
07/12/2019
রিসোর্সের ভারতে হিউম্যান রিসোর্স আজ দূরবীন দিয়ে দেখতে হয়,তাই এদেশে রবিঠাকুরও আর আসেন না,কিশোরকুমারও জন্মান না.......বারে বারে ফিরে আসে শুধু জন সংখ্যা বাড়াতে আর গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে রিক্সা না চালাতে জানা রিক্সাওয়ালা কিম্বা তাজমহল না তৈরি করতে পারা রাজমিস্ত্রী.....এদেশে ১৩০ কোটি মানুষ প্রায় আশি বছর ধরে ফুটবলে শুধু লাথি মেরেই চলেছেন,কিন্তু একটা মারাদোনা আর তৈরি হয় নি।১৯০২ থেকে ২০১৯ এর মধ্যে ১৩০ কোটির ভারতে হাতে গোনা মাত্র ১২ টা নোবেল,যেখানে আমেরিকার ভান্ডারে ৩৩৬ টি নোবেল এ পর্যন্ত।এদেশে ১৩০ কোটিতে সবাই রাজনীতি বোঝেন,তবু নেতাজি আর আসেন না।অলিতে-গলিতে সাহিত্যিকের ছড়াছড়ি,কিন্তু সেই ১৯১৩ এর পর এদেশে সাহিত্যে নোবেল আর আসে নি।মোড়ে-মোড়ে সব আধুনিক শিক্ষার বিদ্যালয় নামক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে,কিন্তু জেফ বেজোস কিম্বা বিল গেটস আর তৈরি হচ্ছে না।শিল্পীরতো ছড়াছড়ি তাই ফিদাও আর আসেন না কিম্বা অ্যালাইসা মঙ্কসও এদেশে জন্মান না।জন্মের পর থেকে সব গরীব ঘরের ছেলেরা শুধু ঘুসি মেরেই চলেছে,তবু ভারতে মাইক টাইসন জন্মান না!সেলুলয়েডের পর্দায় সবাই অভিনেতা কিন্তু অমিতাভ বচ্চন সেই একটাই।সবাই ছবি বানাচ্ছেন,কিন্তু অস্কার সেই সত্যজিৎ এই থেমে আছে।সবাই সাংবাদিক,তবু এদেশে বব উডওয়ার্ডকে দূরবীন দিয়েও দেখা যায় না !তাই আজো ১৩০ কোটির দেশে একটা বব উডওয়ার্ড জন্ম নেন নি,কিন্তু জেলে যাওয়া সাংবাদিক জন্ম নিয়েছেন ! [ 113 more words ]
http://news365.media/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%8f-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4/
রিসোর্সের ভারতে হিউম্যান রিসোর্স আজ দূরবীন দিয়ে দেখতে হয়,তাই এদেশে রবিঠাকুরও আর আসেন না,কিশোরকুমারও জন্মান না……....