নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা

  • Home
  • India
  • Santipur
  • নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা

নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা মননের প্রতিবিম্ব n/a

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ৭ই ডিসেম্বর ২০২৫, নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত বিহান সাহিত্য পত্রিকা-র পৌষ পার্বণ...
07/12/2025

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ৭ই ডিসেম্বর ২০২৫, নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত বিহান সাহিত্য পত্রিকা-র পৌষ পার্বণ ১৪৩২ সংখ্যার লেখক সূচী প্রকাশ করা হলো। পত্রিকা প্রকাশ পাবে ২৮/১২/২০২৫ তারিখে।

বিভিন্ন বিভাগে প্রাপ্ত মোট ৬৪টি লেখার মধ্য থেকে মনোনীত হয়েছে ২২টি লেখা। সাহিত্যমান, ভাবনার গভীরতা ও সৃষ্টিশীলতার নিরিখে এই লেখাগুলি নির্বাচিত হয়েছে। নির্বাচিত সকল লেখক লেখিকা বৃন্দকে পত্রিকা পরিচালন পর্ষদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রত্যেকের নাম ও শিরোনাম দেওয়া হলো:

কবিতা বিভাগ

০১. এক হেমন্তের সন্ধ্যেঃ তানিয়া সাহা (সম্পাদিকা, বিহান সাহিত্য পত্রিকা)
০২. শীতের মিতালিঃ প্রদীপ দালাল, শান্তিপুর, নদীয়া
০৩. চুপিচুপি তারারাঃ বিকাশ অধিকারী (করণ), কান্দি, মুর্শিদাবাদ
০৪. ঋতুরাজ শীতঃ ডঃ অশোক কুমার ষন্নিগ্রহী, ভিওয়ানি, হরিয়ানা
০৫. মন কেমনের ছোঁয়াঃ সোমনাথ লাহা, সিঁথি রোড, কলিকাতা
০৬. পৌষ গীতিঃ মঞ্জরী ভট্ট, ভালুকা, নদীয়া
০৭. শীতের মজাঃ কৃষ্ণ চন্দ্র রায়, ভালুকা নতুন বাজার, নদীয়া
০৮. His Majestic Creation: খুশি পাল (সদস্যা, বিহান সাহিত্য পত্রিকা)
০৯. শীতের আমেজঃ তন্দ্রা মন্ডল, লুকারডি, পূর্ব বর্ধমান
১০. শীত বৈষম্যঃ সুমিতা চৌধুরী, লিলুয়া, হাওড়া
১১. নবান্নের উৎসবঃ রবীন্দ্রনাথ দাস, বিলাসপুর, ছত্তিসগড়
১২. হেমন্তের মাঝামাঝিঃ শাশ্বত বোস, শ্রীরামপুর, হুগলী
১৩. হৃদয় প্রাণে নতুন দীপ্তিঃ সামসুজ জামান, দমদম, কলিকাতা
১৪. আলপনাঃ বকুল বিশ্বাস, বহরমপুর, মুর্শিদাবাদ
১৫. বেশি ভালো ভালো নয়ঃ উত্তম কুমার পাল, পাঁতিহাল, হাওড়া
১৬. চলো শিউলিঃ রথীন পার্থ মণ্ডল, রাধানগর পাড়া, পূর্ব বর্ধমান
১৭. অঘ্রাণের স্বাদঃ অনিতা গুইন, যশোর রোড, কলিকাতা
১৮. খুশির আবেশঃ রাজর্ষি মন্ডল, কলিকাতা
১৯. একটা শীতকাল আসুকঃ পূজা রায় কবিরাজ, তাহেরপুর, নদীয়া
২০. শীত পাঁচালীঃ শতরুপা সরকার, শান্তিপুর, নদীয়া
২১. শীতে মিঠেঃ দেবাশীষ চক্রবর্তী, কলিকাতা

প্রবন্ধ বিভাগ

০১. শীত আসলে মনে পরেঃ বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ফুলিয়া, নদীয়া

