06/02/2024
https://yt.openinapp.co/ws2lrdn
বসন্ত এসে গেছে...
ক্যালেন্ডারের পাতায় না হলেও আবহাওয়া তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। প্রচণ্ড গরম পড়ার আগে একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে কী! যেখানে বেশ এনজয় করা যাবে?
তাহলে ঘুরে আসুন চান্ডিল ড্যাম থেকে। আর স্পিড বোটে চেপে দিনটা এনজয় করুন। না, ছুটি নিয়ে চিন্তা নেই। একটা দিনেই হয়ে যাবে। স্পিড বোটে চাপার খরচ মাথাপিছু ১০০ টাকা। ১০-১৫ মিনিট ঘোরাবে।
এবার আসি ড্যামের কথায়। পাহাড় ঘেরা এই ড্যাম দেখলে মিনি সমুদ্র মনে হওয়াটা একেবারেই ভুল নয়। ঝাড়খন্ডের চান্ডিল শহরে বিশাল এই ড্যাম পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু।
কীভাবে যাবেন-হাওড়া থেকে রাত ১২টা ৫ মিনিটের চক্রধর এক্সপ্রেসে চেপে বসুন। পরদিন সকাল ৮টায় ট্রেন পৌঁছয় চান্ডিল জংশন স্টেশনে। অটো ধরে চলে যান ৭ কিমি দূরে ড্যামে। সেখানে সারা দিন কাটান, খাওয়া-দাওয়া করুন। চাইলে গাড়ি ভাড়া করে চান্ডিলের পাশাপাশি পালনা, ডিমনা দেখে নিতে পারেন। চাইলে টাটা নগর একটা রাত থেকে পরদিন আসতে পারেন, আবার চান্ডিল দেখে রাতে না থেকে বিকেলের ট্রেন ধরেই চলে আসতে পারেন।
এছাড়া টাটানগর স্টেশন থেকেও চান্ডিল ড্যাম ঘুরতে পারেন। সকালেই ইস্পাতে গিয়ে টাটা নগর নেমে ওখান থেকে ৪২ কিমি দূরে চান্ডিল ঘুরে বিকেলের ট্রেনে ফিরে আসতে পারেন।
চান্ডিল ঘোরা, স্পিড বোটে চাপার অভিজ্ঞতা নিয়ে আমার এবারের ভ্লগ। দেখে নিতে পারেন কেমন জায়গা।
লিংক দিলাম, ক্লিক করে দেখে নিন টোটো কোম্পানির ভ্লগ... ভালো লাগলে সাবসক্রাইব করে দেবেন। আমারও এগোনার জন্য সকলের সাপর্টের দরকার।
Chandil Dam, Jharkhand| Weekend destination from Kolkata| Toto Company|.travel Hello, I am Susmita Mondal Travel vlogger. My YouTube channel name is Toto Company. In this video I have shown around Chandil Dam and its surroundings. Also shared the experience of riding in a speed boat. Chandil Dam...