DinRaat Sangbad

DinRaat Sangbad News, Media

20/10/2023

এক গৃহবধুর গলায় ফাঁসি লাগিয়ে রহস্যজনক মৃত্যু রাতাবাড়ী থানার অন্তর্গত থলগাও গ্রামে ৷ মৃত্যু এর খবর শুনে ঘটনা স্থলে রাতাবাড়ী পুলিশ ৷

ড্রাগস বরা এক গাড়ী সহ তিনজন আটক রাতাবাড়ী থানাতে ৷ কযেকদিন থেকে উৎপেতে বসে আছে রাতাবাড়ী থানা । ওদেরকে হাতেনাতে ধরার জন্য ...
06/10/2023

ড্রাগস বরা এক গাড়ী সহ তিনজন আটক রাতাবাড়ী থানাতে ৷ কযেকদিন থেকে উৎপেতে বসে আছে রাতাবাড়ী থানা । ওদেরকে হাতেনাতে ধরার জন্য ৷ আজ ৫৬৫ ড্রাগস সহ আটক ৷

11/12/2022

মিজোরাম বরাই ৬ বলোরো পিকআপ বাৰ্মিজ সুপরী বুঝাই গাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দিলো মিজোরা ৷

বরোসা ক্লাবের রামকৃষ্ণনগর জুনে আজ মুখামুখি হয় টাউন ক্লাব বনাম নাতিহাল এফ সি মিজোরাম ৷ নাতিহাল এফসি শেষ পর্যন্ত টাউন ক্লা...
05/11/2022

বরোসা ক্লাবের রামকৃষ্ণনগর জুনে আজ মুখামুখি হয় টাউন ক্লাব বনাম নাতিহাল এফ সি মিজোরাম ৷ নাতিহাল এফসি শেষ পর্যন্ত টাউন ক্লাবকে ৩- ১ ব্যবধানে পরাস্থ করে তিনসুকিয়া বরোসা ক্লাব ১৬ এর ছাড়পত্র আদায় করে নেয় ৷

11/09/2022
করিমগঞ্জ পুলিশের ব্যবস্থাপনায় আয়োজিত প্রথম ইন্টার পুলিশ প্রতিযোগিতায় ফাইনেলে রাতাবাড়ী থানা দল পুলিশ রিজার্ভ দলকে ৫-১ ব...
08/08/2022

করিমগঞ্জ পুলিশের ব্যবস্থাপনায় আয়োজিত প্রথম ইন্টার পুলিশ প্রতিযোগিতায় ফাইনেলে রাতাবাড়ী থানা দল পুলিশ রিজার্ভ দলকে ৫-১ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা দখন করে রাতাবাড়ী পুলিশ ৷ রাতাবাড়ী পুলিশ দল হয়ে মামন আহমেদ, কেলবিন দুইটি করে গোল করেন পঞ্চম গোল করেন লাল কিমা ৷ অপরদিকে পুলিশ রিজার্ভ দলের হয়ে একটি গোল করেন বোলদান সাকাচেপ ৷ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান থানার ভারপ্রাপ্ত OC ও এলাকাবাসী ৷

করিমগঞ্জ জেলায় আন্তঃ জিলা থানা ফুটবলে আজ সেমি ফাইনেল খেলায় দুই শক্তিশালী দল রাতাবাড়ী থানা বনাম বদরপুর থানা৷ সেমি ফাইনাল...
07/08/2022

করিমগঞ্জ জেলায় আন্তঃ জিলা থানা ফুটবলে আজ সেমি ফাইনেল খেলায় দুই শক্তিশালী দল রাতাবাড়ী থানা বনাম বদরপুর থানা৷ সেমি ফাইনাল খেলতে নামা দুই দলের মধ্যে ২-০ জয় হাসিল করে নেয় রাতাবাড়ী থানা৷ রাতাবাড়ী থানার হয়ে দুইটি গোল করেন মামন আহমেদ প্রথম গোল করেন ১৫ মিনিটের সময় এবং দ্বিত্বীয় গোল ২৮ মিনিটে ৷ অপরদিকে বদরপুর থানা গোল খেয়ে মাথা গরম করে খেলার চেষ্টায় ওরা দুই দুইটি লাল কার্ড দেখে পেলে এবং রাতাবাড়ী থান ফুটবল দল মাঝ মাঠ দখল করে জয় হাসিল করে ফাইনেলের ছাড়পত্র আদায় করে নেয় ৷ রাতাবাড়ী থানা দলের কোচ তথা প্রশিক্ষক কর্ণ মুশাহারী উনি দলকে ধন্যবাদ জানান, দল ফাইনেলর ছাড়পত্র আদায় করার জন্য ৷ ম্যাচ রেফারীর দায়িত্বে ছিলের যিশু দাস ও সহকারী ছিলেন সৌমিত্র এবং কিশোর দাস ৷ আজ বিকাল ৩ ঘটিকায় ফাইনেল হবে ।