গল্প বিভাগ

০১. স্মৃতিঃ রুকসা দেওয়ান, শান্তিনিকেতন, বীরভূম
০২. কুয়াশাঃ অমিতাভ অধিকারী (সম্পাদক, বিহান সাহিত্য পত্রিকা)

আর যাঁদের লেখা এবার স্থান পায়নি, তাঁদের প্রতিও আমাদের অকৃত্রিম কৃতজ্ঞতা রইল—আপনাদের মূল্যবান সৃষ্টিই আমাদের এই যাত্রাপথকে সমৃদ্ধ করে। আগামী সংখ্যাগুলিতে আপনাদের লেখার অপেক্ষায় থাকব।

ধন্যবাদান্তে -
বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ
এবং
নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সকল সদস্যবৃন্দ

📙📘 প্রকাশিত হলো নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া পরিচালিত "বিহান সাহিত‍্য পত্রিকা"-র পৌষ পার্বণ সংখ্যার প্রচ্ছদ 📕📗___________...
16/11/2025

📙📘 প্রকাশিত হলো নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া পরিচালিত "বিহান সাহিত‍্য পত্রিকা"-র পৌষ পার্বণ সংখ্যার প্রচ্ছদ 📕📗
________________________________________________________

📔পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ - ২৮/১২/২০২৫ 📓

📚📚 আপনারা যেকোনো বিষয়ের উপর কবিতা বা প্রবন্ধ বা সাদা কালো ছবি পাঠাতে পারবেন।📚📚

১◆ 📌 কবিতা (অনধিক ২৪ লাইনের মধ্যে )
২◆📌 প্রবন্ধ (অনধিক ১৫০০ শব্দের মধ্যে)
৩◆📌 ফটোগ্রাফি (সাদাকালো, ট্যাগ ছাড়া)

1️⃣ স্রষ্টা যেকোনো বিষয়েই লেখা বা ছবি পাঠাতে পারবেন, তবে পৌষ পার্বণ বিষয় ভিত্তিক উপযুক্ত মানের লেখা বা ছবি অবশ্যই অগ্রাধিকার পাবে।

2️⃣ লেখা / ছবি পাঠানোর সময় অবশ্যই বিভাগের নাম এবং নিজের নাম, ঠিকানা লিখে পাঠাবেন।

3️⃣ লেখার ক্ষেত্রে প্রত্যেক লেখক/লেখিকা তাঁর লেখার যতিচিহ্ন, বানান, ব্যাকরণের দিকে বিশেষভাবে নজর রাখবেন।

4️⃣ সম্পূর্ণ অপ্রকাশিত, মৌলিক লেখা এবং সম্পূর্ণ অপ্রকাশিত, মৌলিক ট্যাগ ছাড়া সাদাকালো ছবি পাঠাবেন। কেউ যদি প্রকাশিত লেখা বা ছবি পাঠান, তবে কোন সমস্যা হলে, পত্রিকা পরিচালন পর্ষদ তার জন‍্য কোনো দায়ভার নেবেনা।

5️⃣ লেখা/ ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৫ই ডিসেম্বর ২০২৫ (০৫/১২/২০২৫)।

6️⃣ লেখা/ ছবি পাঠানোর পর অপেক্ষা করবেন, মনোনীত হলে অবশ্যই লেখক-লেখিকাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং নির্দিষ্ট গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। তারপর থেকে সেই গ্রুপেই সমস্ত তথ্য পাওয়া যাবে, এক্ষেত্রে মনে রাখতে হবে উক্ত গ্রুপ সাহিত্য ব্যবসার জন্য নয়, বরং বিভিন্ন আলোচনা এবং তথ্য জানার জন্য, তাই কোনোভাবে উক্ত গ্রুপ থেকে লেফট হলে, তাঁকে সম্পূর্ণ রূপে ব্যান করা হবে।

