Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা

  • Home
  • India
  • Bolpur
  • Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা

Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা Official Page Of Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা
https://youtube.com/

রবীন্দ্রনাথের বাংলা ভাষা এবং শেখ মুজিবুরের বাংলা ভাষার মধ্যে পার্থক্য ছিল, আছে এবং থাকবেও। 🔸 বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজ...
07/08/2025

রবীন্দ্রনাথের বাংলা ভাষা এবং শেখ মুজিবুরের বাংলা ভাষার মধ্যে পার্থক্য ছিল, আছে এবং থাকবেও।

🔸 বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণের বাংলায় দুলাভাই, নাস্তা, পানি, গোসল, দাওয়াত-এর কোন জায়গা নেই।

🔹 "জনগণমন অধিনায়ক" বাংলায় রচিত, বাংলাদেশী ভাষায় নয়।

🔸 রাজেশ-তাপস 'বাংলা' ভাষার শিক্ষক চেয়ে গুলি খেয়েছিল, বাংলাদেশী ভাষার জন্য নয়।

🔹 বিনয়-বাদল-দীনেশ, মাতঙ্গিনী হাজরা, সূর্য সেনরা বাংলা ভাষায় কথা বলতেন, বাংলাদেশী ভাষায় নয়।

🔸 নরেন্দ্র মোদী সরকার রবীন্দ্রনাথ-নেতাজির বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে, খালেদা জিয়া কিংবা মহম্মদ ইউনূসের বাংলাদেশী ভাষাকে নয়।

🔴 সুতরাং, দুটোকে এক করবেন না এবং গুলিয়ে দেবেন না।

#কানাডার #চীনের #ভারতের #দেশ
Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা
Mayukh Ranjan Ghosh TV9 Bangla

07/08/2025

😁

🙅🙅🙅DA দিতে টাকা নাই, RBI থেকে ধার করতে হবে সুপ্রীমকোর্টে জানালো কপিল সিব্বল।Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা 👇🎗👉মমতা ...
07/08/2025

🙅🙅🙅DA দিতে টাকা নাই, RBI থেকে ধার করতে হবে সুপ্রীমকোর্টে জানালো কপিল সিব্বল।
Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা 👇
🎗👉মমতা ব্যানার্জি সরকারের ডিএ দিতে টাকা নেই।

👉 কিন্তু ভোট কিনতে পাড়ায় সমাধান ৮০০০ কোটি;
👉 পুজোর চাঁদা ৯৫০ কোটি;
👉 ইমাম ভাতা ২১৫০ কোটি;
👉 পুরোহিত ভাতা ৪৫০ কোটি;
👉 জগন্নাথ কালচারাল সেন্টার ৩০০ কোটি;
👉 সংখ্যালঘু উন্নয়নের নামে ৬১২৮ কোটি;
👉 মাদ্রাসা বোর্ডে বরাদ্দ ৪২১৬ কোটি;
👉 লক্ষীর ভান্ডার ১৬০০০ কোটি;
👉 কপিল সিব্বল, অভিষেক মনু সিংভী, প্রশান্ত ভূষণ, রাজীব ধবনদের মতন নামী দামী উকিল পুষতে বছরে ২০০ কোটি;
👉 ভোট কুশলী প্রশান্ত কিশোরকে পুষতে ৪০০০ কোটি;
👉 মদ খেয়ে মরলে, গোষ্ঠীদ্বন্দ্বে মরলে, বোমা বাঁধতে গিয়ে মরলে, দলের ছেলেরা খুন ধর্ষণ করলে, মদ খেতে বেপরোয়া গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করলে ইত্যাদি খাতে ক্ষতিপূরণ বাবদ আরো ৩০০ কোটি;
👉 শিল্প আনার নামে বিদেশ যাত্রা + বছর বছর বিজনেস সামিট করে ভুঁড়িভোজ ২৫০ কোটি;
👉 জেলায় জেলায় প্রশাসনিক মিটিং এর নামে হাওয়া বদল এবং দলীয় প্রচার ৪৫০ কোটি;
👉 সারাবছর মেলা খেলা গানবাজনা + টলিউডের চটি চাটাদের নিয়ে আনন্দ ফুর্তি করতে ৯৫০ কোটি;
👉 সরকারি টাকায় বিজ্ঞাপন দিয়ে নিজের প্রচার করতে আরো ১৪৭৫ কোটি;
..এইসব অসাংবিধানিক খাতে ঢালাও দান খয়রাতি করে ভোট কিনতে ওনার কাছে অফুরন্ত টাকা আছে!
শুধু সাংবিধানিক খাতে খরচা করতে হলেই ওনার ভিখিরিপনা শুরু হয়ে যায়।

