
01/05/2024
*** COMING SOON ***
৫ই মে বিশ্ব হাসি দিবস ৷
প্রায় চার দশকেরও বেশি সময় পরে, শ্রদ্ধেয় অভিনেতা 'ভানু বন্দ্যোপাধ্যায়ে'র কন্যা অভিনেত্রী 'বাসবী ঘটক বন্দোপাধ্যায়' আবার কৌতুক নকশার জগতে ফিরলেন । বাবার সঙ্গে অনেক কৌতুক নকশা'য় অভিনয় করেছেন, সেই সকল মধুর স্মৃতিকে পাথেয় করে এবারে 'ভক্তভানু অনুপম সরকার' কে সঙ্গে নিয়ে, নতুন সংলাপে কৌতুক নকশা 'কর্তা বনাম গিন্নির মধুর ঝগড়া'। কিংবদন্তি অভিনেতা ভানু বন্দোপাধ্যায় কে শ্রদ্ধা জানাবার অনন্য প্রয়াস । কৌতুক নকশাটি শোনা যাবে "সমর্পণ" ইউটিউব চ্যানেল এবং বেতারে ।