♦️♦️আমরা সৌজন‍্য সংখ‍্যা দিতে অপারগ, কিন্তু এর সাথে লেখা বা ছবি প্রকাশিত হবার কোনো সম্পর্ক নেই, কোনো আর্থিক লেনদেনের বিষয় জড়িত নেই, লেখা বা ছবি কঠোরভাবে মনোনয়ন সাপেক্ষ। আপনার লেখাটি প্রকাশিত হলে যদি আপনি সংগ্রহ করতে ইচ্ছুক হন, তবে আপনার কপির জন্য নির্দিষ্ট অনুদান মূল্য প্রদান করে সংগ্রহ করতে হবে।♦️♦️

👉 অনুষ্ঠান মঞ্চে পৌষ পার্বণ সংখ্যায় নির্বাচিত সকল সৃষ্টিকর্তার হাতে মানপত্র তুলে দেওয়া হবে এবং পৌষ পার্বণ সংখ্যায় নির্বাচিত কবি সাহিত্যিকদের মধ্যে ১৫ জন পাবেন অনুষ্ঠান মঞ্চে কবিতা পাঠের সুযোগ।

📌📌আপনার লেখা পাঠাবেন কেবলমাত্র টাইপ করে 📲 7074190016 এই WhatsApp নম্বরে অথবা [email protected] এই ইমেল মারফৎ।

📌📌বইটি বাড়িতে সংগ্রহ করতে চাইলে, আলাদা ভাবে কোনো ডেলিভারি চার্জ লেখককে বহন করতেহবেনা।📌📌

আপনাদের মতামত এবং মননশীল সৃষ্টির অপেক্ষায় থাকলাম, বিহানের এই যাত্রায় সফরসঙ্গী হয়ে উঠুন, আপনার কলম আর ক্যামেরা হাতে তুলে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন 🙏❤️

- ধন্যবাদান্তে, বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ

📙📘 নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া পরিচালিত "বিহান সাহিত‍্য পত্রিকা"-র তরফ থেকে প্রকাশ পেতে চলেছে পৌষ পার্বণ সংখ‍্যা📕📗______...
11/11/2025

📙📘 নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া পরিচালিত "বিহান সাহিত‍্য পত্রিকা"-র তরফ থেকে প্রকাশ পেতে চলেছে পৌষ পার্বণ সংখ‍্যা📕📗
________________________________________________________
♦♦লেখা বা ছবির বিষয়~ উন্মুক্ত♦♦

📔পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ - ২৮/১২/২০২৫ 📓

📚📚 আপনারা যেকোনো বিষয়ের উপর কবিতা বা প্রবন্ধ বা সাদা কালো ছবি পাঠাতে পারবেন।📚📚

১◆ 📌 কবিতা (অনধিক ২৪ লাইনের মধ্যে )
২◆📌 প্রবন্ধ (অনধিক ১৫০০ শব্দের মধ্যে)
৩◆📌 ফটোগ্রাফি (সাদাকালো, ট্যাগ ছাড়া)

1️⃣ স্রষ্টা যেকোনো বিষয়েই লেখা বা ছবি পাঠাতে পারবেন, তবে পৌষ পার্বণ বিষয় ভিত্তিক উপযুক্ত মানের লেখা বা ছবি অবশ্যই অগ্রাধিকার পাবে।

2️⃣ লেখা / ছবি পাঠানোর সময় অবশ্যই বিভাগের নাম এবং নিজের নাম, ঠিকানা লিখে পাঠাবেন।

3️⃣ লেখার ক্ষেত্রে প্রত্যেক লেখক/লেখিকা তাঁর লেখার যতিচিহ্ন, বানান, ব্যাকরণের দিকে বিশেষভাবে নজর রাখবেন।

4️⃣ সম্পূর্ণ অপ্রকাশিত, মৌলিক লেখা এবং সম্পূর্ণ অপ্রকাশিত, মৌলিক ট্যাগ ছাড়া সাদাকালো ছবি পাঠাবেন। কেউ যদি প্রকাশিত লেখা বা ছবি পাঠান, তবে কোন সমস্যা হলে, পত্রিকা পরিচালন পর্ষদ তার জন‍্য কোনো দায়ভার নেবেনা।

