14/08/2025
বিজ্ঞপ্তি: বিহান সাহিত্য পত্রিকা – শারদ সংখ্যা (২০২৫) এর প্রচ্ছদ ও সম্পূর্ণ লেখক সূচী প্রকাশ 📚
সাহিত্যপ্রেমী সকল পাঠক-পাঠিকা ও শ্রদ্ধেয় লেখক-লেখিকাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজ, ১৪ই আগষ্ট ২০২৫ বিহান সাহিত্য পত্রিকা – শারদ সংখ্যার প্রচ্ছদ এবং পূর্ণাঙ্গ লেখক সূচি (গল্প ও কবিতা বিভাগ) প্রকাশ করা হলো (যদিও গল্প বিভাগের সূচী পূর্বেই প্রকাশ করা হয়েছে)।
📌 আমাদের কাছে পাঠানো হয়েছিল – ✍️ মোট ৭৭ টি গল্প এবং ✍️ ৯৬ টি কবিতা। প্রত্যেকটি লেখা ছিল মননসমৃদ্ধ। তাই নির্বাচন প্রক্রিয়ায় সিদ্ধান্তে উপনীত হওয়া ছিল সত্যিই কঠিন ও সময়সাপেক্ষ। পরিচালন পর্ষদ গভীর মনোনিবেশ ও আলোচনার মাধ্যমে নির্বাচিত লেখাসমূহ চূড়ান্ত করেছে এবং ১২ টি গল্প এবং ২৩ টি কবিতা চূড়ান্ত পর্যায়ে নির্বাচন করেছে।
📅 পত্রিকার মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে:
আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫ (মহালয়ার দিন দেবীপক্ষের সূচনায়)
💠 প্রকাশিত লেখক সূচি ও প্রচ্ছদ দেখতে পাওয়া যাবে –
✅ বিহান সাহিত্য পত্রিকার ও সংগঠনের ফেসবুক পেজে
✅ ‘খোঁজ’ ফেসবুক গ্রুপে
✅ সংগঠনের WhatsApp স্ট্যাটাসে
আমরা প্রত্যেক অংশগ্রহণকারী সাহিত্যিকদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সাহিত্যসৃষ্টি আমাদের সমৃদ্ধ করেছে। প্রত্যেকটি লেখা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।
বিহান সাহিত্য পত্রিকার এই বর্ণময় যাত্রায় সঙ্গী হোন — পাশে থাকুন। 🙏 ধন্যবাদান্তে – বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ 🇮🇳
(নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার একটি সাংস্কৃতিক উদ্যোগ)