07/12/2025
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ৭ই ডিসেম্বর ২০২৫, নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত বিহান সাহিত্য পত্রিকা-র পৌষ পার্বণ ১৪৩২ সংখ্যার লেখক সূচী প্রকাশ করা হলো। পত্রিকা প্রকাশ পাবে ২৮/১২/২০২৫ তারিখে।
বিভিন্ন বিভাগে প্রাপ্ত মোট ৬৪টি লেখার মধ্য থেকে মনোনীত হয়েছে ২২টি লেখা। সাহিত্যমান, ভাবনার গভীরতা ও সৃষ্টিশীলতার নিরিখে এই লেখাগুলি নির্বাচিত হয়েছে। নির্বাচিত সকল লেখক লেখিকা বৃন্দকে পত্রিকা পরিচালন পর্ষদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
প্রত্যেকের নাম ও শিরোনাম দেওয়া হলো:
কবিতা বিভাগ
০১. এক হেমন্তের সন্ধ্যেঃ তানিয়া সাহা (সম্পাদিকা, বিহান সাহিত্য পত্রিকা)
০২. শীতের মিতালিঃ প্রদীপ দালাল, শান্তিপুর, নদীয়া
০৩. চুপিচুপি তারারাঃ বিকাশ অধিকারী (করণ), কান্দি, মুর্শিদাবাদ
০৪. ঋতুরাজ শীতঃ ডঃ অশোক কুমার ষন্নিগ্রহী, ভিওয়ানি, হরিয়ানা
০৫. মন কেমনের ছোঁয়াঃ সোমনাথ লাহা, সিঁথি রোড, কলিকাতা
০৬. পৌষ গীতিঃ মঞ্জরী ভট্ট, ভালুকা, নদীয়া
০৭. শীতের মজাঃ কৃষ্ণ চন্দ্র রায়, ভালুকা নতুন বাজার, নদীয়া
০৮. His Majestic Creation: খুশি পাল (সদস্যা, বিহান সাহিত্য পত্রিকা)
০৯. শীতের আমেজঃ তন্দ্রা মন্ডল, লুকারডি, পূর্ব বর্ধমান
১০. শীত বৈষম্যঃ সুমিতা চৌধুরী, লিলুয়া, হাওড়া
১১. নবান্নের উৎসবঃ রবীন্দ্রনাথ দাস, বিলাসপুর, ছত্তিসগড়
১২. হেমন্তের মাঝামাঝিঃ শাশ্বত বোস, শ্রীরামপুর, হুগলী
১৩. হৃদয় প্রাণে নতুন দীপ্তিঃ সামসুজ জামান, দমদম, কলিকাতা
১৪. আলপনাঃ বকুল বিশ্বাস, বহরমপুর, মুর্শিদাবাদ
১৫. বেশি ভালো ভালো নয়ঃ উত্তম কুমার পাল, পাঁতিহাল, হাওড়া
১৬. চলো শিউলিঃ রথীন পার্থ মণ্ডল, রাধানগর পাড়া, পূর্ব বর্ধমান
১৭. অঘ্রাণের স্বাদঃ অনিতা গুইন, যশোর রোড, কলিকাতা
১৮. খুশির আবেশঃ রাজর্ষি মন্ডল, কলিকাতা
১৯. একটা শীতকাল আসুকঃ পূজা রায় কবিরাজ, তাহেরপুর, নদীয়া
২০. শীত পাঁচালীঃ শতরুপা সরকার, শান্তিপুর, নদীয়া
২১. শীতে মিঠেঃ দেবাশীষ চক্রবর্তী, কলিকাতা
প্রবন্ধ বিভাগ
০১. শীত আসলে মনে পরেঃ বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ফুলিয়া, নদীয়া
গল্প বিভাগ
০১. স্মৃতিঃ রুকসা দেওয়ান, শান্তিনিকেতন, বীরভূম
০২. কুয়াশাঃ অমিতাভ অধিকারী (সম্পাদক, বিহান সাহিত্য পত্রিকা)
আর যাঁদের লেখা এবার স্থান পায়নি, তাঁদের প্রতিও আমাদের অকৃত্রিম কৃতজ্ঞতা রইল—আপনাদের মূল্যবান সৃষ্টিই আমাদের এই যাত্রাপথকে সমৃদ্ধ করে। আগামী সংখ্যাগুলিতে আপনাদের লেখার অপেক্ষায় থাকব।
ধন্যবাদান্তে -
বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ
এবং
নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সকল সদস্যবৃন্দ