01/12/2025
ওলা বিবি
আজ দক্ষিণ ২৪ পরগনার আছিপুরের রাজীবপুর পাত্র পাড়ায় ওলাবিবির পুজো হলো। এই দেবীর লৌকিক দেবী এনার নাম আমরা চন্ডীমঙ্গল কাব্যে পাই। এনাকে ওলাইচন্ডি নামেও অনেকে জানে।। দেবী চন্ডি শিব ভক্ত ধনপতি আর খুল্লনার থেকে পুজো পেতে চাই। আর দেবতারা পুজো দেবী চন্ডি কে দেবী রূপে মানতে অস্বীকার করে আর দেবী চন্ডি যাতে পুজো না পায় তার জন্য দেবীর চুল দিয়ে ৬ লৌকিক দেবীর সৃষ্টি করে ১) ওলা বিবি, ২) ঝোলাবিবি, ৩) বাহর বিবি, ৪) চাঁদ বিবি, ৫) আজগাইবিবি, ৬) ঝেঁটুনেবিবি। এই দেবী গুলো সৃষ্টির উদ্দেশ্য এই দেব দেবী গুলোকে বিভিন্ন রোগ ছড়াতে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে তৈরি করে। তারপর দেবীর আদেশে এই অপদেবী গুলো মানুষের মঙ্গল করতে শুরু করে। মানুষও এই সব দেবীর পুজো শুরু করে। এই দেবীর পুজো করে একজন মুসলিম শুরু করে তারপর বাড়ীর বউ মেয়েরা জল ঢেলে এই পুজো সম্পন্ন করে।
ছবি ও তথ্য: সন্দীপন পাত্র