প্রায় সব রাজ্য যেখানে 50% এর কাছাকাছি DA দিচ্ছে, কেন্দ্র সরকার 55% DA দিচ্ছে, সেখানে তৃণমূল সরকার মাত্র 18% DA দিয়ে কাঁদুনি গাইছে।
চুরি চামারি দান খয়রাতি করে ভোট কিনতে ওনার কাছে অফুরন্ত টাকা আছে; শুধু DA দিতে আর চাকরি দিতেই ওনার কাছে টাকা থাকে না।

ভাবুন, ভাবতে শিখুন... যারা বলে বাংলাকে গুজরাট হতে দেবো না, বাংলাকে ইউপি বিহার হতে দেবো না বলে চিৎকার করে, তাদের ওইসব রাজ্যের গিয়ে দেখে আসা উচিত, ওইসব রাজ্যের অবস্থা বাংলার চেয়ে ঢের ঢের ভালো।

যারজন্য হিন্দুরা তো বটেই মুসলিমরা পর্যন্ত বাংলা ছেড়ে ওইসব রাজ্যে দলে দলে লেবার খাটতে যাচ্ছে।
বাংলার অবস্থা যদি ওইসব রাজ্যের চেয়ে ভালো হয় তাহলে ইয়াং ছেলে মেয়েরা বাংলা ছেড়ে দলে দলে ওইসব রাজ্যে লেবার খাটতে যাবে কেনো ভেবে দেখেছেন?

Arnab Laha এর দেওয়াল থেকে

Why r you questioning in bengali ❓             Political বাঙালি
07/08/2025

Why r you questioning in bengali ❓


Political বাঙালি

প্রথম কমেন্ট করে দিয়েছি তাই কমেন্ট বক্সে তাড়াহুড়ো করার দরকার নেই সবাই সুযোগ পাবেন 👉 Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্...
06/08/2025

প্রথম কমেন্ট করে দিয়েছি তাই কমেন্ট বক্সে তাড়াহুড়ো করার দরকার নেই সবাই সুযোগ পাবেন 👉 Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা
.......
News18 Bangla TV9 Bangla ABP Ananda Mayukh Ranjan Ghosh Eto Chulkani Kiser ? - এতো চুলকানি কিসের? Corporate Stories & Confessions Calcutta News The Thoughtful Bengali Political বাঙালি Zee 24 Ghanta Republic Bangla BJP Birbhum THE INDIA ZEE5 Bangla শুদ্ধ দেশি Troll 3.0 Saptarshi Nag শ্রীচরণে-Shoe Physics Hunters - ফিজিক্স হান্টার্স SSC Adda247

কংগ্রেস থুরি ঢংগ্রেস ও তাদের সহযোগীরা রেজিস্টার্ড ইন্ডিয়া বিরোধী কেবল ইন্ডি জোটের নাম ভাঙিয়ে দেশ বিরোধীতায় ব্যস্ত। কেন...
05/08/2025

