Sfi prms College Committee

Sfi prms College Committee education is a most powerful weapon

13/04/2025

*মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের*
*১৮, বিমল সিংহ রোড*
*বহরমপুর, মুর্শিদাবাদ*
*প্রেস বিবৃতি*
গতকাল অর্থাৎ ১১ এপ্রিল জেলার বিভিন্ন প্রান্তে ওয়াকফ (WAQF) সংশোধনী বিলের বিরুদ্ধে এস.ডি.পি.আই, ডব্লুউ.পি.আই, ইমাম-মুয়াজ্জিনদের সংগঠন এবং তৃণমূল কংগ্রেস এই জমায়েতর ইন্ধন যোগায়। সুতি ২ নম্বর ব্লক এর সাজুর মোড়ে এবং সামশেরগঞ্জের ধুলিয়ানে আন্দোলনকারীদের সাথে পুলিশের খন্ড যুদ্ধ শুরু হয়।আন্দোলনকারীরা আন্দোলনের নামে হিংসাত্মক কার্যকলাপের সাথে যুক্ত হয়। আগাম খবর থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে সেরকম সদর্থক কোন ভূমিকা গ্রহণ করা হয়নি। পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করলে এই ধরণের ঘটনা হয়ত ঘটত না। কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ প্রশাসন। দীর্ঘক্ষণ আন্দোলন চলার পর শেষের দিকে পুলিশ কাদানে গ্যাসের সেল ফাটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। পুলিশের পক্ষ থেকে গুলি ছোড়ে বলেও শোনা যায়। সেই গুলিতে কয়েকজন জখম হয়েছে বলে জানা যায়। আন্দোলনকারীদের মধ্যে ইজাজ সেখ নামে একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয় এবং আজ মারা গেছে। আজ দুপুরে ধুলিয়ানে একই পরিবারের ২ জন মারা গেছে। জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মৃত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আজ সকালে ধুলিয়ান বাজারে পুলিশের উপস্থিতিতে বিজেপি'র নেতৃত্বে একটা মিছিল বের হয়। আগেরদিন ঐ ধরণের ঘটনার পর কেন মিছিলের অনুমতি দেওয়া হল? ঘটনার পরিপ্রেক্ষিতে সামশেরগঞ্জ ব্লকের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে রেষারেষি বাড়তে থাকে। দীর্ঘক্ষণ চলার পরেও প্রশাসনের ভূমিকা ভালো ছিল না। প্রথম দিনের শেষের দিকে বিএসএফ কে নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিন্তু আজ সকাল থেকে কোন অজ্ঞাত কারণে বিএসএফ ছিল না প্রশ্ন জাগছে সবার মধ্যে। প্রশাসনের ব্যর্থতার কারণেই সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে। বিজেপি - তৃণমূলের বাইনারি রাজনীতির সুযোগ করে দিতেই প্রশাসন নীরব থেকেছে। অন্যদিকে রাজ্য সরকারের অপদার্থতার কারণে ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার কারণে বিপদে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে আন্দোলনকে চাপা দিতেই বিভাজনের রাজনীতিতে মেতেছে তৃণমূল কংগ্রেস। আমরাও শুরু থেকেই ওয়াকফ (WAQF) সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন করছি নিয়ম মেনে।
তাই, আমরা মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জানাতে চাই
১) এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সামরিক বাহিনী নিয়োগ করে সামশেরগঞ্জ ও সুতি-২ ব্লকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
২) এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলমত, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলার কাজে এগিয়ে আসতে অনুরোধ করছি।
৩) অবিলম্বে জেলায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনকে জেলা স্তরে এবং প্রতিটি ব্লক স্তরে দ্রুত সর্বদলীয় সভা ডাকতে হবে।
৪) এই ঘটনায় মৃত ৩ জনের পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণ দিতে হবে।
ধন্যবাদ সহ
জামির মোল্লা
আহ্বায়ক
মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট
১২ এপ্রিল,২০২৫

09/04/2025

যোগ্যতার দাম সরকার এভাবে দেবে,
শিক্ষার আলোর অধিকার কি অন্ধকারে রবে?
শিক্ষকের কান্না আজ আকাশে বাজে,
ন্যায়ের আশা এখনও লড়ে সাহসে।

*রাজ্য সরকারের দুর্নীতির কারনে চাকরী গেলো ২৫ হাজার ৭৫৩ জনের।।**এ দায় মমতা ব্যানার্জির......*D.Y.F.I  S.F.I  ABTA সারেঙ্গ...
05/04/2025

