BKL Network

BKL Network সর্বদা সত্যের খোঁজে...
সুস্থ সংস্কৃতির সাথে ও পাশে সর্বদা...
নতুন আবিস্কারের মুখ...
যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করুন👉8240168370

16/07/2025

🔴বিশেষ ও গুরুত্বপূর্ণ ঘোষণা🔴

'বলো কলকাতা টিভি পরিবার' আয়োজিত আন্তর্জাতিক বঙ্গ গৌরব উৎসব সিজন ৫.১ প্রো-এর সোশ্যাল পার্টনার হিসেবে, নিজেদের এন জি ও, সোসাইটি, ট্রাস্টি ও ইত্যাদি লোগো ডিজিটাল, হোডিং ও এল ই ডি তে ব্রান্ডিং এর জন্য তাড়াতাড়ি যোগাযোগ করুন। ১৭ জুলাই রাত ১২টায় নাম নেওয়া বন্ধ করে দেওয়া হবে। তাই যারা এখনও যোগাযোগ করেননি তারা অতি সত্বর যোগাযোগ করুন। সময় ও জায়গা দুটোই খুব সীমিত।

যোগাযোগ...
হোয়াটসঅ্যাপ: 9051562780
ফোন: 8240168370



fans Followers Bolo Kolkata TV Soumik Sanyal Top Fans Highlight Everyone

14/07/2025

🔴বিশেষ ও গুরুত্বপূর্ণ ঘোষণা🔴

'বলো কলকাতা টিভি পরিবার' আয়োজিত আন্তর্জাতিক বঙ্গ গৌরব উৎসব সিজন ৫.১ প্রো-এর আরো ১০ জনের নমিনেশন সিট বাড়ানো হয়েছে। ১৪ জুলাই রাত ১২টায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে নমিনেশন। তাই যারা এখনো নাম নথিভুক্ত করার জন্য ভাবছেন, তারা অতি সত্বর যোগাযোগ করুন। সময় ও জায়গা দুটোই খুব সীমিত।

যোগাযোগ...
হোয়াটসঅ্যাপ: 9051562780
ফোন: 8240168370



fans Followers Bolo Kolkata TV Soumik Sanyal

13/07/2025
13/07/2025
13/07/2025
13/07/2025
12/07/2025
একজন মানুষ যখন নিজের কর্ম, চরিত্র ও চিন্তাশীলতায় অসংখ্য হৃদয়ে স্থান করে নেন, তখন তিনি কেবল মানুষ নন—একটি প্রেরণার নাম ...
09/07/2025

একজন মানুষ যখন নিজের কর্ম, চরিত্র ও চিন্তাশীলতায় অসংখ্য হৃদয়ে স্থান করে নেন, তখন তিনি কেবল মানুষ নন—একটি প্রেরণার নাম হয়ে ওঠেন।"
শুভ জন্মদিন, মাননীয় শ্রী সৌমিক সান্যাল মহাশয়।

১০ই জুলাই ১৯৮৭—এই দিনটি শুধু একটি জন্মদিন নয়, এটি সেই আলোকিত যাত্রার সূচনাদিবস, যাঁর পথচলা ছুঁয়ে গেছে হাজারো মানুষকে।

শ্রী সৌমিক সান্যাল মহাশয়, একাধারে একজন
– বিশিষ্ট সাংবাদিক
– আবেগঘন লেখক ও কবি
– উদার অভিনেতা ও সঞ্চালক
– অন্তর ছোঁয়া মোটিভেশনাল স্পিকার ও প্রশিক্ষক
– দক্ষ মিডিয়া পি.আর ও ইভেন্ট পরিকল্পক
– সমাজনির্মাণে নিবেদিতপ্রাণ সমাজসেবী
– এবং সর্বোপরি, সকলের প্রিয় ‘বলো কলকাতা টিভি পরিবার’-এর কর্ণধার ও মুখ্য সম্পাদক

তিনি শুধু নিজের স্বপ্ন পূরণে নয়, অসংখ্য মানুষের স্বপ্ন জাগাতে কাজ করে চলেছেন নিরলসভাবে। তাঁর নেতৃত্বে ‘বলো কলকাতা টিভি’ শুধু একটি মিডিয়া প্ল্যাটফর্ম নয়, হয়ে উঠেছে মানুষের কণ্ঠস্বর।

আজকের এই দিন আমাদের জন্য এক উদযাপন।
একজন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন।
একটি আলোকে অভিনন্দন জানানোর দিন।

আমরা প্রার্থনা করি—
আপনার জীবন হোক দীপ্তিময়, আপনার কর্মপথ হোক আরো সুদূরপ্রসারী।
আপনার হৃদয়ের উষ্ণতা ও মানবিকতা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে।

শুভ জন্মদিন, সৌমিকদা। আপনি যেমন আছেন, ঠিক তেমনই থাকুন—আলোকিত, বিনয়ী এবং সর্বদা মানুষের পাশে।

শ্রদ্ধা ও ভালোবাসা সহ,
‘বলো কলকাতা টিভি পরিবার’-এর পক্ষ থেকে
সমস্ত সদস্য ও অন্তর থেকে শুভাকাঙ্ক্ষীরা

26/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
এবার ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে। মঙ্গলবার সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ আচমকা রিঠালার একটি রাসায়নিক কারখানায়কায় আগুন লেগে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন।

26/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে ৮৫.২৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে প্রথম হলেন নীরজ চোপড়া। প্রসঙ্গত, গত মাসেই দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়েছিলেন ভারতের এই সোনার ছেলে।

Address

Saktigarh

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918240168370

Alerts

Be the first to know and let us send you an email when BKL Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BKL Network:

Share