রাতাবাড়ীতে আবার পুনঃগঠিত হলো ফুটবল সংস্থা 'রাতাবাড়ী ক্রিড়া সংস্থা' ৷ বিগত কয়েক বৎসর অতিবাহিত হওয়ার পর রাতাবাড়ীর ফুটবল ...
03/08/2022

রাতাবাড়ীতে আবার পুনঃগঠিত হলো ফুটবল সংস্থা 'রাতাবাড়ী ক্রিড়া সংস্থা' ৷ বিগত কয়েক বৎসর অতিবাহিত হওয়ার পর রাতাবাড়ীর ফুটবল প্ৰেমী কয়েক জন যুবকের প্রচেষ্টায় আবার পুনঃগঠিত হলো এই সংস্থাটি ৷ সংস্থাটি পুনঃগঠন হওয়ার পর বিভিন্ন ধরণের সাজ সরঞ্জাম উপহার হিসাবে তুলে দেন ফুটবল প্রেমী যুবকগণ ৷

নিছে ছবি দেওয়া হলো ৷

11/03/2022

আজ পশ্চিম ঠঙ্গিবাড়ী ফুটবল ময়দানে ময়নুল হক চৌধুরী মেমোঃ ফুটবল প্রাতিযোগিতায় দ্বীতীয় দিনের খেলায় মুখোমুখি দুই শক্তিশালী চিরপ্রতিদন্ধী দল সিএসএম ডায়মন্ড ক্লাব বনাম কটামনি এফ সি l

ময়নুল হক চৌধুরী মেমো. ফুটবল মেঘা প্রতিযোগিতায় আজ ১০ই মার্চ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে দুই দল ত্রিপুরা বনাম সুনাইচড়া...
10/03/2022

ময়নুল হক চৌধুরী মেমো. ফুটবল মেঘা প্রতিযোগিতায় আজ ১০ই মার্চ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে দুই দল ত্রিপুরা বনাম সুনাইচড়া কাশিয়া এফ সি ৷ খেলায় শেষ বাশি বাজার আগে সুনাইচড়াহকে 8-0 গোলে হারিয়ে ত্রিপুরা এফ সি পরবর্তী রাউন্ডের চাড়পত্র আদায় করে নেয় ৷ আজ শুভ উদ্ধোধনী ম্যাচে প্রদান মূখ্য অতিথি ছিলেন আনিপুর জেড পি সি মেম্বার হেলাল আহমেদ খান সাহেব ৷ সঙ্গে ছিলেন রাতবাড়ী, পলডহর জিপি সভাপতি নুরল হক, আব্দুল মান্নান সাহেব ও কাজিরবাজার আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি রুবি আহমেদ মহাশয় আরও অনেক

04/03/2022

⚽আনন্দ সংবাদ আনন্দ সংবাদ⚽ এতদ্বারা প্রত্যেক ফুটবলপ্রেমী কে জানানো যাইতেছে যে 6এ সাইড এক নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হইবে কচুখাউরী তে আগামী 09/03/2022 থেকে।

