03/02/2024
আমার এই ছেলেকে আমি নেবো বলে ঠিক করেছিলাম ২৫/১/২০২৪ তারিখে || আর আমার কাছে এসেছে ২/২/২০২৪ তারিখে যখন আসে তখন আমি প্যাকিং টা খুলে দেখি আমার সোনা আমার কাছে পঙ্গু ( হয় পা ভাঙ্গা ) হয়ে এসেছে সেটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যায় রীতিমত ভেঙ্গে পড়ি || সেই পঙ্গু অবস্থা দেখে মা আর বাবা আমাকে বললো যে এই ভাঙ্গা গোপালকে এই ঘরে রাখা যাবে না || জলে বিসর্জন করে দিয়ে আই || সেটা শুনে মনটা আরো খারাপ হয়ে গেলো আর সাথে সাথে আমার একটা কথা মনে পড়ে যাই যে আমার ছেলে বা মেয়ে যদি এরকম পঙ্গু হয়ে জন্মায় তাহলে কি আমি তাকেও বিসর্জন করে দেবো কথা টা মনে এলেও আমি মা বাবাকে বলতে পারলাম না || যায় হোক সেটা সোনার পর আমার আরো বেশি করে আদর করতে মন চাইলো আদর করলাম ও || তারপর আমি গোপালকে ওর জায়গায় রেখে আমি কিছু না খেয়ে বেরিয়ে পড়লাম আমার কাজে ( পড়াতে গেলাম ) || ওখান থেকে আমি গেলাম আমার দলের ঘরে ( নাটকের রিহার্সালে ) || সেখানে আমার খুব শরীর খারাপ হয়ে পড়ে ( জ্বর আসে এবং মাথা ঘুরে পরে যায় ) তখন আমাকে দলের ঘরে দাদারা তুলে এনে শুইয়ে দেই || তারপর আমার যখন মনে হলো যে একটু হালকা লাগছে নিজেকে তখন আমি মেঘনাথ দার সাথে বাড়ি চলে যায় তখন ও আমি কিছু খাইনি || হয়তো তার জন্যই এরকম হয়েছিল || জানি না যে এত কিছু কেনো হলো হয়তো গোপালকে ভালোবেসেছি বলেই এটা আমার সাথে হয়েছে || যাইহোক বাড়ি এসে বিশ্রাম নিলাম || পর দিন দুপুর বেলায় পাশের বাড়ির দিদা আমার মনের কথা বলে তার আগে অবশ্য আমার দিদা ( মায়ের মা ) বলে যে ওই পঙ্গু গোপালকে দিদা নিজের বাড়ি নিয়ে যাবে যাই হোক পাশের বাড়ির দিদার কথা শুনে মা একটু বুঝলো এবং তখন আমরা নিজেদের মত করে আমার ছেলেকে সারিয়ে তুলি|| এত কিছু বলার কারণ একটাই যে আমি যখন গোপালকে আমার ছেলের জায়গাটা দিয়েছি তখন তার যাই হয়ে যাকনা কেনো আমি কোনো মতেই তাকে আমার কাছ ছাড়া হতে দেবো না || কারণ সে আমার ছেলে তাই তার যাই হয়ে যাক না কেনো সে আমার কাছেই থাকবে || তাই আমি, বোন, বৃন্দাবন, মা, দিদা, পাশের বাড়ির দিদা সবাই মিলে আমার ছেলেকে খুব যত্ন নিয়ে সারিয়ে তুললাম || আমি একটাই কথা বোঝাতে চাইছি যে আমাদের গর্ব থেকে ধারণ করা সন্তানদের যখন আমরা বিসর্জন করে দি না ঠিক তেমনি আমরা যারা গোপালকে ছেলে হিসেবে মেনেছি তো তারা যেইভাবে আসুক না কেনো আমরা আমাদের সব টা দিয়ে তাকে সরিয়ে তুলবো কখনই তাকে বিসর্জন দেবো না || বেশ এইটুকুই ||
||এতটা পড়ার জন্য সবাইকেই ধন্যবাদ||
||সে এখন ২ ভাইকে নিয়ে দিব্য আছে||🥹☺️
#প্রানেরগোপাল