Samajer Pratichhabi

Samajer Pratichhabi Its a official Page Pratichhabi Media Network. https://pratichhabi.blogspot.com/ Our color edition

Its a social newspaper fortnightly publishes from Santipur, Nadia. The Samajer Pratichhabi was start from 26th January 1985.The goal of our news is to make social consciousness and development of education and promote of local culture. Our Online colour Newspaper Issue is also available here the Link
http://pratichhabi.blogspot.com/

ফুলিয়ার আনন্দধ্বনি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ চটকা তলায় পদ্মশ্রী বীরেন বসাকের বাড়িতে অনুষ্ঠিত হলো এক রবীন্দ...
30/08/2025

ফুলিয়ার আনন্দধ্বনি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ চটকা তলায় পদ্মশ্রী বীরেন বসাকের বাড়িতে অনুষ্ঠিত হলো এক রবীন্দ্রসঙ্গীত কর্মশালা। এই কর্মশালায় রবীন্দ্র সংগীতের প্রশিক্ষণ দেন এই সময়ের প্রথিতযশা রবীন্দ্র সংগীত শিল্পী শ্রীমতি শ্রাবণী সেন। শুরুতেই শ্রাবণী সেন যখন কর্মশালা কক্ষে প্রবেশ করেন তখন শঙ্খধ্বনী, পুষ্প বৃষ্টি ও সংগীতের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। কয়েক ঘন্টা ধরে চলে এই প্রশিক্ষণ পর্ব। আনন্দধ্বনির কর্ণধার অভিনব বসাক জানান এই কর্মশালায় ৪০ জনেরও বেশি স্থানীয় শিল্পী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে শংসাপত্র তুলে দেন শিল্পী শ্রাবণী সেন স্বয়ং। ফুলিয়া শান্তিপুরের মতো মফস্বল শহরে বসে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন এর মতন একজনের কাছে সরাসরি সংগীতের তালিম পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অংশগ্রহণকারী শিল্পীরা। অভিনব বসাক জানান উৎসাহী মানুষের সাড়া পেলে আগামীতে আরও এই ধরনের কর্মশালা করার পরিকল্পনা রয়েছে।

29/08/2025

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কৃষ্ণনগর সহচরী সংগীত চর্চা কেন্দ্রের নিবেদন

29/08/2025

শান্তিপুরের গণেশ পূজা পরিক্রমা

শ্রাবণী সেনের রবীন্দ্র সংগীতের কর্মশালা :আগামী ৩০ শে আগস্ট ২০২৫  আমাদের সকলের প্রিয় প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী তথা গ...
28/08/2025

শ্রাবণী সেনের রবীন্দ্র সংগীতের কর্মশালা :
আগামী ৩০ শে আগস্ট ২০২৫
আমাদের সকলের প্রিয় প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী তথা গুরু শ্রীমতী শ্রাবণী সেন ফুলিয়াতে রবীন্দ্র সঙ্গীতের একটি কর্মশালা করবেন।

আয়োজনে - "আনন্দধ্বনি"( নৃত্য শিক্ষালয়)।
🔸উক্ত কর্মশালায় যোগদানে আগ্রহী সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ।

কর্মশালার অংশগ্রহনের দক্ষিণা
৫০০ টাকা।

বি দ্রঃ - যারা এই ওয়ার্কশপ করবেন তাঁদের সংশা পত্র প্রদান করা হবে আর সমস্ত ওয়ার্কশপের ভিডিও গ্রাফি গুগল ড্রাইভ লিংক এর মাধ্যমে দেয়া হবে।

🔸যোগাযোগ: 9609103106,7001800429.

আবারও একটা ব্যতিক্রমী রক্তদান শিবির। শান্তিপুরের অগ্রণী মোবাইলের দোকান, তার একটা নিজস্ব ব্যস্ততা, এর ওপর গণেশ চতুর্থীর আ...
26/08/2025

