Tripura current news.

Tripura current news. This is a Social News Channel.

26/11/2025
24/11/2025

লড়াই শেষ, প্রয়াত ধর্মেন্দ্র, বয়স হয়েছিল ৯০, উপচে পড়া ভিড় অভিনেতার বাড়ির সামনে। সোমবার, নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও পরিবারের তরফে এখনও কিছু জানানো হয়নি। ‘পবনহংস’ শ্মশানে হল তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। সোমবার শেষযাত্রায় প্রবীণ অভিনেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সলমন খান, আমির খান-সহ ইন্ডাস্ট্রির অনেকে।

RTI থেকে তথ্য বেরিয়ে এলো যে TET 1 (UGT)- তে রয়েছে 1606 শূন্য পদ এবং TET 2 (GT)- তে রয়েছে 2703 শূন্য পদ।
23/11/2025

RTI থেকে তথ্য বেরিয়ে এলো যে TET 1 (UGT)- তে রয়েছে 1606 শূন্য পদ এবং TET 2 (GT)- তে রয়েছে 2703 শূন্য পদ।

21/11/2025

রাজ্যে ভূমিকম্প! আজ সকাল ঠিক ১০টা ৮ মিনিটে ৫.২ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল বাংলাদেশ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে!

20/11/2025

বৃহস্পতিবার এস.কে পাড়া স্টেশনের আগে বড়সড় দুর্ঘ* টনায় মর্মা*ন্তিক মৃ*ত্যুর ঘট*না। একটি পিক আপ ভ্যানে আগরতলা - শিলচর গামী ট্রেনের ধাক্কায় ঘটে এই দুর্ঘ* টনা। পিক আপ ভ্যানটি প্রহরীবিহীন লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঘটে এই দুর্ঘ* টনা। ট্রেনের ধাক্কা* য় বহু দূরে ছিটকে পড়ে দুম*ড়ে মুচ*ড়ে যায় পিক আপ ভ্যানটি। জানা গেছে পিক আপ ভ্যানে ৪ জন লোক ছিলেন।

20/11/2025

Unity Promo Fest কি আদো প্রয়োজন? প্রশ্ন সাধারণ জনগনের। প্রমো ফেস্ট করে কোটি কোটি টাকা ত্রিপুরা সরকার ব্যয় করছে। যেটা না করলে কারোর কোন ক্ষতি হয় না। যেই পরিমান টাকা Promo Fest করে ব্যয় করছে ত্রিপুরা সরকার তাতে লাভ যতটুকু হচ্ছে তার কয়েকগুন রাজ্যের অর্থ ক্ষতি হচ্ছে। সেই সমস্ত টাকা গরিব মেহনতি মানুষদের জন্য খরচ করলে রাজ্যের মানুষের যেমন উন্নতি হবে তেমনি সরকারের প্রশংসাও করবে রাজ্যের জনগন।

16/11/2025

বিখ্যাত শিল্পী পোলক মোচাল কে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের মাঠের মঞ্চে শান্তির বাজার থেকে আগত চাকমা সমপ্রদায়ের একটি বিঝু নৃত্য।

Election Commission of India গত 30 সেপ্টেম্বর মাসে বিহারের মোট ভোটার সংখ্যার একটি ফাইনাল লিস্ট প্রকাশ করে দেয় সেই লিস্ট ...
15/11/2025

Election Commission of India গত 30 সেপ্টেম্বর মাসে বিহারের মোট ভোটার সংখ্যার একটি ফাইনাল লিস্ট প্রকাশ করে দেয় সেই লিস্ট অনুসারে মোট বৈধ ভোটার হচ্ছে 7.42 কোটি। এবং নির্বাচন শেষে ECI টোটাল কাস্টিং ভোট দেখিয়েছে 7,45,26,858 জন। এটা কিভাবে সম্ভব হলো। তবে শেষে বলতে হয় মোদী হে তো সব সম্ভব হে।

06/11/2025

Address

Santirbazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura current news. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share