5️⃣ লেখা/ ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৫ই ডিসেম্বর ২০২৫ (০৫/১২/২০২৫)।

6️⃣ লেখা/ ছবি পাঠানোর পর অপেক্ষা করবেন, মনোনীত হলে অবশ্যই লেখক-লেখিকাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং নির্দিষ্ট গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। তারপর থেকে সেই গ্রুপেই সমস্ত তথ্য পাওয়া যাবে, এক্ষেত্রে মনে রাখতে হবে উক্ত গ্রুপ সাহিত্য ব্যবসার জন্য নয়, বরং বিভিন্ন আলোচনা এবং তথ্য জানার জন্য, তাই কোনোভাবে উক্ত গ্রুপ থেকে লেফট হলে, তাঁকে সম্পূর্ণ রূপে ব্যান করা হবে।

♦️♦️আমরা সৌজন‍্য সংখ‍্যা দিতে অপারগ, কিন্তু এর সাথে লেখা বা ছবি প্রকাশিত হবার কোনো সম্পর্ক নেই, কোনো আর্থিক লেনদেনের বিষয় জড়িত নেই, লেখা বা ছবি কঠোরভাবে মনোনয়ন সাপেক্ষ। আপনার লেখাটি প্রকাশিত হলে যদি আপনি সংগ্রহ করতে ইচ্ছুক হন, তবে আপনার কপির জন্য নির্দিষ্ট অনুদান মূল্য প্রদান করে সংগ্রহ করতে হবে।♦️♦️

👉 অনুষ্ঠান মঞ্চে পৌষ পার্বণ সংখ্যায় নির্বাচিত সকল সৃষ্টিকর্তার হাতে মানপত্র তুলে দেওয়া হবে এবং পৌষ পার্বণ সংখ্যায় নির্বাচিত কবি সাহিত্যিকদের মধ্যে ১৫ জন পাবেন অনুষ্ঠান মঞ্চে কবিতা পাঠের সুযোগ।

📌📌আপনার লেখা পাঠাবেন কেবলমাত্র টাইপ করে 📲 7074190016 এই WhatsApp নম্বরে অথবা [email protected] এই ইমেল মারফৎ।

📌📌বইটি বাড়িতে সংগ্রহ করতে চাইলে, আলাদা ভাবে কোনো ডেলিভারি চার্জ লেখককে বহন করতেহবেনা।📌📌

- ধন্যবাদান্তে, বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ

02/11/2025

বিজ্ঞপ্তি: বিহান সাহিত্য পত্রিকার "পৌষ পার্বণ" সংখ্যা (বিস্তারিত পোস্টে)

আসছে ঊষান ২.০...

26/09/2025
29/08/2025

বিহান সাহিত্য পত্রিকার সাফল্য কামনায় ভিডিও বার্তা পাঠালেন প্রখ্যাত লেখক মাননীয় শ্রী রণিত ভৌমিক মহাশয়... তার মূল্যবান সময় আমাদের সংগঠনের জন্য তিনি রেখেছেন, এই কারণে তাকে নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা 🇮🇳 পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 🙏

বিজ্ঞপ্তি: বিহান সাহিত্য পত্রিকা – শারদ সংখ্যা (২০২৫) এর প্রচ্ছদ ও সম্পূর্ণ লেখক সূচী প্রকাশ 📚সাহিত্যপ্রেমী সকল পাঠক-পাঠ...
14/08/2025

বিজ্ঞপ্তি: বিহান সাহিত্য পত্রিকা – শারদ সংখ্যা (২০২৫) এর প্রচ্ছদ ও সম্পূর্ণ লেখক সূচী প্রকাশ 📚

