27/09/2025
সোনম ওয়ান্ডুকের বিরুদ্ধে আন্দোলনকারীদের উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে। জাতীয় নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোনম পাকিস্তান গিয়েছিল, তারপ্রমাণও রয়েছে। দাবি লাদাখের ডিজি-র। গ্রেফতারিতে সমস্যার সমাদান হবে না, একযোগে বললেন বিরোধী নেতারা।