Travel with Bapi

Travel with Bapi this page for travel lover who wants to love travel and exploring destination.

দেবপ্রয়াগ হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়োয়াল জেলার একটি শহর | দেবপ্রয়াগ ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কে অবস্থিত |যে...
05/09/2025

দেবপ্রয়াগ হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়োয়াল জেলার একটি শহর | দেবপ্রয়াগ ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কে অবস্থিত |যেখানে অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয় এবং গঙ্গা নামটি ধারণ করে. 🌉🌊🏞️

26/08/2025

Lodh Waterfalls 🌊💧🏞️ Hight - 469ft

Highest waterfalls of Jharkhand

#

24/08/2025

ট্যুর থেকে আসার পর গাড়িটাকে ওয়াশ করালাম | ゚viralfbreelsfypシ゚viral 🚴‍♂️💨🔥

23/08/2025
ঘাটশিলা যাওয়ার পথে... ❤️     ゚viralfbreelsfypシ゚viral
22/08/2025

ঘাটশিলা যাওয়ার পথে... ❤️

゚viralfbreelsfypシ゚viral

05/10/2023

😥😥😥🌧️🌧️Sikkim

02/06/2023

ছায়াতাল| Offbeat Westsikkim|

ছায়াতাল
6500ft উচ্চতায় অবস্থিত একটি শান্ত নিবিড় জনপদ। জানালা খুললেই দেখা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা| তাই সকাল বেলা এক কাপ চা নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আড্ডা মারতে পারেন কিংবা পায়ে হেঁটে দেখতে পারেন এই ছোট্ট জনপদকে অথবা মন চাইলে ঘুরে দেখতে পারেন ভার্সের রোডেডেনড্রন সেঞ্চুরি| সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫০০ ফুট উচ্চতা হওয়ায় বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা বিরাজ করে। আর এখানকার বেশিরভাগ মানুষই এলাচ চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। এবার আসি ছায়াতাল পৌছবেন কি করে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রাইভেট কার বুক করে সরাসরি ছায়াতল পৌঁছানো যায়। দূরত্ব ১৪০ কিলোমিটার অথবা শেয়ারিংয়ে যাওয়ার জন্য সিকিম গভমেন্টের তেনজিং নরগে বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে সরাসরি জোরথাং এবং জোরথাং থেকে শেয়ারিংয়ে ছায়াতাল।বর্ষার সিজন ছাড়া বছরের যে কোন সময় ছায়াতলে ঘুরতে আসা যায়।ছায়াতলে ঘুরতে এলে কি কি দেখবেন 1.সৃজঙ্গা স্ট্যাচু 2.ছায়াতাল লেক 3.ডেন্থাম ভ্যালি 4.সিংসর ব্রিজ 5. হাতের কাছে কাঞ্চনজঙ্ঘা
Details Of Booking
1. R.B Bista – 9734142249 (Chayatal Heritage Homestay)
2. Car Booking -Urgen Lamas – 8348137221

21/05/2023

📍Somberia

18/05/2023

ভার্সে রডোডেনড্রন অভয়ারণ্য।


প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত ভার্সে রডোডেনড্রন অভয়ারণ্য। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এবং সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে একটি সংরক্ষিত জায়গা জুড়ে অবস্থিত এই অভয়ারণ্য। পশ্চিম সিকিমের কোলে ১০৪ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্য গেলে দেখা মিলবে লাল রডোডেনড্রনের। যদিও তার জন্য আপনাকে যেতে হবে বসন্তকালে।
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এই ফুলের দেখা মিললেও সিকিমের রডোডেনড্রন বিশ্ববিখ্যাত। সমগ্র বিশ্বে ৩৮টি প্রজাতির রডোডেনড্রন পাওয়া যায়। তার মধ্যে ১৯টি প্রজাতির রডোডেনড্রনের দেখা মেলে সিকিমের ভার্সে রডোডেনড্রন অভয়ারণ্যে। বিশ্বের যে সব স্থানে রডোডেনড্রন পাওয়া যায় তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সিকিম আর এশিয়ার মধ্যে প্রথমে।
বসন্তের আবহে লাল টুকটুকে রঙে ভরে ওঠে গোটা অভয়ারণ্য। পাইন, ওক, বেতের জঙ্গলের মাঝে শুধুই নজর কাড়ে এই ফুল। যদিও এই অভয়ারণ্য থেকে কাঞ্চনজঙ্ঘার দেখাও মেলে। আর দেখা মেলে রেড পান্ডার। পূর্ব হিমালয়ের বেশ কিছু পাখির দেখাও পাওয়া যায় এখানে। তবে, লাল রডোডেনড্রনের মাঝে স্লিপিং বুদ্ধা দেখার অভিজ্ঞতা ভার্সে ছাড়া অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন।
ভার্সে পৌঁছাতে হয় ট্রেক করে। শিলিগুড়ি থেকে বাসে চেপে জোরথাং। সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা। সেখান থেকে সোমবারিয়া হয়ে পৌঁছাতে হবে হিলে। এর মাঝে একরাত কাটাতে হবে ওখরেতে। এরপর হিলে। এই হিলে থেকেই ভার্সের ট্রেকিং শুরু হয়। হিলে থেকে ৫ কিলোমিটার পথ ট্রেক করে যেতে হবে। তাহলেই পৌঁছে যাবেন ভার্সে রডোডেনড্রন অভয়ারণ্য।
ভার্সেতে রাত কাটানোর জন্য দুটো রিসর্ট রয়েছে। গুরাস কুঞ্জ এবং ফরেস্ট ব্যারাক। এছাড়া আপনি ওখরে, দোদকে, সোরেংয়ে সহজেই হোটেল ও হোমস্টে পেয়ে যাবেন। এছাড়াও এই অঞ্চলে বেশ কিছু ট্রেকার্স হাট এবং হোমস্টে রয়েছে। যাঁরা সিকিমের এই রূপ দেখতে চান এবং ট্রেক করতে ভালবাসেন তাহলে অনায়াসে ঘুরে আসতে পারেন ভার্সে রডোডেনড্রন অভয়ারণ্য।

Details Of Booking
1. Okhrey – 8942831875 (Royal Versay Homestay)
2. Guras Kunj -9474020877/7679775320 (Bandhu Sherpa) VERSAY
3. Samdhen Sherpa – 7551878945/9475919714 (Red Panda Homestay) Hilley
Car Booking
Urgen Lamas – 8348137221

Address

Serampore

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Bapi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel with Bapi:

Share