আবারও একটা ব্যতিক্রমী রক্তদান শিবির। শান্তিপুরের অগ্রণী মোবাইলের দোকান, তার একটা নিজস্ব ব্যস্ততা, এর ওপর গণেশ চতুর্থীর আয়োজন, কিন্তু এসবের পাশেও এই সময়ে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগানের স্বল্পতার কথা মাথায় রেখে সামাজিক উদ্যোগে ঝাঁপিয়ে পড়লেন শান্তিপুর সারাগড় এলাকার বাসিন্দা তথা পূর্বা গিফট এর কর্ণধার রাজা কুন্ডু। গণেশ চতুর্থী উপলক্ষে তাদের দোকানের কাছেই স্বল্প পরিসরে আয়োজন করলেন রক্তদান শিবির। সেখানে যেমন উপস্থিত ছিলেন শান্তিপুরের সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশ কাজল ব্যানার্জি, জরুরী পরিষেবা ও অগ্নিনির্বাপন দপ্তরের আধিকারিক সুদর্শন চক্রবর্তী, তেমনই উপস্থিত ছিলেন রাজার পিতা মাতা শ্যামচাঁদ কুন্ডু ও মুক্তিরাণী কুন্ডু এবং এলাকার বিশিষ্ট সুতো ব্যবসায়ী তথা পরিবারের অন্যতম অভিভাবক মঙ্গল কুন্ডু। আর উপস্থিত ছিলেন শান্তিপুর তথা নদিয়া জেলায় রক্তদান আন্দোলনকে যিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই রহুল্লা কারিকর। শুরুতেই কিশোরী নন্দিনী বসাক তার সুরেলা কন্ঠে দুখানি স্বর্ণযুগের বাংলা গান গেয়ে সকলকে আবিষ্ট করে রাখলেন। এরপর প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করলেন শ্যামচাঁদ কুন্ডু ও অন্যান্য অতিথিবর্গ। ভালো লাগলো সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে পিতা-মাতা এবং কাকাকে যোগ্য মর্যাদা দিয়ে এইভাবে শ্রদ্ধা ও সম্মান জানানো। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি মোবাইল ব্যবসার পাশাপাশি এই ধরনের সামাজিক উদ্যোগে শরিক হওয়ার জন্য রাজার ভুয়সী প্রশংসা করে এই ধরনের ভালো উদ্যোগে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। সুদর্শন চক্রবর্তীও এ হেন উদ্যোগের উদার কন্ঠে প্রশংসা করলেন। শিবির শেষে দেখা গেল চারজন মহিলা সহ রক্তদান করেছেন মোট ৫০ জন। শিবির কে সফল করতে রহুল্লা কারিকর ও তার সহকর্মীদের সহযোগিতা ছিল উল্লেখ করার মতো। শান্তিপুরে রক্তদান আন্দোলনটা এতটাই সফল হয়েছে যে মানুষ একটা উপলক্ষ পেলেই রক্তদানের আয়োজন করে নিজেদের সামাজিক কর্তব্য পালন করছেন। অনেক না পাওয়ার মাঝে এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের কাছে অনেকটাই বড় পাওয়া। কারণ একজনের দেওয়া রক্তে শুধু একজন মুমূর্ষু রোগীই সুস্থ হন না, তার সঙ্গে আরও কয়েকজন মানুষের সুস্থ হওয়ার পথ তৈরি হয়। পাশাপাশি তৈরি হয় সম্প্রীতির এক নতুন বন্ধন। দীর্ঘজীবী হোক রক্তদান আন্দোলন। ছবি সহযোগিতা প্রভাত নন্দী।

ওরা আমাদের ঘরে সরকার নির্ধারিত খাদ্য অর্থাৎ চাল গম চিনি ইত্যাদি যোগান দেন। আমরা সাধারণ ভাষায় ওদের রেশনের দোকানদার বলি। ...
24/08/2025