কংগ্রেস থুরি ঢংগ্রেস ও তাদের সহযোগীরা রেজিস্টার্ড ইন্ডিয়া বিরোধী কেবল ইন্ডি জোটের নাম ভাঙিয়ে দেশ বিরোধীতায় ব্যস্ত। কেননা 👉
যখন ট্রাম্প চীনের উপর ১৪০% শুল্ক বসিয়েছিলেন, তখন চীনের সমস্ত নাগরিক ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছিল।

যখন কানাডার উপর ৩৫% শুল্ক বসেছিল, তখন কানাডাবাসীও সরকারের সাপোর্টে ছিল এবং ট্রাম্পের সিদ্ধান্তের কড়া প্রতিবাদ করেছিল।

এমনকি যখন ব্রাজিলের উপর ৫০% শুল্ক চাপানো হয়, তখনও পুরো ব্রাজিল এক হয়ে আমেরিকার নিন্দা করেছিল।

কিন্তু যখন ট্রাম্প ভারতের উপর ২৫% শুল্ক বসালেন, তখন আমাদের দেশের বিরোধী দল ও তথাকথিত সে*কুলাররা সরকারকে দোষারোপ করে আনন্দ প্রকাশ করলো।

আমরা উন্নতির স্বপ্ন দেখি চীনের মতো, অথচ দেশের উন্নতির আগে নাগরিকদের মানসিকতার উন্নতি দরকার। তবে দেশের উন্নতি হবে 🤔

amit Malviya er লেখাটা ChatGPT দিয়ে অনুবাদ করলাম, একটু পরে দেখতে পারেন। নিম্নে বাংলা অনুবাদটি রইল, ---দিল্লি পুলিশের ভাষ...
05/08/2025

amit Malviya er লেখাটা ChatGPT দিয়ে অনুবাদ করলাম, একটু পরে দেখতে পারেন।
নিম্নে বাংলা অনুবাদটি রইল,

---

দিল্লি পুলিশের ভাষা-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া বিভ্রান্তিকর ও উত্তেজনাপূর্ণ

দিল্লি পুলিশ যে কিছু অনুপ্রবেশকারীর ভাষাকে "বাংলাদেশি" বলে উল্লেখ করেছে, তা নিয়ে মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া শুধু ভুল নয়—তা ভাষাগত ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। এই বিষয়ে প্রকৃত সত্য স্পষ্টভাবে বোঝা জরুরি।

দিল্লি পুলিশের চিঠিতে কোথাও বাংলা ভাষা বা বাঙালি পরিচিতিকে "বাংলাদেশি ভাষা" বলে অপমান করা হয়নি। বরং "বাংলাদেশি ভাষা" শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট প্রসঙ্গে—অর্থাৎ বাংলাদেশের কিছু অনুপ্রবেশকারীর ভাষাগত বৈশিষ্ট্য বোঝাতে। এটি একটি নিরাপত্তা বিষয়ক চিহ্নিতকরণ পদ্ধতি, যা সাংস্কৃতিক বা রাজনৈতিক মতামত নয়।

বাস্তবত, ভাষাবিদ ও নিরাপত্তা বিশেষজ্ঞরা একমত যে বাংলাদেশের বাংলা (বিশেষ করে সিলেটি, চাটগাঁইয়া, নোয়াখাইল্লা প্রভৃতি উপভাষা) পশ্চিমবঙ্গের বাংলা ভাষার চেয়ে উচ্চারণ, শব্দরূপ ও ব্যাকরণে অনেকটাই আলাদা। অনেক ক্ষেত্রেই এই উপভাষাগুলি ভারতীয় বাঙালিদের কাছে দুর্বোধ্য। সুতরাং "বাংলাদেশি ভাষা" বলতে এসব নির্দিষ্ট উপভাষার কথাই বোঝানো হয়েছে—এটি পশ্চিমবঙ্গের বাংলা বা বাঙালি পরিচয়ের প্রতি কোনও অবমাননা নয়।

