নারীগল্প - Naarigolpo

নারীগল্প - Naarigolpo আমাদের সবার জীবন, তার সংগ্রাম, স্বপ্ন আর ভালোবাসার কাহিনী - সবকিছুই এক সুতোয় গাঁথা আমাদের "নারীগল্প"-এ। একটি নতুন গল্প, নতুন এক অনুভূতি❤️

হলুদ গঙ্গা যমুনা এই শাড়িটার নাম 🌸কেমন লাগছে 😊
28/07/2025

হলুদ গঙ্গা যমুনা এই শাড়িটার নাম 🌸
কেমন লাগছে 😊

27/07/2025

লজ্জা কখনো সফলতা দেয় না
লজ্জা আমাদের পঙ্গু বানিয়ে দেয়।

26/07/2025

মানুষ বদলায় পরিস্থিতির কারণে 🌸
Written by Sagarika
Voice Sagarika Mitra

25/07/2025

একটু মন দিয়ে পড়বেন। আমার ছোটো ছোটো ফুল গুলো কি সুন্দর করে আবেদন করেছে। আজ টিফিন পিরিয়ডে, ওরা এক ঝাঁক এসে আমার হাতে ধরিয়ে দিয়ে গেল। বলল, হেড স্যারকে এটা দিয়ে দেবেন। চিঠি পড়ে দেখি, চিঠির বিষয় বস্তু জুড়ে আমি। এক আকাশ ভালোবাসা নিয়ে ওরা লিখেছে। চিঠি পড়তে গিয়ে আনন্দে চোখে জল এসে যাচ্ছিল। চল্লিশ মিনিটের ক্লাস নয়, আমার ক্লাসটা চলুক আরো বেশি সময় ধরে, অন্তত দু এক ঘণ্টার। এই তো সেদিন, ওদের ক্লাসেই একটা ফুটফুটেকে বলতে শুনেছিলাম, ঠাকুর! ঘণ্টাটা যেন তাড়াতাড়ি না পড়ে। জিজ্ঞেস করেছিলাম, ঘণ্টা তাড়াতাড়ি পড়ে গেলে কী হবে? বলল, "তাড়াতাড়ি ঘণ্টা না পড়লে অনেকটা সময় থাকতে পারবেন। আপনি ক্লাসে আসলে বড্ড তাড়াতাড়ি ঘণ্টা পড়ে যায়।" কতটা ভালোবাসলে তবেই এমন কথা বলা যায়? শিক্ষকতার জীবনে এর থেকে বড়ো প্রাপ্তি আর কী হতে পারে! শুধু অনুভব করছিলাম, কোটি মণি মানিক্য দিয়ে এমন ভালোবাসা পাওয়া যায় না।❤️

Sarajit Ghosh

25/07/2025

মানুষ বদলায় পরিস্থিতির কারণে, আর পরিস্থিতি বদলায় পরিশ্রমের কারণে। সফলতার পেছনে কোনো ম্যাজিক নেই—থাকে মনের জোর, ধৈর্য, আর কঠোর পরিশ্রম।
ধৈর্যের সাথে আসে পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার ভিতরেই লুকিয়ে থাকে জীবনের একেকটি শিক্ষা।

সময় হলো এমন এক সম্পদ যা প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যায়। আমরা প্রায়ই সময়ের কদর করি না, কারণ টাকার মূল্যকে সময়ের চেয়ে বড় ভাবি। অথচ সত্যিটা হলো—সময়ই সবচেয়ে মূল্যবান মুদ্রা, যা একবার চলে গেলে আর ফেরে না।

জীবন যেন একটা চেসবোর্ড—যেখানে যুদ্ধ হয় দুটো পক্ষের মধ্যে: মন আর মস্তিষ্ক। কখনো মন জয় পায় আবেগ দিয়ে, কখনো মাথা জেতে যুক্তি দিয়ে। কিন্তু যখন মন স্থির না থাকে, তখন শরীরও ক্লান্ত হয়ে পড়ে এই দুনিয়ার দৌড়ে।
জীবনে ক্ল্যারিটি না থাকলে সুখ ঠিক ধরা দেয় না।

বয়স যত বাড়ে, তত বদলাতে থাকে মানুষ, পরিস্থিতি, এমনকি কাছের জনরাও। কিন্তু তুমি যত স্ট্রং হবে, তত কঠিন চ্যালেঞ্জ আসবে তোমাকে নতুন রূপে গড়তে।

জানো কেন?
কারণ সেই চ্যালেঞ্জগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার সাফল্যের সিঁড়ি।
এগুলো তোমার ভেতরের শক্তিকে চিনিয়ে দেয়, তোমার 'নিজেকে' তৈরি করে—একজন যোদ্ধা হিসেবে।

তাই থেমো না। কষ্ট হলেও হাঁটো। কাঁদো, কিন্তু হাল ছাড়ো না।
কারণ তোমার যাত্রাটা কোনো গল্প নয়,এটা তোমার জীবনের সত্যঘটনা।
"নারীগল্প" — তোমার নিজের লেখা, তোমার নিজের লড়াই।
— Sagarika sadhu Mitra

11/07/2025
08/07/2025

Address

Sambalpur
Sambalpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when নারীগল্প - Naarigolpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share