Sokal Sokal-Jharkhand"s Only Bengali Daily Newspaper

Sokal Sokal-Jharkhand"s Only Bengali Daily Newspaper Sokale Sokale is the most popular Bangla Daily Newspaper

পৈতৃক গ্রাম নেমরায় সম্পন্ন হল প্রাক্তন মুখ্যমন্ত্রী দিশোম গুরু শিবু সোরেনের শেষকৃত্য..
05/08/2025

পৈতৃক গ্রাম নেমরায় সম্পন্ন হল প্রাক্তন মুখ্যমন্ত্রী দিশোম গুরু শিবু সোরেনের শেষকৃত্য..

05/08/2025

শেষ বিদায়: দিশোম গুরু শিবু সোরেনকে শ্রদ্ধা জানাতে জড়ো লক্ষ লক্ষ মানুষ ...

04/08/2025

দিশোম গুরু শিবু সোরেনের পার্থিব দেহ যখন দিল্লি থেকে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে আনা হয়, তখন থেকেই তাঁর শেষ দর্শনের জন্য রাস্তায় নেমে পড়ে হাজার হাজার মানুষ। বিমানবন্দর থেকে মোরহাবাদি ময়দান পর্যন্ত যাত্রাপথে ঢল নামে জনতার। চারদিক থেকে মানুষ ছুটে আসেন একবার শেষ দেখা পাওয়ার আশায়...

শিবু সোরেনের প্রয়াণে শোকের আবহ ঝাড়খণ্ডে, ৩-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি ম...
04/08/2025

শিবু সোরেনের প্রয়াণে শোকের আবহ ঝাড়খণ্ডে, ৩-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেনের প্রয়াণে শোকের আবহ ঝাড়খণ্ডে। শিবু সোরেনের প্রয়াণে ঝাড়খণ্ডে ৩-দিনের জন্য রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ড বিধানসভায় সোমবার অর্ধনমিত থাকে জাতীয় পতাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে ৩-দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ব্লাড ডোনেশন ক্যাম্প : উত্তরায়ণ এক নতুন দিশারবর্তমানে সারা রাজ্য জুড়েই দেখা দিয়েছে রক্তের ভয়াবহ সংকট। এই সংকটের জেরে বহু...
03/08/2025

ব্লাড ডোনেশন ক্যাম্প : উত্তরায়ণ এক নতুন দিশার

বর্তমানে সারা রাজ্য জুড়েই দেখা দিয়েছে রক্তের ভয়াবহ সংকট। এই সংকটের জেরে বহুমানুষের প্রাণ হানি হচ্ছে। তাই অনেকেই নানাভাবে এই সংকট মোকাবিলার চেষ্টা করছে। উত্তরায়ণ জেলার একটি জনপ্রিয় সামাজিক সংস্থা। তাই উত্তরায়ণ এক নতুন দিশা অন্যান্য বছর গুলোর মতো এবারেও একটি ব্লাড ডোনেশন ক্যাম্প এর আয়োজন করলেন রবিবার, ৩ রা আগষ্ট, ২০২৫ পুরুলিয়ার জে. কে. কলেজ প্রাঙ্গণে। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে উপস্থিত হন। কম-বেশি প্রায় ৫৫ জন রক্ত দান করেন।

গোন্ডায় খালে পড়ে গেল গাড়ি, মৃত্যু ১১ জনের উত্তর প্রদেশের গোন্ডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে সরযূ খালে পড়ে গেল এক...
03/08/2025

গোন্ডায় খালে পড়ে গেল গাড়ি, মৃত্যু ১১ জনের
উত্তর প্রদেশের গোন্ডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে সরযূ খালে পড়ে গেল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের, এছাড়াও ৪ জন আহত হয়েছেন।
রবিবার গোন্ডার ইতিয়াথোক থানা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি গাড়ি খালে পড়ে গেলে ১১ জনের মৃত্যু হয়েছে। গাড়িটিতে ১৫ জন যাত্রী ছিলেন এবং তারা পৃথ্বীনাথ মন্দিরে পূজার্চনা করতে যাচ্ছিলেন।

জাতীয় অঙ্গদান দিবস পালিত হলো দেবেন মাহাতো সদর হাসপাতাল এন্ড মেডিকেল কলেজে শেফালী মাহাতো, পুরুলিয়াজাতীয় অঙ্গদান দিবস এব...
02/08/2025

জাতীয় অঙ্গদান দিবস পালিত হলো দেবেন মাহাতো সদর হাসপাতাল এন্ড মেডিকেল কলেজে
শেফালী মাহাতো, পুরুলিয়া
জাতীয় অঙ্গদান দিবস এবছর ১৫ বছরের পদার্পণ করল পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল এন্ড মেডিকেল কলেজ ।এদিন এই অঙ্গদান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ও নার্সিং ট্রেনিং স্টুডেন্টদের নিয়ে একটি রেলির আয়োজন করা হয়। এই রেলি সদর হাসপাতালের পুরনো আউটডোর থেকে শুরু করে বাজারের পোস্ট অফিস মোড়, হাটতলা মো ড়, জেলায স্কুল মোড় ,বাসস্ট্যান্ড হয়ে রেলি শেষ হয় আবার হাসপাতাল ক্যাম্পাসে। আজকে এই বিশেষ দিনে সদর ক্যাম্পাস সাত দিনের জন্য একটি অঙ্গদানের রেজিস্ট্রেশন ডেক্সের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন হাসপাতালের এমএসভিপি সুকমল বিষই, দেবেন মাহাতো গভারমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হাতোয়াড়ার প্রিন্সিপাল, সঙ্গে ছিলেন ডক্টর নয়ন মুখার্জি, ডক্টর দেবদ্বীপ মুখার্জি ছাড়া অন্যান্য ডাক্তাররা। আজকে প্রথম দিনেই কাকলি দরিপা নামে স্কুল শিক্ষিকা আজ অঙ্গদান করেন।

দাম কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরসস্তা হলো গ্যাস। দাম কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। শুক্রবার থেকেই এই নতুন...
01/08/2025

দাম কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের
সস্তা হলো গ্যাস। দাম কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। শুক্রবার থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। তবে, ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
জানানো হয়েছে, তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। ১৯ কেজির এই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা করে কমানো হয়েছে। দেশ জুড়েই এর সুবিধা পাবেন বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকরা। এর ফলে দিল্লিতে এই সিলিন্ডারে দাম কমে ১,৬৩১.৫০ টাকা হচ্ছে।

ষষ্ঠ ঝাড়খণ্ড বিধানসভার তৃতীয় অধিবেশন (বর্ষাকালীন অধিবেশন)-এর প্রথম দিনে ঝাড়খণ্ড বিধানসভায় বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্র...
01/08/2025

ষষ্ঠ ঝাড়খণ্ড বিধানসভার তৃতীয় অধিবেশন (বর্ষাকালীন অধিবেশন)-এর প্রথম দিনে ঝাড়খণ্ড বিধানসভায় বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্র নাথ মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য পরামর্শ কমিটির বৈঠকে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন....

Address

3rd Floor, Raghubar Heights, Beside Sai TVS Showroom, Ratu Road
Ranchi
834001

Alerts

Be the first to know and let us send you an email when Sokal Sokal-Jharkhand"s Only Bengali Daily Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sokal Sokal-Jharkhand"s Only Bengali Daily Newspaper:

Share