এই ধরনের সূক্ষ্ম পার্থক্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট না বুঝে রাজনৈতিক স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। "আনন্দমঠ"-এর ভাষা যেমন ছিল সেই সময়ের বাংলা, "বন্দে মাতরম্" ছিল সংস্কৃত ভাষায় লেখা একটি আলাদা রচনা, যা পরে উপন্যাসে অন্তর্ভুক্ত হয়েছিল। "জন গণ মন" নিজেই ছিল এক ব্রাহ্ম সঙ্গীত, যা সংস্কৃতায়িত বাংলায় রচিত।

এইসব ঐতিহাসিক ও ভাষাগত বাস্তবতা উপেক্ষা করে মমতা ব্যানার্জি যেভাবে গোটা বাঙালি সমাজকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন, তা শুধু ভ্রান্তিকর নয়, বরং সাংবিধানিক শৃঙ্খলার পরিপন্থী। এমন উস্কানিমূলক বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে প্রয়োজন হলে জাতীয় নিরাপত্তা আইনের আওতায়ও ব্যবস্থা নেওয়া যেতে পারে।
তাই যারা এতো আন্দোলন এর হাঁক ডাক দিচ্ছে তাদের উদ্দেশ্য বাংলা বাচানো নয় ❌ বরং পরবর্তী বাংলাদেশে রূপান্তরিত করার প্রচেষ্টা।
#চীনের #কানাডার #ব্রাজিলের #ভারতের #দেশ
Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা ABP Ananda Mayukh Ranjan Ghosh TV9 Bangla Republic Bangla News18 Bangla Calcutta News BJP Birbhum The Thoughtful Bengali

পোস্ট এবং পোস্ট কারির কমেন্টবক্স... যাদের বাংলাদেশে যাবার সুযোগ হয়নি কমেন্ট বক্স থেকে ঘুরে এলেও চলবেজয় বাংলা🍾এবার ঠ্যা...
05/08/2025

পোস্ট এবং পোস্ট কারির কমেন্টবক্স... যাদের বাংলাদেশে যাবার সুযোগ হয়নি কমেন্ট বক্স থেকে ঘুরে এলেও চলবে
জয় বাংলা🍾
এবার ঠ্যালা সামলা📌




।।।
#দেশ #ভারতের #চীনের #ব্রাজিলের #কানাডার
Mayukh Ranjan Ghosh
ABP Ananda
News18 Bangla
TV9 Bangla
BJP Birbhum
Political বাঙালি
Calcutta News
Republic Bangla
The Thoughtful Bengali
THE INDIA
শ্রীচরণে-Shoe

রাজনৈতিক বিরোধী নয় বরং  #দেশ বিরোধী 📌কেননা..... যখন ট্রাম্প  #চীনের উপর ১৪০% শুল্ক বসিয়েছিলেন, তখন চীনের সমস্ত নাগরিক ঐ...
03/08/2025

রাজনৈতিক বিরোধী নয় বরং #দেশ বিরোধী 📌কেননা.....
যখন ট্রাম্প #চীনের উপর ১৪০% শুল্ক বসিয়েছিলেন, তখন চীনের সমস্ত নাগরিক ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছিল।

যখন #কানাডার উপর ৩৫% শুল্ক বসেছিল, তখন কানাডাবাসীও সরকারের সাপোর্টে ছিল এবং ট্রাম্পের সিদ্ধান্তের কড়া প্রতিবাদ করেছিল।

এমনকি যখন #ব্রাজিলের উপর ৫০% শুল্ক চাপানো হয়, তখনও পুরো ব্রাজিল এক হয়ে আমেরিকার নিন্দা করেছিল।

কিন্তু যখন ট্রাম্প #ভারতের উপর ২৫% শুল্ক বসালেন, তখন আমাদের দেশের বিরোধী দল ও তথাকথিত সে*কুলাররা সরকারকে দোষারোপ করে আনন্দ প্রকাশ করলো।

