11/08/2025
#দেশে_অরাজকতা সৃষ্টি করে ভারতকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে উগ্র হিন্দুত্ববাদী #আরএসএস এবং #বজরং দল এবং এতে সমর্থন দিচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি।
⚫ ফতেহপুর, উত্তর প্রদেশের নবাব আব্দুল সামাদের সমাধিকে শিব মন্দির ঘোষণা করা হয় এবং তার উপর একটি গেরুয়া পতাকা উত্তোলন করা হয়।
এটা কিসের ইঙ্গিত সেটা সাধারণ মানুষ অবগত।
আজ ঝান্ডা লাগালো, কাল আদালতে যাবে আর আদালত এখন প্রমানের ভিত্তিতে নয়, আস্থার ভিত্তিতে রায় দিবে। বর্তমানে ভারত বিরোধী উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিমদের বিরুদ্ধে অঘোষিত ধর্মযুদ্ধ শুরু করেছে।