অনূর্ধ্ব-৯ জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছিল আরিৎ। আপাতত তার নজর অনূর্ধ্ব ১০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেই টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডে জিতেও গিয়েছে আরিৎ। তবে ভারতীয় খুদের বিরুদ্ধে হার এড়ালেও শেষ পর্যন্ত খেতাব জিততে পারেননি কার্লসেন। 'আর্লি টাইটেলড টিউজডে' খেতাব জিতেছেন ভারতেরই ভি প্রণব।

প্রসঙ্গত, নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতের গুকেশ। গোটা ম্যাচে আধিপত্য নিয়েই খেলছিলেন কার্লসেন। তবে পালটা লড়াই চালিয়ে যান গুকেশ। শেষ পর্যন্ত জয়ের হাসি ফোটে গুকেশের মুখেই। আর ম্যাচের পর হতাশা গোপন করতে পারেননি কার্লসেন। মেজাজ হারিয়ে টেবিলে ঘুসি মারেন তিনি। সেই ঘটনার পরপরই ফের এক ভারতীয় দাবাড়ুর কাছে প্রায় হেরে যাচ্ছিলেন কার্লসেন।

বিখ্যাত কবি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি।।
26/06/2025

বিখ্যাত কবি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি।।

যেখানে শিক্ষক নেই, সেখানেও পাঠ থেমে থাকে না – যদি থাকেন বিশাখা পাল-এর মতো কেউ।মুর্শিদাবাদের ফরাক্কার নয়নসুখ শ্রীমন্তপাল...
25/06/2025

যেখানে শিক্ষক নেই, সেখানেও পাঠ থেমে থাকে না – যদি থাকেন বিশাখা পাল-এর মতো কেউ।
মুর্শিদাবাদের ফরাক্কার নয়নসুখ শ্রীমন্তপাল প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল রান্না করা যার কাজ, সেই রান্নার মাসি বিশাখা পাল আজ হয়ে উঠেছেন শিশুদের কাছে "অঙ্ক মাসি।
সত্যি এই দেশকে বদলাবে কে? যাঁরা পেটও ভরান, মনও ভরান জ্ঞানে। মাসি ভালো থেকো!🙏

মহাকাশে পাড়ি দিলেন ভারতবর্ষের বীর সন্তান শুভাংশু শুক্লা। রাকেশ শর্মা মহাকাশে যাওয়ার ৪০ বছর বাদে, ইন্ডিয়ান এয়ারফোর্সে...
25/06/2025

মহাকাশে পাড়ি দিলেন ভারতবর্ষের বীর সন্তান শুভাংশু শুক্লা। রাকেশ শর্মা মহাকাশে যাওয়ার ৪০ বছর বাদে, ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রা, রীতিমতো ইতিহাস সৃষ্টি করলো।

হ্যাঁ! আজকের পর থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু স্যারের নামটা ভারতবর্ষের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে থেকে যাবে ইতিহাসের পাতায়।

এছাড়াও শুভাংশু শুক্লাই হতে চলেছেন ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ সেন্টারে পা রাখা ভারতবর্ষের প্রথম মহকাশচারী। জয় হিন্দ। বন্দে মাতরম! ❤️🇮🇳

বেঁচে ফিরুক আরো একটি প্রান! অশ্মিকার পর হৃদিকারও প্রয়োজন ১৬ কোটির ইন/জেকশন  সাহায্যের হাত বাড়িয়ে দিন! নিজে না পারলে পোষ্...
25/06/2025

বেঁচে ফিরুক আরো একটি প্রান! অশ্মিকার পর হৃদিকারও প্রয়োজন ১৬ কোটির ইন/জেকশন সাহায্যের হাত বাড়িয়ে দিন! নিজে না পারলে পোষ্টটি শেয়ার করুন!

২০ বছর ধরে প্রতিদিন ১ কিমি সাঁতরে স্কুলে! একদিনও ক্লাস মিস করেননি এই শিক্ষক ❤️📚
24/06/2025

২০ বছর ধরে প্রতিদিন ১ কিমি সাঁতরে স্কুলে! একদিনও ক্লাস মিস করেননি এই শিক্ষক ❤️📚

😭🙏     😭🙏আমার এই ছোট্টো মেয়েটির জীবন আজ ভীষন সঙ্কটাপন্ন।জন্মের একমাস পর ওর শরীরে ধরা পরেছে লিভারের একটি বিরল রোগ "বিলিয়া...
23/06/2025

😭🙏 😭🙏
আমার এই ছোট্টো মেয়েটির জীবন আজ ভীষন সঙ্কটাপন্ন।জন্মের একমাস পর ওর শরীরে ধরা পরেছে লিভারের একটি বিরল রোগ "বিলিয়ারি আট্রেসিয়া(Biliary atresia)

ডাক্তারদের কথা অনুযায়ী"এই বিরল রোগটির সারা বিশ্বব্যপী কোনো ঔষধ নেই,একমাত্র লিভার ট্রান্সপ্লান্ট দ্বারা বাচ্ছাকে বাঁচানো সম্ভব"

লিভার ট্রান্সপ্লান্ট অতি ব্যায়বহুল(১৬ লক্ষ টাকা) একমাত্র আপনাদের সহযোগিতা ছাড়া এতোগুলো টাকা যোগার করা আমাদের একার পক্ষে সম্ভব নয়।

আমার মেয়েকে বাচাতে আপনাদের সাহায্য আমার খুব দরকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি যে যেমন পারেন তেমন অর্থ আমাকে ভিক্ষা দিন 🙏🙏🙏
🙏

আপনাদের প্রতিটি মহৎ দান ওর জীবনে নতুন আলো আনতে পারে।
পোস্টটি যত পারেন বেশি বেশি #শেয়ার করুন 🙏🙏🙏
Donation link–
https://www.impactguru.com/fundraiser/help-rikhiya-bhandary

পাশে থাকুন সবাই 🙏🏻আপনাদের সাহায্য আর ভালোবাসায় আমরা খুব তাড়াতাড়ি বাবাকে সুস্থ করে তুলতে পারব ❤️ পারলে পোস্টটা শেয়ার ...
23/06/2025

পাশে থাকুন সবাই 🙏🏻
আপনাদের সাহায্য আর ভালোবাসায় আমরা খুব তাড়াতাড়ি বাবাকে সুস্থ করে তুলতে পারব ❤️ পারলে পোস্টটা শেয়ার করুন যাতে আরও লোক জানতে পারে আর এগিয়ে আসতে পারে 🙏🏻
Bank name: State Bank Of India
Acc holder name: Anisha Dey
Acc no.: 42079737643
IFSC code: SBIN0011533

স্যারকে স্যালুট ❤️❤️❤️
22/06/2025

স্যারকে স্যালুট ❤️❤️❤️

ঘরে বসেই ভোট! বিহার লিখে দিল ভারতের ইতিহাসে নতুন অধ্যায 🗳️
21/06/2025

ঘরে বসেই ভোট! বিহার লিখে দিল ভারতের ইতিহাসে নতুন অধ্যায 🗳️

Address

Habibpur, Ranaghat, Nadia
Ranaghata
741402

Telephone

+917865829850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalpanir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalpanir:

Share