আমরা উন্নতির স্বপ্ন দেখি চীনের মতো, অথচ দেশের উন্নতির আগে নাগরিকদের মানসিকতার উন্নতি দরকার। তবে দেশের উন্নতি হবে 🤔
Reported by Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা

❝ভালো কনটেন্ট বানালে ভুয়ো কালেকশনের দরকার হয় না...❞ "মহা অবতার নরসিংহ"—এই সিনেমাই প্রমাণ করে দিল, ভালো কনটেন্টের কোনো ভা...
03/08/2025

❝ভালো কনটেন্ট বানালে ভুয়ো কালেকশনের দরকার হয় না...❞ "মহা অবতার নরসিংহ"—এই সিনেমাই প্রমাণ করে দিল, ভালো কনটেন্টের কোনো ভাষা বা মাধ্যম লাগে না। অ্যানিমেশন হলেও, ভক্তিরস এবং ঐতিহ্যের এমন মিশ্রণ দর্শকদের মন ছুঁয়ে গেছে।
গত দশকে ভারতের একমাত্র হিট অ্যানিমেটেড সিনেমা! অ্যানিমেটেড হলেও "মহা অবতার নরসিংহ" দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে যেন এক জীবন্ত অভিজ্ঞতা!

এই সাফল্য প্রমাণ করে—ভারতের দর্শক এখনও ভক্তিমূলক, ঐতিহাসিক ও সংস্কৃতিনির্ভর গল্পে বিশ্বাস রাখেন।

এই সিনেমার সফলতা শুধু বক্স অফিস নয়, এটা ভারতের অ্যানিমেশন ইতিহাসে এক নবযুগের সূচনা।

বক্স অফিসে সিনেমাটি যেন এক অবিশ্বাস্য ইতিহাস গড়ছে—
এমনকি সোমবারের আয় শনিবারের থেকেও বেশি! শুধুমাত্র হিন্দি ভার্সনেই আয় ১৪.৭৫ কোটি
সব ভাষা মিলিয়ে এখন পর্যন্ত ২২ কোটি আয় করেছে এই ছবিটি! দর্শক চুপচাপ থাকে না,
যখন সিনেমা হয় সত্যিই মানসম্মত 🙌✨
Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা
Book My Show রেটিং – ⭐9.8
🎥 IMDb রেটিং – ⭐9.8
📈 দ্বিতীয় দিনেই কালেকশন দ্বিগুণ!
🏟️ আর সর্বত্র শো-সংখ্যাও দ্বিগুণ!












#ভক্তিরস

#সিনেমা
Chalisa (Female Version) out now on Grassrootjyoti! 🙏✨
Experience the divine power of devotion in a soulful female voice.
Let the sacred chants of Bajrangbali fill your heart with strength and serenity.

🎧 Watch now & feel the spiritual energy!


#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। ) যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ It's Arman fans
Congratulations 🌺😌❤


Dua Lipa - ACTRESS
The Hidden Secrets Behind Dua Lipa’s Stellar Success---------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
In the dazzling world of pop music, few stars shine as brightly as Dua Lipa. With a career that has seen meteoric rise, chart-topping hits, and a legion of adoring fans, the 28-year-old British-Albanian singer-songwriter has become a global sensation. Yet behind the glitz and glamour lies a web of secrets that contribute to her phenomenal success. From hidden inspirations to strategic career moves, here’s an inside look at the untold facets of Dua Lipa’s journey to superstardom.
A Star is Born: The Early Struggles
Dua Lipa’s path to fame wasn’t paved with gold. Born in London toAlban

Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা  is from West Bengal & know the ground reality and after some years it will become W...
01/08/2025

Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা is from West Bengal & know the ground reality and after some years it will become West Bangladesh as the slogan of Jai Bangla is already adapted through TMC party in Bengal Politics

Address

Bolpur

Alerts

Be the first to know and let us send you an email when Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashtriya Barta - রাষ্ট্রীয় বার্তা:

Share