15/10/2022
ঝাড়গ্রামে হাতির অত্যাচারে নাজেহাল মানুষ। এবার হাতি দিয়েই হাতিদের জব্দ করা হবে। শম্ভু ও মীনাক্ষী নামের দুই কুনকি হাতির বুদ্ধি জানলে অবাক হবেন! ভিডিওতে দেখুন বনকর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাজ করছে দুই কুনকি হাতি!
janasruti , 15 Octobor, 2022,
নিজস্ব সংবাদদাতা
#ঝাড়গ্রাম : কাঁটা দিয়ে কাঁটা তোলার পন্থা অবলম্বন করে দলমার দাঁতালদের ঠেকানোর কাজে নামল বন দফতরের কর্মীরা। দুষ্টু হাতিদের এবার দেওয়া হবে সঠিক শিক্ষা।দুষ্টু হাতিগুলিকে চিহ্নিত আগেই করা হয়েছে। এবার ধরে দীপান্তর করার পালা। সেই দুষ্টু হাতি ধরার কাজ শুরু করল শম্ভু, মীনাক্ষী। শুক্রবার সকাল সকাল ঝাড়গ্রামের বাঁদরভোলা রেঞ্জের জোয়াল ডাঙায় সেই অপারেশন শুরু করল তারা।
সকালেই জঙ্গলে হুলাপার্টির লোকেরা ঢুকে হাতি গুলোকে ঘিরে রেখেছে। তাদের মধ্য থেকে বদমাস বা আক্রমণকারী হাতিটিকে চিহ্নিত করে আলাদা করার চেষ্টা চলছে। সাথে আছে ট্রাঙ্কুলাইজার টিম। আক্রমণকারী হাতিটি আলাদা হলেই হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করা হবে। তার পর শম্ভু এবং মিনাক্ষী সেটিকে গার্ড করবে যাতে কোনও বেগরবাই না করতে পারে। এরপর সেই হাতিটিকে দলছুট করে উত্তরবঙ্গে ছাড়া হবে।
আরও পড়ুন: শুনতে অবাক লাগলেও সত্যি! জলে নয় বিঘার পর বিঘা ধান জমিতে হচ্ছে পদ্ম চাষ
প্রসঙ্গত, গত কয়েক মাসে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা জুড়ে বেশকিছু হাতি তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ফসল নষ্ট করার পাশাপাশি সেই সমস্ত হাতির আক্রমণে প্রাণহানিও ঘটছে বিভিন্ন এলাকায়। ফলে বন দফতরের ভূমিকায় ক্রমশই ক্ষোভ বাড়তে থাকে জঙ্গলমহলবাসীর। সবদিক দেখে এবং মানুষের ক্ষোভ প্রশমিত করার লক্ষ্যে বন দফতর সিদ্ধান্ত নেয়, কুনকি হাতির সাহায্যে দলমার দাঁতাল হাতির দলের মধ্যে আক্রমণকারী হাতি গুলিকে চিহ্নিত করে সেগুলি দল থেকে বিচ্ছিন্ন করে অন্যত্র সরিয়ে দেওয়া। তবে এই পদ্ধতির ফলে বন দফতরের আধিকারিকরা কতখানি সফল হবে হাতির তাণ্ডব ঠেকাতে সেটাই আগামী দিনে দেখার বিষয়।