সাহিত্যপ্রেমী সকল পাঠক-পাঠিকা ও শ্রদ্ধেয় লেখক-লেখিকাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজ, ১৪ই আগষ্ট ২০২৫ বিহান সাহিত্য পত্রিকা – শারদ সংখ্যার প্রচ্ছদ এবং পূর্ণাঙ্গ লেখক সূচি (গল্প ও কবিতা বিভাগ) প্রকাশ করা হলো (যদিও গল্প বিভাগের সূচী পূর্বেই প্রকাশ করা হয়েছে)।

📌 আমাদের কাছে পাঠানো হয়েছিল – ✍️ মোট ৭৭ টি গল্প এবং ✍️ ৯৬ টি কবিতা। প্রত্যেকটি লেখা ছিল মননসমৃদ্ধ। তাই নির্বাচন প্রক্রিয়ায় সিদ্ধান্তে উপনীত হওয়া ছিল সত্যিই কঠিন ও সময়সাপেক্ষ। পরিচালন পর্ষদ গভীর মনোনিবেশ ও আলোচনার মাধ্যমে নির্বাচিত লেখাসমূহ চূড়ান্ত করেছে এবং ১২ টি গল্প এবং ২৩ টি কবিতা চূড়ান্ত পর্যায়ে নির্বাচন করেছে।

📅 পত্রিকার মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে:
আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫ (মহালয়ার দিন দেবীপক্ষের সূচনায়)

💠 প্রকাশিত লেখক সূচি ও প্রচ্ছদ দেখতে পাওয়া যাবে –
✅ বিহান সাহিত্য পত্রিকার ও সংগঠনের ফেসবুক পেজে
✅ ‘খোঁজ’ ফেসবুক গ্রুপে
✅ সংগঠনের WhatsApp স্ট্যাটাসে

আমরা প্রত্যেক অংশগ্রহণকারী সাহিত্যিকদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সাহিত্যসৃষ্টি আমাদের সমৃদ্ধ করেছে। প্রত্যেকটি লেখা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

বিহান সাহিত্য পত্রিকার এই বর্ণময় যাত্রায় সঙ্গী হোন — পাশে থাকুন। 🙏 ধন্যবাদান্তে – বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ 🇮🇳
(নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার একটি সাংস্কৃতিক উদ্যোগ)

৭ই আগস্ট ২০২৫ প্রকাশিত হলো বিহান শারদ সংখ্যার গল্প বিভাগের নির্বাচিত লেখক সূচী, আমাদের কাছে জমা পড়েছিল ৭৭ টি গল্প, তার ...
07/08/2025

৭ই আগস্ট ২০২৫ প্রকাশিত হলো বিহান শারদ সংখ্যার গল্প বিভাগের নির্বাচিত লেখক সূচী, আমাদের কাছে জমা পড়েছিল ৭৭ টি গল্প, তার মধ্যে থেকে ১২ টি সেরা গল্পকে বেছে নেওয়া হয়েছে গল্প বিভাগে।

এর পরবর্তী পর্যায়ে শারদ সংখ্যার প্রচ্ছদ ও কবিতা বিভাগের সূচী প্রকাশ পাবে আগামী ১২ই আগস্ট রাত্রি বেলা। আমাদের দপ্তরে কবিতা জমা পড়েছে ১৩৭ টি, সেই কারণেই নির্বাচনের ক্ষেত্রে সম্পাদকমণ্ডলীর কিছুটা সময় লাগছে, এই মর্মে সকলের সহযোগিতা কামনা করছি।

আপনারা যাঁরা এই সংখ্যায় অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে জানাই নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 🙏

17/07/2025

নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার 🇮🇳 একটি উদ্যোগ... সমাজের জন্য, সমাজের পাশে ❤️

শারদীয়া সংখ্যার লেখা আহ্বান (নিয়মাবলী দেখে লেখা পাঠান)❤️ নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ❤️ নিবেদনে ও প্রকাশনায় শারদীয়া ...
15/07/2025

শারদীয়া সংখ্যার লেখা আহ্বান (নিয়মাবলী দেখে লেখা পাঠান)

