15/10/2025
যেকোন সম্পর্ক কে আদালত অবধি নিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনার সন্দেহগুলোকে সঠিকভাবে যাচাই করা আপনার কর্তব্য । হয়তো আপনি সঠিক, আবার এমনও হতে পারে আপনি ভুল। ধরুন, শুধুমাত্র অনুমান এর ওপর নির্ভর করে আপনি নিজে প্রমান সংগ্রহে নেমে পরলেন। আপনি সেইসব বিষয়ই নজরে আনবেন যা আপনার সন্দেহকে আরো বাড়িয়ে তুলবে। কিন্তু নিজের অজান্তেই অনেক কিছুই আপনার নাগালের বাইরে চলে যাবে যা হয়তো আপনাকে সঠিক সিদ্ধান্তে আনতে পারতো। লক্ষ্য করে দেখবেন, কোনো আই সার্জেন নিজে কখনো নিজের সন্তানের চোখ অপারেশন করেন না। অথবা কোনো আইনজীবী নিজের বাড়ির কাছের কোনো মানুষের আইনি লড়াই নিজে লড়েন না। কারন নিজের ক্ষেত্রে নিজের প্রফেশন কে কাজে লাগানোর সময় আপনি কখনোই নিজের মন কে নিজের আয়ত্তে রাখতে পারবেন না। তারফলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ভুলের জন্যে হয়তো আপনাকে সারাজীবন আফসোস করতে হতে পারে। সন্দেহের জন্যে নিজের মানুষের ওপর নিজে প্রমান।সংগ্রহ করাও একধরনের অপারেশন, যেটাকে বলা হয় ইনভেস্টিগেটিভ অপারেশন। হয়তো আপনি চাইছেন না আপনার অতি গোপনীয় বিষয়ে তৃতীয় ব্যক্তিকে আনতে,কিন্তু শরীর খারাপে যেমন ডাক্তার,আইনি সমস্যায় যেমন আইনজীবী তেমনই এখানেও প্রফেশনালদের সাহায্য আপনাকে নিতেই হবে।কারণ সম্পর্কের বাধন ছিন্ন করা আর দুটো জীবনের ভবিষ্যৎ এর মৃত্যু একই ব্যপার। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন আমরা অর্থাৎ থার্ড আই মিডিয়া কখনোই আপনার ব্যক্তিগত জীবনে আপনার অনুমতি ছাড়া প্রবেশ করিনা অথবা আপনার গোপনীয়তা কখনোই কোনোভাবেই আঘাতপ্রাপ্ত হতে দেইনা। তাই নিশ্চিন্তে আপনার সমস্যার কথা আমাদের জানান। পারিশ্রমিক নিয়ে ভাবার দরকার নেই। আলোচনার জন্যে আমরা কোনো পারিশ্রমিক ধরিনা। আপনার বিষয় যদি আমরা গ্রহণ করি তবে পারিশ্রমিক এর বিষয়টি আপনার সাধ্যের বাইরে যাবেনা। আমাদের অনুসন্ধানে দুটো বিষয় আসতে পারে, হয়তো আপনার সন্দেহ ভুল অথবা আপনি সঠিক। তবে অনুসন্ধানে যেটাই উঠে আসুক তা হবে সঠিক প্রমানসাপেক্ষে এবং আইনি গ্রহণযোগ্য।।
(বিস্তারিত কমেন্ট বক্সে)