09/07/2025
একজন মানুষ যখন নিজের কর্ম, চরিত্র ও চিন্তাশীলতায় অসংখ্য হৃদয়ে স্থান করে নেন, তখন তিনি কেবল মানুষ নন—একটি প্রেরণার নাম হয়ে ওঠেন।"
শুভ জন্মদিন, মাননীয় শ্রী সৌমিক সান্যাল মহাশয়।
১০ই জুলাই ১৯৮৭—এই দিনটি শুধু একটি জন্মদিন নয়, এটি সেই আলোকিত যাত্রার সূচনাদিবস, যাঁর পথচলা ছুঁয়ে গেছে হাজারো মানুষকে।
শ্রী সৌমিক সান্যাল মহাশয়, একাধারে একজন
– বিশিষ্ট সাংবাদিক
– আবেগঘন লেখক ও কবি
– উদার অভিনেতা ও সঞ্চালক
– অন্তর ছোঁয়া মোটিভেশনাল স্পিকার ও প্রশিক্ষক
– দক্ষ মিডিয়া পি.আর ও ইভেন্ট পরিকল্পক
– সমাজনির্মাণে নিবেদিতপ্রাণ সমাজসেবী
– এবং সর্বোপরি, সকলের প্রিয় ‘বলো কলকাতা টিভি পরিবার’-এর কর্ণধার ও মুখ্য সম্পাদক
তিনি শুধু নিজের স্বপ্ন পূরণে নয়, অসংখ্য মানুষের স্বপ্ন জাগাতে কাজ করে চলেছেন নিরলসভাবে। তাঁর নেতৃত্বে ‘বলো কলকাতা টিভি’ শুধু একটি মিডিয়া প্ল্যাটফর্ম নয়, হয়ে উঠেছে মানুষের কণ্ঠস্বর।
আজকের এই দিন আমাদের জন্য এক উদযাপন।
একজন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন।
একটি আলোকে অভিনন্দন জানানোর দিন।
আমরা প্রার্থনা করি—
আপনার জীবন হোক দীপ্তিময়, আপনার কর্মপথ হোক আরো সুদূরপ্রসারী।
আপনার হৃদয়ের উষ্ণতা ও মানবিকতা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে।
শুভ জন্মদিন, সৌমিকদা। আপনি যেমন আছেন, ঠিক তেমনই থাকুন—আলোকিত, বিনয়ী এবং সর্বদা মানুষের পাশে।
শ্রদ্ধা ও ভালোবাসা সহ,
‘বলো কলকাতা টিভি পরিবার’-এর পক্ষ থেকে
সমস্ত সদস্য ও অন্তর থেকে শুভাকাঙ্ক্ষীরা