Mosmi

Mosmi আমার পেজে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ 🙏🙏

Good night 😴💤
15/08/2025

Good night 😴💤

অন্ধবিশ্বাস, অলৌকিকতা ও কুসংস্কারের মুখে বিজ্ঞানের আরো একটি চপেটাঘাত। বলা বাহুল্য, বিজ্ঞান কাউকে আঘাত করে না। বিজ্ঞান এগ...
12/08/2025

অন্ধবিশ্বাস, অলৌকিকতা ও কুসংস্কারের মুখে বিজ্ঞানের আরো একটি চপেটাঘাত। বলা বাহুল্য, বিজ্ঞান কাউকে আঘাত করে না। বিজ্ঞান এগিয়ে চলে তার নিজস্ব গতিতে। বিজ্ঞানের কোনো প্রতিযোগী ও প্রতিদ্বন্দ্বী নেই, বিজ্ঞান নিজেই তার একমাত্র প্রতিদ্বন্দ্বী।

চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি আজ আরেকটি চমকপ্রদ ও আশ্চর্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্রাজিলের অবিশ্বাস্য এক ঘটনা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ২১ বছর বয়সী এক নারী, ফ্রাঙ্কলিন দি সিলভা, হঠাৎ স্ট্রোক করে মারা যান। মৃত্যুর সময় তিনি ছিলেন ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ব্রেন ডেড হওয়ার পরও তার শরীরের ভেতরে বেড়ে উঠছিল নতুন জীবন। চিকিৎসকরা জানান– সিলভারের গর্ভের সন্তানদের হৃদস্পন্দন তখনও সচল ছিলো। ভবিষ্যতের এই ছোট্ট জীবনের জন্য চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন– তারা মায়ের দেহকে কৃত্রিমভাবে জীবিত রেখে সন্তানদের জীবন রক্ষা করবেন।

অবিশ্বাস্য হলেও সত্য, পুরো ১২৩ দিন ধরে চিকিৎসকরা সিলভারের দেহকে বাঁচিয়ে রাখেন। অবশেষে, চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় জন্ম নেয় দুইটি সুস্থ শিশু।

এই ঘটনাটি শুধু চিকিৎসা বিজ্ঞানের জন্যই নয়, মানবিকতারও এক অনন্য দৃষ্টান্ত। এক মায়ের জীবন চলে গেলেও তার মাতৃত্বের ভালোবাসা থেকে জন্ম নিলো নতুন দুইটি জীবন।

জয় হোক বিজ্ঞানের।
নিপাত যাক অন্ধবিশ্বাস ও কুসংস্কার।
অনিন্দ্য জয়....

কোনো এক বৃষ্টি বিলাসে তোমার সাথে ভিজতে চাই 🖤🌻
05/08/2025

কোনো এক বৃষ্টি বিলাসে তোমার সাথে ভিজতে চাই 🖤🌻

কেউ অবহেলা করে এড়িয়ে যাবেন না🙏
05/08/2025

কেউ অবহেলা করে এড়িয়ে যাবেন না🙏

ভালো মেয়েরাই কেন সবসময় বেশি ক'ষ্ট পায়?প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত!একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পে...
05/08/2025

ভালো মেয়েরাই কেন সবসময় বেশি ক'ষ্ট পায়?
প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত!

একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পেরেছি। বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা? মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে। অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই। ও তো চায়নি, তার মানে এটাই স্বাভাবিক। ওর সাজের জিনিসের প্রয়োজন নেই। কোনও দিন মুখ ফুটে বলে না তো, তাহলে ওর লাগে না।

কখনও কোনও অসুখে ও মাগো বাবাগো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয়। ওই যে চাহিদা কম!
যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি।

এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্খিত জিনিসের চাহিদাই দাম পায় না। কারণ তারা চায় না দামি লিপস্টিক, সখের ফোন, প্রিয় চকলেট, দু দিনের উইকেন্ড, ব্র্যান্ডেড ফেসিয়াল, দামি হেয়ার কাট। এর জন্য কী হয় যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না। কারণ মেয়েটার তো কোনও ডিম্যান্ডই নেই।

এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি। এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে। এদের সখের জামা লাগে না, প্রয়োজনের জুতো লাগে না, অসুস্থতা হলে কেয়ার লাগে না, এমনকী যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারি।

যে মেয়েদের ডিম্যান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গী ভাবে ও তো এমনিতেই থাকবে। আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে, এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূর কি বাত এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ। কারণ এরা ক'ষ্ট হজম করতে পারে।

অন্যদিকে বাড়ির লালুনি পুষুনি মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা জুটে যায়। মাসের শেষে পার্লার খরচা কসমেটিক্স খরচা, জামা কাপড়ের খরচা বেশ মিলে যায়। এদের সখ মেটাতে আপত্তি হয় না কারও ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে। কারণ তাঁরা নিজেদের দাম বোঝাতে পেরেছে.... অন্যদিকে যে এইসব না চেয়ে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে শুধু তিরস্কার আর অপমান। হায় রে সমাজ! ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিল।

Collected- from Anulekha.

যখন আপনি একজন ছেলে সন্তানের মা 🤱🌿আপনাকে প্রতিদিন এই পরিস্থিতির মুখোমুখি হতে হয় ☺️
05/08/2025

যখন আপনি একজন ছেলে সন্তানের মা 🤱🌿
আপনাকে প্রতিদিন এই পরিস্থিতি
র মুখোমুখি হতে হয় ☺️

Sotti tai chilo 🥲
03/08/2025

Sotti tai chilo 🥲

Address

Sainthia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mosmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share