সৃজন সাহিত্য পত্র প্রয়াস
এখন মুদ্রিত ত্রৈমাসিক এবং সাপ্তাহিক ই-প্রকাশ
নববর্ষ সংখ্যা * রথযাত্রা সংখ্যা * শারদ সংখ্যা * পৌষ সংখ্যা
নববর্ষ সংখ্যা ।। প্রকাশ কাল ঃ ১লা বৈশাখ
১লা জানুয়ারী থেকে ৩১শে জানুয়ারী’র মধ্যে গল্প, অণুগল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণকাহিনী, কবিতা, অণুকবিতা, ছড়া, লিমেরিক পাঠানো যাবে। লাইন বা শব্দ সংখ্যার কোনো সীমারেখা নেই।
রথযাত্রা সংখ্যা (কবিতা সংকলন)।। প্রকাশ কাল ঃ রথযাত্রা
১লা
এপ্রিল থেকে ৩০শে এপ্রিল এর মধ্যে ২৮ লাইনের মধ্যে কবিতা, অণুকবিতা, ছড়া, লিমেরিক পাঠানো যাবে।
শারদ সংখ্যা ।। প্রকাশ কাল ঃ মহালয়া
১লা জুলাই থেকে ৩১শে জুলাই এর মধ্যে গল্প, অণুগল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণকাহিনী, কবিতা, অণুকবিতা, ছড়া, লিমেরিক পাঠানো যাবে। লাইন বা শব্দ সংখ্যার কোনো সীমারেখা নেই।
পৌষ সংখ্যা (অণুগল্প সংকলন)।। প্রকাশ কাল ঃ পৌষ সংক্রান্তি
১লা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর এর মধ্যে ৩০০ শব্দের মধ্যে অণুগল্প পাঠানো যাবে।
বিষয় - উন্মুক্ত। লেখা পাঠাবেন ইমেল এ : [email protected], মেল বডিতে টাইপ করে এবং কোন সংখ্যার জন্য লেখা পাঠাচ্ছেন তা অবশ্যই উল্লেখ করবেন। লেখার সাথে নিজের নাম, প‚র্ণ ঠিকানা, ফোন নম্বর, হোয়াটস্অ্যাপ নম্বর অবশ্যই লিখে পাঠাবেন।
সৃজন সাহিত্য পত্র প্রয়াস এর সাপ্তাহিক ই-প্রকাশ
প্রতি সোমবার আমাদের পেজ “সৃজন সাহিত্য পত্র প্রয়াস” এ আপনার লেখা প্রকাশ করার জন্য লেখা পাঠাতে পারেন।
১। কবিতা/ছড়া ২৮ লাইনের মধ্যে এবং অণুগল্প ১৫০ শব্দের মধ্যে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ - ৮৬৯৭২৪৮৬৮৭ এ অথবা ই-মেল [email protected] এ
২। লেখা পাঠাবেন ইউনিকোডে টাইপ করে মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে। অবশ্যই উল্লেখ করবেন “প্রয়াস ই-প্রকাশের জন্য”। লেখার সাথে নিজের ঠিকানা ও ছবি অবশ্যই পাঠাবেন। লেখা মনোনীত হলে সোমবার পেজে প্রকাশিত হবে।