⚽খেলার নিয়ম -1)খেলা টি রাতে হবে। 2)উভয় দলে 6 -6 জন করে খেলোয়াড় থাকবে। বুট দিয়ে খেলা হবে । নিজস্ব জার্সি বুট ও বল নিয়ে আসতে হবে। খেলা প্রত্যেক দিন বিকাল 6 টা থেকে শুরু হবে। প্রথম রাউন্ড এ ডিপিঠ থাকবে। প্রবেশ মূল্য (Entry fee )1000 টাকা । প্রথম পুরস্কার নগদ 10,000 টাকা সাথে ট্রফি থাকবে। দ্বিতীয় পুরস্কার নগদ 5000 টাকা সাথে ট্রফি। এবং ম্যান অফ দ্যা ম্যাচ। ম্যান অফ দ্যা সিরিজ। বেস্ট গোলকিপার পুরস্কার থাকবে।। ⚽ যোগাযোগ করুন =6001624304
=8822442909=6002213061,+91 93659 46361

02/03/2022

*ময়নুল হক চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২২*
পরিচালনায় : রাতাবাড়ী ক্রিড়া সংস্থা ৷
_স্থান :- পশ্চিম টঙ্গিবাড়ী খেলার মাঠ ৷_(রাতাবাড়ী
এতদ্বারা প্রত্যেক ফুটবল ক্লাব কে জানানো যাইতেছে যে, আগামী ১০/০৩/২২ তারিখ থেকে এক বিরাট ফুটবল নকআউট মেঘা প্রতিযোগিতা আরম্ভ হতে যাচ্ছে | উক্ত ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী দলকে আগামী ০৬/০৩/২০২২ তারিখের মধ্যে ক্লাবের নাম নথিভুক্ত করার অনুরোধ রহিল৷

_নিয়মাবলী_
১/ খেলা ফিফা এর নিয়মানুসারে অনুষ্ঠিত হইবে৷
২/ খেলায় প্রাত্যক দল নিজ জার্সি, বুট ও যাবতীয় সাজ সরঞ্জাম নিয়ে আসিতে হইবে৷
৩/ খেলা ১১ জন খেলোয়াড় প্রযোজ্য ৷
৪/ খেলা চলাকালীন অবস্থায় রেফারী ও কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
৫/ খেলার Reporting time ২:০০ ঘটিকায়, প্রতিদিন Kick off time ২:৩o ঘটিকায় ।
৬/ প্রতিযোগিতায় প্রবেশ ফি ৩০০০/- I

*পুরস্কার*
১/ Champion Prize ৫০০০০/- with Trophy
২/ Runner-up prize ৩৫০০০/- with Trophy
৩/ Daily Man of the Match
৪/ Man of Tournament,
৫/ Best Goal Keeper
৬/ আরও অনেক আকর্ষনীয় পুরস্কার থাকিবে৷

*যোগাযোগ*
১/ হোসেন আহমেদ খান ৭৬৩৫৮৭৫২১৫
২/ আব্দুল মুকিত ৯৩৬৫৫৫৮৭৮৯
৩/ আব্দুল মালিক ৯৫৭৭৭০০২৬০
৪/ ইকবাল ৭o৮৬৬৫৪৫৬৩

15/12/2021

#রাতাবাড়ি কাজির বাজারে #ড্রেন এর কাজে ব্যাপক ভাবে অনিয়ম চলছে।

করিমগজ্ঞ জেলার ঐতিহ্যবাহী একটি বাজার কাজিরবাজার , সেই বাজারে কিছু উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়েছে ।কিন্তু কাজ যে রকম ভাবে হওয়ার কথা ছিল, সে রকম ভাবে হচ্ছে না।
সমস্যা গুলো হলো ড্রেনের কাজে অনিয়ম, সরকারী জমি জবর দখল, স্থায়ী মোটরগাড়ি রাখার জায়গা নেই , নিজের জায়গায় ঘর বানাতে গিয়ে সরকারী রাস্তায় জিনিসপত্র রেখে যানজট সৃষ্টি করা ইত্যাদি প্রচুর সমস্যা রয়েছে।

এই সমস্ত বিষয়ের প্রতিবাদ জানাতে বৃহত্তর রাতাবাড়ীর সচেতন যুবকরা আজ রামকৃষ্ণ নগর সার্কুল অফিসারের সকাশে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।
সার্কুলার অফিসার আশ্বাস দিয়েছেন অতি দ্রুত তদন্ত হবে।
যদি তদন্তে গাফিলতি হয় ।
যুবকরা এও বলেছেন বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন তাহারা Biswa Sarma
. .
DC Karimganj

Address

Ratabari

Website

Alerts

Be the first to know and let us send you an email when DinRaat Sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share