
13/07/2025
জীবনে খুব বেশি কিছু পাওয়ার ইচ্ছা আমার কোনোদিনই ছিলো না। আমি সবসময় চাই ছোট্ট একটা শান্তির জায়গা, একটা জায়গা, যেখানে মুখোশ পড়ে থাকতে হবে না। আমি শুধু চাই, রাতে ঘুমাতে যাওয়ার আগে বুকের ভেতর যেনো অস্থিরতা না থাকে, বালিশে মাথা রাখলেই যেনো শান্তির ঘুম হয়।
জীবনের কাছে আমার চাওয়া খুব ছোট,
রাতে একটু শান্তিতে ঘুমাতে পারলেই, আমি মনে করি আমি বেঁচে আছি 🤍💤😴🌙💫