News Time Bangla

News Time Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Time Bangla, News & Media Website, GODREJ WATERSIDE (TOWER 1), DP BLOCK SECTOR 5, Salt Lake City.

26/10/2025

শীতের অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী। কিন্তু তার মধ্যেই দুর্যোদের চোখরাঙানি। আগামী ২৭ অক্টোবর অর্থাৎ সোমবার বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে নতুন ঘূর্ণিঝড়। নাম মান্থা। মঙ্গলবার সন্ধ্যায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল করার সম্ভাবনা। এর জেরে বাংলা ভাসতে পারে বলে পূর্বভাস আবহাওয়া দফতরের।

26/10/2025

রাজপুরে অটোচালকের দৌরাত্ম্য। বচসার জেরে শুল্ক আধিকারিকে বাড়িতে ঢুকে মার। ফাটল আধিকারিকের মাথা। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। শুল্ক আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ বিধানসভার বিরোধী দলনেতার। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হলেও, পরে আদালতের রায়ে মুক্ত সকলে।

26/10/2025

খাস কলকাতায় খুন। তাও আবার খোদ কলকাতা পুরসভারে মেয়রের ওয়ার্ডে। মদের আসরে বচসা, তারপরেই যুবকের গলায় ঢুকিয়ে দেওয়া হল লোহার শাবল। এই অবস্থাতেই প্রায় ১০০ মিটার প্রাণে বাঁচতে ছুটেছিলেন রক্তাক্ত যুবক। পরে মৃত্যু হয় তার। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনার জেরে বদল হল ওসি।

26/10/2025

ভোটার লিস্টে নাম নেই পরিবারের। আর সেই পরিবারের সদস্যকে দেওয়া হয়েছে বিএলও-র দায়িত্ব। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ব্লকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শাসক-বিরোধীর মধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

26/10/2025

সরকারি চাকরি এবং পঞ্চায়েত সদস্যদের ভাতা, পেনশন-বিমা বৃদ্ধি নিয়ে তেজস্বী যাদবের প্রতিশ্রুতি ঘিরে শুরু হয়েছে তরজা। প্রতিশ্রুতিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সেই সঙ্গে বিহারে জঙ্গলরাজ ফিরিয়ে না আনার জন্য প্রচারে এসে ভোটারদের কাছে আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

26/10/2025

একবিংশ শতাব্দী ভারত এবং আসিয়ান উভয়ের কাছে সুযোগের একটি ভাগাভাগি যুগ। রবিবার ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণে একথা জানালেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে ভারত-আসিয়ান ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে চলছে বলেও মনে করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী

26/10/2025

25/10/2025

রাজ্যে এসআইআর আর মাত্র সময়ের অপেক্ষা। তার আগেই রাজ্যে ভুয়ো বার্থ সার্টিফিকেটের রমরমা। অভিযোগ, শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীন হাসপাতালে দেওয়া হচ্ছে ভুয়ো জন্ম ও মৃত্যু সার্টিফিকেট। একের পর এক গ্রেফতার হচ্ছেন হাসপাতালের কর্মীরা। শুরু হয়েছে রাজনৈতিক তজাও। শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলছেন বিরোধীরা।

25/10/2025

ফের আক্রান্ত প্রতিবাদী। এবার ঘটনাস্থল সোনারপুরের কোদালিয়া এলাকা। বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় প্রতিবাদী দম্পতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। শুধু মারধর নয়, চলে শ্রীলতাহানিও।

25/10/2025

হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে ভোটের আগে উচ্চ পর্যায়র বৈঠক প্রশাসনের। হাসপাতালে নজরদারি। বাড়ানো, পরিচয়পত্র আবশ্যিক করা, দৈনিক রিপোর্ট পাঠানো সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হল মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে। নিরাপত্তা নিয়ে বিরোধীদের এতদিনের প্রশ্নই এবার শোনা গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে।

25/10/2025

মহারাষ্ট্রে চিকিৎসক আম্মহত্যার ঘটনায় বাড়ছে বিতর্ক। ঘটনায় নাম উঠে আসছে এক সাংসদেরও। হাতের তালুতে সুউসাইড নোটে দুজনকে দায়ী করেন আত্মঘাতী চিকিৎসক। তাদের একজনকে গ্রেফতার করা হলেও, সাব ইনস্পেক্টর গোপাল বাদানে এখনও পলাতক।

25/10/2025

নবান্নে বৈঠকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে আলোচনা হল। নিরাপত্তা কতটা রয়েছে হাসপাতালে, কি বলছেন রোগীরা। কি-ই বা বলছেন চিকিৎসকরা।

Address

GODREJ WATERSIDE (TOWER 1), DP BLOCK SECTOR 5
Salt Lake City
KOLKATA-700091

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Time Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share