❤️ নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ❤️ নিবেদনে ও প্রকাশনায় শারদীয়া ১৪৩২ উপলক্ষ্যে প্রকাশিত হতে চলেছে 💠 বিহান সাহিত্য পত্রিকার 💠 শারদ সংখ্যা (মুদ্রিত)

এটি 🇮🇳 ভারত সরকার স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক একটি উদ্যোগ, Paperback Binding সহিত মুদ্রিত সংকলনটি প্রকাশিত হবে ২০২৫ এর সেপ্টেম্বর মাসে 📕

1️⃣ পত্রিকাটি প্রকাশের ১ মাস পর থেকে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ও সাহিত্য একাডেমিতে পাঠকদের পড়বার জন্য রাখা থাকবে।
2️⃣ নির্বাচিত সাহিত্যিক বন্ধুদের জন্য থাকছে সম্মানসূচক শংসাপত্র 📜
3️⃣ লেখার বিষয় উন্মুক্ত, কোনো বিধি নিষেধ নেই।

🛑 #সেরা_গল্প_ও_কবিতার_জন্য_থাকছে_বিশেষ_পুরস্কার 🎁

নিয়মাবলী:
🖊️ 1000 শব্দের মধ্যে একটি অনুগল্প পাঠাবেন, এর উর্দ্ধে শব্দ সংখ্যা না যাওয়াই বাঞ্ছনীয়।
✒️ এবং কবিতার ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে অনধিক ২০ লাইন।
📌 আপনার লেখা গল্পের বা কবিতার বিষয়বস্তু কি ধরনের হবে তার কোনো বিধি নিষেধ নেই।
📌 আপনার লেখাটি নির্বাচিত হলে আমরাই আপনাকে জানিয়ে দেবো।
📌 সম্পূর্ণ অপ্রকাশিত, স্বরচিত লেখাই পাঠাবেন। প্রকাশের পর জানা গেল অন্যের লেখা নিজের নামে বলে দিয়েছেন তাতে সম্পাদক বা সংগঠনের কোন দায়বদ্ধতা থাকবে না।
📌 লেখার সাথে আপনার নাম বাংলায় লেখা বাধ্যতামূলক।
📍 তার নিচে আপনার নাম, সম্পূর্ণ ঠিকানা English (ইংরেজিতে) , Pin code, Active Mobile No এবং WhatsApp No লিখে দেবেন।

🌼 লেখা পাঠানোর শেষ তারিখ 31 শে জুলাই 2025 🌼
(আগস্ট মাসের মধ্যে মনোনীত সাহিত্যিকদের কাছে WhatsApp-এ মনোনয়ন পত্র পৌঁছে যাবে)

💐 আমরা চেষ্টা করবো ০২/০৮/২০২৫ তারিখের মধ্যে ফলপ্রকাশ করতে, কিন্তু এক্ষেত্রে কিছু অনিচ্ছাকৃত বিলম্ব হলে অযথা আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। 🙏

💠💠কোনো প্রিবুকিং প্রয়োজন নেই, তবে আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ, জেনেই লেখা পাঠাবেন। আপনার লেখাটি নির্বাচিত হলে অসহায় অবহেলিত প্রান্তিক মানুষের সেবার জন্য যদি একটি কপির মূল্য (169 টাকা) প্রদান করে পত্রিকাটি সংগ্রহ করতে ইচ্ছুক হন, তাহলে আমাদের উদ্যোগটি সাফল্যমণ্ডিত হবে। 💠💠

💐 বাড়িতে সংগ্রহ করতে চাইলে তার জন্য কোন ডেলিভারি চার্জ লাগবে না, ইন্ডিয়া পোস্ট মারফৎ আপনার ঠিকানায় পত্রিকা পাঠিয়ে দেওয়া হবে।

🛑লেখার গুণগত মানটাই সবার আগে, এর সাথে পত্রিকার জন্য প্রিবুকিং করা বা পত্রিকা কেনার কোনো সম্পর্ক নেই, লেখা কঠোরভাবে মনোনয়ন সাপেক্ষ 🛑

