
17/11/2024
হেমন্তের এই সময়টা এলেই ছোটবেলার কথা মনে পড়ে।সবে সবে কালীপুজো,ভাইফোঁটা শেষ হয়েছে।স্কুল খুলেছে,পুজোর ছুটির কাজ জমা দিতে হয়েছে।আর এক মাস পরেই তো ফাইনাল পরীক্ষা।পুজো শেষ হলেও তার আমেজ,গল্প কিছুই শেষ হয়নি এখনও।মন্ডা,নাড়ু কাচেঁর বয়ামের তলানিতে এসে ঠেকেছে।নিমকি গুলো একটু যেন নরম হয়ে গেছে।মা,আলমারি থেকে শীতের পোষাকগুলো বের করে ছাদের রোদে মেলে দিয়েছে।আর কি সুন্দর ন্যাপথালিনের গন্ধ পোষাকে যেন আরোও পুরোনো দিনের স্মৃতি।রোদের তাপ আর সেরকম নেই।মিঠে-নরম রোদ।গায়ে লাগাতে বেশ লাগছে।ভোরের আলোয় ঘাসে শিশির বিন্দু দেখা যাচ্ছে।সকালে বেশ ঠান্ডা ঠাণ্ডা উত্তুরে হাওয়া দিচ্ছে।মাথায় রুমাল টুপি পরে টিউশন পড়তে যাচ্ছি।বিকেল নিমেষেই সন্ধ্যে হয়ে যাচ্ছে।খেলা শেষে বাড়ি ফেরার আগেই শাঁখের আওয়াজ পাচ্ছি।সব ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে।কত বছর পেরিয়ে গেছে তারপর।সেদিন আর নেই,তবুও আছে মনে।মন কেমন করে শুধু।
১১.১১.২০২৪
🌿