12/05/2024
বিদ্যুৎ অফিসের সামনে রাজু কলা বিক্রি করছিলো !
বিদ্যুত বিভাগের এক অফিসার জিজ্ঞাসা করলেন কলার ডজন কত?
রাজু: কলা কিসের জন্য কিনবেন সাহেব?
অফিসার: মানে?
রাজু: মানে হচ্ছে সাহেব ...
- মন্দিরের প্রসাদের জন্য নিলে ১০ টাকা ডজন !
বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য নিলে ১৫ টাকা ডজন !
বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য নিলে ২০ টাকা দর্জন!
ঘরে খাওয়ার জন্য নিলে ২৫ টাকা ডজন !
আর যদি পিকনিক করার জন্য নেবেন তো ৩০ টাকা দর্জন। তারপর রোজের দাম প্লাস চট ভাড়া।
অফিসার: এ কি ধরনের ব্যাবসা, কলা যখন সব একই রকমের তখন আলাদা আলাদা দাম কেন ?
রাজু: এ তো পয়সা আদায় করা স্টাইল আপনাদেরই সাহেব!
১ থেকে ১০০ unitর রেট এক রকম!
১০০ থেকে ২০০ ইউনিটের রেট আর এক রকম!
২০০ থেকে ৩০০ ইউনিটের রেট আর এক রকম!
আপনারাও তো একই পোস্ট থেকে বিদ্যুৎ সংযোগ দেন, ফের আলাদা আলাদা রেট কেন?
বাড়ির জন্য আলাদা রেট, দোকানের জন্য আলাদা রেট, কারখানার জন্য আরেক রেট, তার উপর সার্ভিস চার্জ !
আর একটা কথা বলতে ভুলে গেছি সাহেব - মিটার ভাড়া!
মিটার কি আমেরিকা থেকে আমদানি করা হয়েছে ? ২৫ বছর ধরে মিটারের ভাড়া দিয়েই চলেছি, কতই বা দাম মিটারের ? দয়া করে একটু বুঝিয়ে বলবেন আমাকে?
জাগো গ্রাহক জাগো
খামখেয়ালি বিদ্যুৎ বিলের স্বীকার সাধারণ নাগরিক, যদি ভালো লাগে তাহলে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার সকলের ৷
🖊️farah Sardar