
27/05/2025
লেখা আহ্বান
(নিয়মাবলী দেখে লেখা পাঠান)
❤️ নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ❤️ নিবেদনে ও প্রকাশনায় স্বাধীনতা দিবসে প্রকাশিত হতে চলেছে
💠 *বিহান সাহিত্য পত্রিকা* 💠
দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সংখ্যা (মুদ্রিত)
🇮🇳 ভারত সরকার স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক একটি উদ্যোগ
Paperback Binding সহিত মুদ্রিত সংকলনটি প্রকাশিত হবে📕
1️⃣ সংকলনটি প্রকাশের ১ মাস পর থেকে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ও সাহিত্য একাডেমিতে পাঠকদের পড়বার জন্য রাখা থাকবে।
2️⃣ নির্বাচিত সাহিত্যিক বন্ধুদের জন্য থাকছে সম্মানসূচক শংসাপত্র 📜
3️⃣ লেখার বিষয় উন্মুক্ত, কোনো বিধি নিষেধ নেই।
🛑 #প্রত্যেক_বিভাগে_সেরা_লেখাটির_জন্য_থাকবে_বিশেষ_পুরস্কার 🎁
🖊️ 40 লাইনের মধ্যে একটি কবিতা পাঠাতে পারেন, অথবা
🖊️ 1000 শব্দের মধ্যে একটি রম্য রচনা বা অনুগল্প পাঠাতে পারেন, অথবা
🖊️ 1500 শব্দের মধ্যে একটি গবেষণামূলক প্রবন্ধ বা ভ্রমণ কাহিনীও পাঠাতে পারেন।
নিয়মাবলী:::
📌 যে কোন একটি বিভাগেই লেখা পাঠানো যাবে, তবে কি ধরনের লেখা হবে তার কোনো বিধি নিষেধ নেই।
📌 লেখা পাঠানোর 5 দিনের মধ্যে আপনার লেখাটি নির্বাচিত হলে যোগাযোগ করা হবে।
📌 সম্পূর্ণ অপ্রকাশিত, স্বরচিত লেখাই পাঠাবেন। প্রকাশের পর জানা গেল অন্যের লেখা নিজের নামে বলে দিয়েছেন তাতে সম্পাদক বা সংগঠনের কোন দায়বদ্ধতা থাকবে না।
📌 লেখার সাথে আপনার নাম বাংলায় লেখা বাধ্যতামূলক।
📍 তার নিচে আপনার নাম, সম্পূর্ণ ঠিকানা English (ইংরেজিতে) , Pin code, Active Mobile No এবং WhatsApp No লিখে দেবেন।
🌼 লেখা পাঠানোর শেষ তারিখ 30 শে জুন 2025 🌼
(জুলাই মাসের মধ্যে মনোনীত সাহিত্যিকদের কাছে WhatsApp-এ মনোনয়ন পত্র পৌঁছে যাবে)
💠💠কোনো প্রিবুকিং প্রয়োজন নেই, তবে আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ, জেনেই লেখা পাঠাবেন। তবে লেখাটি নির্বাচিত হলে অসহায় প্রান্তিক মানুষের অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি কপির মূল্য (১৭৫ টাকা) প্রদান করে পত্রিকাটি সংগ্রহ করতে ইচ্ছুক হন, তাহলে আমাদের উদ্যোগটি সাফল্যমণ্ডিত হবে। 💠💠
💐 বাড়িতে সংগ্রহ করতে চাইলে তার জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না
🛑লেখার গুণগত মানটাই আগে, এর সাথে প্রিবুকিং করা বা বই কেনার কোনো সম্পর্ক নেই, লেখা কঠোরভাবে মনোনয়ন সাপেক্ষ 🛑
🔖🔖সংকলনের জন্য যে কোন জিজ্ঞাসা থাকলে 7074190016 সংগঠনের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, উত্তর দেওয়া হবে।
🔖🖊️ লেখা পাঠানোর ঠিকানা 🖊️🔖কেবলমাত্র WhatsApp মারফত 7074190016 এই নম্বরে, কেবলমাত্র টাইপ করেই লেখা পাঠাবেন, অন্য কোনো ভাবে লেখা নেওয়া যাবে না।
ধন্যবাদান্তে,
বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ 🙏