ওরা আমাদের ঘরে সরকার নির্ধারিত খাদ্য অর্থাৎ চাল গম চিনি ইত্যাদি যোগান দেন। আমরা সাধারণ ভাষায় ওদের রেশনের দোকানদার বলি। এম আর ডিলারদের সংস্থা ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের শান্তিপুর শাখা রবিবার স্থানীয় সোনার বাংলা লজে আয়োজন করেছিল এক রক্তদান শিবিরের। সম্ভবত গোটা জেলার মধ্যে এই প্রথম এম আর ডিলার অ্যাসোসিয়েশনের শান্তিপুর শাখা এই পথ দেখালো। আসলে রক্তদানের ক্ষেত্রে গোটা জেলার মধ্যে শান্তিপুর একটা জায়গা করে নিয়েছে। মুমূর্ষু মানুষের সেবায় মানুষের পাশে দাঁড়াতে শান্তিপুর চিরকালই তার নিজস্ব অবস্থান রেখেছে। তারই প্রভাব রেশন ডিলারদের মধ্যেও। তাই এদিনের রক্তদান শিবিরে যেমন যোগ দিয়েছিলেন স্থানীয় বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী পৌরপতি সুব্রত ঘোষ তেমনই যোগ দিয়েছিলেন খাদ্যনিয়ামক দপ্তর থেকে শুরু করে সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব। এদিন প্রত্যেক অতিথি এম আর ডিলার অ্যাসোসিয়েশনের শান্তিপুর শাখার এই উদ্যোগের প্রশংসা করেন। শিবির উপলক্ষে প্রত্যেক রক্তদাতাকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শিবিরে রহুল্লা কারিকরের সেতু সংস্থার সহযোগিতা ছিল উল্লেখ করার মতো। প্রথমবারের এই উদ্যোগে ১৩ জন মহিলা সহ ৪৭ জন রক্তদান করেন। বিশেষভাবে উল্লেখ্য যে লজে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সেই লজ মালিক ও তার কন্যার রক্তদান।

আগমেশ্বরী মন্দিরের সামনে বিধায়ক নির্মাণ করাবেন টিনের বড় শেড। আজ কৌশিকী অমাবস্যা পুজো। সেই উপলক্ষে ভারতের আদি দক্ষিণা ক...
23/08/2025

আগমেশ্বরী মন্দিরের সামনে বিধায়ক নির্মাণ করাবেন টিনের বড় শেড। আজ কৌশিকী অমাবস্যা পুজো। সেই উপলক্ষে ভারতের আদি দক্ষিণা কালী মূর্তি শান্তিপুরের আগমেশ্বরী তলায় ভোর রাত থেকেই ভক্তদের ঢল। আগমেশ্বরী তলা থেকে শুরু করে মাতালগড় পর্যন্ত সেই ভোর থেকে লাইন দিয়ে ভক্তরা একে একে পুজো দিয়েছেন। অপরদিকে আজকেই আগমেশ্বরী মন্দির প্রাঙ্গনে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী তার এক কর্মসূচির সূচনা করলেন। বিধায়ক তার বিধায়ক তহবিল থেকে ভক্তদের সুবিধার্থে মাতৃ মন্দিরের সামনে একটি শেড নির্মাণ করে দেবেন যার সূচনা হলো আজ।। পুরোহিত রঘুনাথ ভট্টাচার্য সেখানে বিশেষ পুজো করলেন এবং নারকোল ভেঙে সে কাজের শুভ সূচনা করলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। সেখানে উপস্থিত ছিলেন শান্তিপুর আগমেশ্বরী মাতা সেবা সমিতির সভাপতি প্রবীর গোস্বামী, সম্পাদক কাশীনাথ গোস্বামী, সহ-সম্পাদক রানা প্রসাদ ভট্টাচার্য প্রমুখ। ৩৪ ফুট উঁচু এবং ৩৮ ফুট লম্বা ও এবং প্রায় ৩৪ ফুট চওড়া চালাটি নির্মাণের কাজ আগামী মহালয়ার আগে শেষ হবে বলে বিধায়ক এদিন জানান। চালাটি নির্মাণে সাড়ে চার লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে বলে বিধায়ক জানিয়েছেন।

রেস্টুরেন্ট তো অনেকেই করেন, কিন্তু এমন সবুজ গাছগাছালি, রঙিন ফুলের সমারোহ কটা রেস্টুরেন্টে থাকে? কজন এমন সুন্দর পরিবেশ রচ...
22/08/2025