*রাজ্য সরকারের দুর্নীতির কারনে চাকরী গেলো ২৫ হাজার ৭৫৩ জনের।।*
*এ দায় মমতা ব্যানার্জির......
*D.Y.F.I S.F.I ABTA সারেঙ্গা এরিয়া কমিটির ডাকে বিক্ষোভ কর্মসূচি।

সুদীপ্ত গুপ্ত, একজন 22 বছর বয়সী ছাত্র যে 2 এপ্রিল 2013 তারিখে ভারতের কলকাতায় একটি বিক্ষোভে গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ ...
02/04/2025

সুদীপ্ত গুপ্ত, একজন 22 বছর বয়সী ছাত্র যে 2 এপ্রিল 2013 তারিখে ভারতের কলকাতায় একটি বিক্ষোভে গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ হেফাজতে মারা যায়। সুদীপ্ত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল।
সে ভারতের কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির সদস্য ছিল।
Sudipto Gupta✊

কমরেড সুদীপ্ত গুপ্ত লাল সেলাম
কমরেড সুদীপ্ত গুপ্ত অমর রহে

শহীদ কমরেড মইদুল ইসলাম মিদ্দ্যা - র বাড়িতে ঈদের শুভেচ্ছা জানাতে তার বাড়িতে DYFI বাঁকুড়া জেলার নেতৃত্ব।
30/03/2025

শহীদ কমরেড মইদুল ইসলাম মিদ্দ্যা - র বাড়িতে ঈদের শুভেচ্ছা জানাতে তার বাড়িতে DYFI বাঁকুড়া জেলার নেতৃত্ব।

30/03/2025

আজ প্রায় এক ঘণ্টার অধিক গেটে সভা করলাম বক্তব্য রাখলো কলেজের বর্তমান ছাত্ররা..সহ জেলার নেতৃত্ব...sfi কিন্তু কোথাও এক বিন্দু ছেড়ে কথা বলবেনা...প্রশ্নের সম্মুখীন হতেই হবে সেটা বাংলা হোক বা লন্ডন। আজও তিলোত্তমা ন্যায় বিচার পেলনা..কলেজ ভোটের তারিখ এই সরকার ১০ বছরে দিলোনা..রাজ্যের শিক্ষা মন্ত্রী ছাত্র কে গাড়ি চাপা দিলো যুবরা কাজের দাবিতে উত্তর কন্যা অভিযান এর ডাক দিলো ,সেখানে তাদের রাজ্যের "পুলিশ" ফেলে মারল। বাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে সিন্ডিকেট রাজ এর বিরুদ্ধে sfi এর বিকাশ ভবন অভিযানে পুলিশ ছাত্র দের ওপর অমানবিক অত্যাচার চালালো ...সুদীপ্ত, স্বপন, সাইফুদ্দিন কে মারল এই সরকার । আজ তারা প্রশ্ন কে ভয় পাচ্ছে....প্রতিটা মুহূর্ত এই প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে আপনাদের...



29/06/2024

একের পর এক সর্বভারতীয় পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি,
প্রশ্ন ফাঁস,বেনিয়মের বিরুদ্ধে
৪ জুলাই ছাত্র ধর্মঘটের ডাক দিল
SFI

 #চালাও_লাঠি  #চালাও_গুলি  #চালাও_জলকামান #সিনা_টানকে_লড়াই_দিবে_লক্ষ_আনিস_খান.. ার্চ_ছাত্র_সমাবেশ  #কলেজস্ট্রীট
01/03/2024

#চালাও_লাঠি #চালাও_গুলি #চালাও_জলকামান
#সিনা_টানকে_লড়াই_দিবে_লক্ষ_আনিস_খান..
ার্চ_ছাত্র_সমাবেশ
#কলেজস্ট্রীট

11/09/2023

৩রা নভেম্বর ডিওয়াইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা.. ৭ই জানুয়ারি ২০২৪ ব্রিগেডে গন জমায়েত।

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের এসএফআইয়ের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন
19/05/2023

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের এসএফআইয়ের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন

09/05/2023

ধর্মের বেশে মোহ যারে এসে ধরে,
অন্ধ সে জন মারে আর শুধু মরে,,
রবিন্দ্রনাথ ঠাকুর

10/04/2023

সুদীপ্তর কসম খাও
ক্যাম্পাস ও ইউনিয়ন ছিনিয়ে নাও৷
বাঁকুড়া জেলা সমাবেশ সফল করুন৷
S.F.I

Address

Sarenga
722150

Opening Hours

9am - 5pm

Telephone

+918768737846

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sfi prms College Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share