🔖🔖 পত্রিকার বিষয়ে যেকোন জিজ্ঞাসা থাকলে 7074190016 সংগঠনের এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, উত্তর দেওয়া হবে। কোনো ফোন কল গ্রহণ করা হবে না।

🔖🖊️ লেখা পাঠানোর ঠিকানা 🎫
কেবলমাত্র WhatsApp মারফত 7074190016 এই নম্বরে বা [email protected] এই মেইল আইডিতে কেবলমাত্র টাইপ করেই লেখা পাঠাবেন, অন্য কোনো ভাবে লেখা নেওয়া যাবে না।

ধন্যবাদান্তে,
বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ 🙏

বিহান সাহিত্য পত্রিকা – দ্বিতীয় সংখ্যা (২০২৫) এর অন্তিম পর্বের কবিতা বিভাগের লেখক সূচী প্রকাশিত হলো 📚 তার সাথে থাকলো পূর...
06/07/2025

বিহান সাহিত্য পত্রিকা – দ্বিতীয় সংখ্যা (২০২৫) এর অন্তিম পর্বের কবিতা বিভাগের লেখক সূচী প্রকাশিত হলো 📚 তার সাথে থাকলো পূর্ণ লেখক সূচী এবং বিহানের এবারের প্রচ্ছদ 💐🇮🇳

দ্বিতীয় সংখ্যার প্রচ্ছদ শিল্পী: সুপ্রভা দাস, কলিকাতা

সাহিত্যপ্রেমী সকল পাঠক-পাঠিকা ও শ্রদ্ধেয় লেখক-লেখিকাদের আরও একবার একরাশ আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা পূর্বঘোষিত ৮ই জুলাইয়ের পরিবর্তে ২ দিন আগেই আজ ৬ই জুলাই ২০২৫ রবিবার অন্তিম পর্বের অর্থাৎ কবিতা বিভাগের লেখক সূচি প্রকাশ করছি।

📌 আমাদের কাছে এই বিভাগে পাঠানো হয়েছে ৫১২টি কবিতা—এবং তা থেকে নির্বাচন একটি বিরাট চ্যালেঞ্জ। প্রত্যেকটি লেখাই ছিল নিজ গুণে স্বতন্ত্র ও মননসমৃদ্ধ। তাই কবিতা নির্বাচন প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া ছিল ভীষণ কঠিন ও সময়সাপেক্ষ। পত্রিকা পরিচালন পর্ষদের সদস্যরা অত্যন্ত পরিশ্রম ও আলোচনার মাধ্যমে এই পর্বের নির্বাচিত কবিতা সমূহ চূড়ান্ত করেছে। আমরা গুণমানের সঙ্গে কোনো আপস না করে একটি সুন্দর বাংলা সাহিত্য পত্রিকা আপনাদের উপহার দিতে চাই।

💠 প্রকাশিত লেখক সূচি ও প্রচ্ছদ দেখতে চোখ রাখুন –
✅ বিহান সাহিত্য পত্রিকার ও সংগঠনের ফেসবুক পেজে
✅ ‘খোঁজ’ ফেসবুক গ্রুপে
✅ সংগঠনের WhatsApp স্ট্যাটাসে

আমরা প্রত্যেক অংশগ্রহণকারী কবি ও সাহিত্যিকদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সাহিত্যসৃষ্টি প্রতি মুহূর্তে আমাদের সমৃদ্ধ করেছে। প্রত্যেকটি লেখা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

বিহান সাহিত্য পত্রিকার এই বর্ণময় যাত্রায় সঙ্গী হোন — পাশে থাকুন। 🙏 ধন্যবাদান্তে – বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ 🇮🇳
(নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার একটি সাংস্কৃতিক উদ্যোগ)

Address

Fulia Nadia
Santipur
741402

Telephone

+919038111024

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা:

Share

Category