রেস্টুরেন্ট তো অনেকেই করেন, কিন্তু এমন সবুজ গাছগাছালি, রঙিন ফুলের সমারোহ কটা রেস্টুরেন্টে থাকে? কজন এমন সুন্দর পরিবেশ রচনা করতে পারেন যেখানে মানুষ আসলেই এক অন্যরকম অনুভূতি হৃদয়ে নিতে পারে! আসলে আমরা হয়তো ভুলে যাই শুধু একটু খাওয়া আর গল্প করার বাইরেও মানুষের অন্যরকম ভালোলাগা, ভালোবাসা থাকতে পারে। দিগনগরের কোজি কুটিরে গেলে উদর পুরনের পাশাপাশি হৃদয় পূরণও হয়ে যায়। সঙ্গে অতিরিক্ত পাওনা কোজি কুটিরের মালিকের হাতে দেওয়া ফুলের গাছ উপহার। চার বছর ধরে শুরু থেকেই নিজের এই ইচ্ছা কে লালন করে আসছেন সঞ্জয় প্রামাণিক। আবার দেখুন, রক্তদান শিবিরও অনেকেই করি আমরা। কিন্তু একটা রেস্টুরেন্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর এই রক্তদান শিবির একটা অন্য মাত্রা এনে দিয়েছে। অসাধারণ সুন্দর পরিবেশ রচনা, তার পাশে সঞ্জয় প্রামাণিকের গোটা পরিবারের আন্তরিক আতিথেয়তা সকলকে মুগ্ধ করে। আর সোনায় সোহাগার মতো এই অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দিলেন পূজা প্রামানিক আর সৌমিলি বাগচী। একদিকে উৎসবের মেজাজে রক্তদান আর অন্যদিকে পূজা সৌমিলির গান, অনিন্দ্যর অসামান্য সঞ্চালনা আর উপস্থিত অতিথিদের ভাষণ সব মিলিয়ে গোটা পরিবেশটায় একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়। যেখানে গ্রহিতা ব্লাড ব্যাংক কর্মীরা বলেন আমরা বহু জায়গায় রক্ত দান শিবির করতে গিয়েছি কিন্তু এত সুন্দর পরিবেশ আর কোথাও পায়নি, তাই আমাদের তালিকার প্রথম দিকে কোজি কুটির এর নাম লেখা থাকে। সঞ্জয় ও তার পরিবারের আন্তরিকতার গুনেই এখানে রক্তদান করলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা। যেমন ছিলেন ক্রীড়া জগতের মানুষ, সঙ্গীত জগতের মানুষ তেমনি বিভিন্ন পেশার মানুষরা এসেছেন কেউ শান্তিপুর কেউ রানাঘাট কেউ কৃষ্ণনগর কেউবা শহর কলকাতা থেকেও। আবার দেখা গেল সদ্য পিতৃহারা এক ব্যক্তিও গুরুদশা নিয়ে রক্তদান করলেন কোন এক মুমূর্ষ প্রাণকে বাঁচিয়ে তোলার উদ্দেশ্যে। এভাবেই রক্তদান যেন এক ভালোবাসার উৎসবে পরিণত হলো। উল্লেখ করতেই হয় কোজি কুটিরের কর্ণধার সঞ্জয় প্রামাণিক নিজে তার স্ত্রী কন্যা সহ শুরুতেই রক্তদান করেছেন। তার আপত্তিতে তার ছবি এখানে আমরা সংযুক্ত করতে পারলাম না। রক্ত যে শুধু প্রাণ বাঁচায় না, রক্ত যে শুধু কয়েকটা কম্পনেন্ট উপহার দেয় না, রক্ত সমাজের মধ্যে এক অন্যরকম ভালোবাসার সম্পর্ক তৈরি করে এই ধরনের অনুষ্ঠান দেখেই তা উপলব্ধি করা যায়।

রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শান্তিপুর থানার ব্যবস্থাপনায় শান্তিপুর থানার প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত...
22/08/2025

রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শান্তিপুর থানার ব্যবস্থাপনায় শান্তিপুর থানার প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো চক্ষু পরীক্ষা শিবির। শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ মৌর্য, রানাঘাটের এসডিপিও সাভিতা গত্যাল প্রমূখ। শান্তিপুর থানার ওসি অনুপম ঢালী জানান শিবিরে শতাধিক মানুষ তাদের চোখ পরীক্ষা করান কলকাতার এসজি আই হাসপাতালের ডাক্তারদের কাছে।

সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, দশটি মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে।
19/08/2025

সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, দশটি মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে।

18/08/2025

১৬২ বছরের প্রাচীন মনসা পূজো।

17/08/2025

নন্দোৎসব উপলক্ষে শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে প্রাচীন কাদা খেলা ও ফল কাড়াকাড়ি অনুষ্ঠান

Address

19, Baro Goswami Para, Nadia
Santipur
741404

Alerts

Be the first to know and let us send you an email when Samajer Pratichhabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samajer Pratichhabi:

Share