My Life My Dream

My Life My Dream অসম্ভব তো তাদের জন্য
যারা চেষ্টাই করে না
(4)

18/06/2025

Sky riding nico park







আজ father's day সকল বাবা দের কে শুভকামনা তার সাথে আমাদের ফৌজি বাবাদের অনেক subhechha ♥️
15/06/2025

আজ father's day সকল বাবা দের কে শুভকামনা তার সাথে আমাদের ফৌজি বাবাদের অনেক subhechha ♥️










14/06/2025

আমি নিজেকে খারাপ বলিনা,
কারণ ওটা বলার জন্য কিছু কর্মচারী রেখেছি
বেতন না নিয়েও ভালোই কাজ করে🤭🤭🤭

কারো কাছে এটা ছিল তাদের প্রথম যাত্রা, কারো কাছে এটা ছিল একটা যাত্রা, কারো কাছে এটা ছিল একটা অভ্যাস, কারো কাছে এটা ছিল আন...
13/06/2025

কারো কাছে এটা ছিল তাদের প্রথম যাত্রা, কারো কাছে এটা ছিল একটা যাত্রা, কারো কাছে এটা ছিল একটা অভ্যাস, কারো কাছে এটা ছিল আনন্দের মুহূর্ত, কেউ তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে যাচ্ছিল, কেউ তাদের প্রিয়জনদের সাথে দেখা করে চলে যাচ্ছিল...



জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৫Strawberry Moonবাড়ির ছাদ থেকে তোলা 🌝   #স্ট্রবেরিমুন2025
11/06/2025

জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৫
Strawberry Moon
বাড়ির ছাদ থেকে তোলা 🌝


#স্ট্রবেরিমুন2025



strawberry moonঐতিহাসিকভাবে, ঋতু নির্ধারণের জন্য পূর্ণিমার নাম ব্যবহার করা হত। জুন মাসের পূর্ণিমা, প্রায়শই বসন্তের শেষ ...
11/06/2025

strawberry moon
ঐতিহাসিকভাবে, ঋতু নির্ধারণের জন্য পূর্ণিমার নাম ব্যবহার করা হত। জুন মাসের পূর্ণিমা, প্রায়শই বসন্তের শেষ বা গ্রীষ্মের প্রথম, ঐতিহ্যগতভাবে স্ট্রবেরি চাঁদ নামে পরিচিত।
১১ জুন, বুধবার বিশ্ব জুড়ে জুন মাসের পূর্ণিমা, যা স্ট্রবেরি মুন নামে পরিচিত, দেখতে পাবে। এই পূর্ণিমা উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমা হিসেবে চিহ্নিত হবে। বিবিসির তথ্য অনুযায়ী, এই বছরের ঘটনাটিকে আরও বিশেষ করে তুলেছে যে এটি প্রায় ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পূর্ণিমা হবে। ' প্রধান চন্দ্র স্থবিরতা' নামে পরিচিত একটি ঘটনার কারণে, ২০৪৩ সালের আগে এই সুযোগ আর আসবে না। এই বিরল ঘটনাটি চাঁদকে একটি উষ্ণ, সোনালী আভা দেবে, যা উত্তর গোলার্ধ জুড়ে আকাশ পর্যবেক্ষকদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি ঘটনা করে তুলবে।
স্ট্রবেরি মুন কী?
স্ট্রবেরি মুন দেখতে স্ট্রবেরির মতো নয়, গোলাপি রঙেরও নয়। "স্ট্রবেরি মুন" নামটির শিকড় বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে জড়িত, যার মধ্যে রয়েছে আদি আমেরিকান, ঔপনিবেশিক আমেরিকান এবং ইউরোপীয় বংশোদ্ভূত ঐতিহ্য, যেমন দ্য ওল্ড ফার্মার্স অ্যালম্যানাক দ্বারা নথিভুক্ত।
এই বছরের স্ট্রবেরি চাঁদ কেন বিরল?
জুন মাসের পূর্ণিমা সাধারণত উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে কম সময় ধরে থাকে। এই বছরের শুরুতে ঘটে যাওয়া 'বৃহৎ চন্দ্র স্থবিরতার' ফলে এই মাসে এটি অতিরঞ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে - যার প্রভাব এখনও দেখা যাচ্ছে।

#স্ট্রবেরিমুন
#স্ট্রবেরিমুন2025





শুভ স্নান যাত্রা 2025🙏🏻রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্নানযাত্রা। এদিন থেকেই শুরু হয় রথযাত্রার কাউন্টডাউন।১০৮ ঘড়া...
11/06/2025

শুভ স্নান যাত্রা 2025🙏🏻
রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্নানযাত্রা। এদিন থেকেই শুরু হয় রথযাত্রার কাউন্টডাউন।
১০৮ ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। আর তার পরেই প্রবল জ্বরে কাবু হন প্রভু জগন্নাথ।
পুরীতে স্নানযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়। জগন্নাথদেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুস করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন। বিশ্বাস অনুসারে জগন্নাথদেবের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে।স্নানযাত্রা উপলক্ষে এই সময়টায় অসংখ্য ভক্ত পুরী যান। যান জগন্নাথমন্দিরে জগন্নাথদর্শনে। বলা হয়, পুরীর মন্দিরে জগন্নাথদেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরই রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমবার এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বিশাল এক শোভাযাত্রার মাধ্যমে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নানবেদীতে আনা হয়। তাঁদের সঙ্গে থাকে সুদর্শন চক্র।বিশ্বাস, ঘড়া ঘড়া জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথদেব। চলে তাঁর চিকিৎসাও। আরোগ্য লাভ হলে, তবে দরজা খোলে তাঁর। তখন রথযাত্রা।
এ বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়েছে ১০ এবং ১১ জুন৷ পঞ্জিকা বলছে, পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার ১০ জুন সকাল ১১.৩৫ মিনিট নাগাদ। পূর্ণিমা তিথি থাকবে পরদিন বুধবার ১১ জুন দুপুর ১.১৩ পর্যন্ত। তবে, সূর্যোদয়ের তিথি অনুযায়ী বুধবারই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি, তথা স্নানযাত্রা।
#স্নানযাত্রা
#স্নানযাত্রা2025






বৃহস্পতিবার, ৫ জুন পবিত্র গঙ্গা দশেরা বা গঙ্গা দশহরা উৎসব। এই দিনটি দেবী গঙ্গার পৃথিবীতে অবতরণের দিন হিসেবে অত্যন্ত জাঁক...
05/06/2025

বৃহস্পতিবার, ৫ জুন পবিত্র গঙ্গা দশেরা বা গঙ্গা দশহরা উৎসব। এই দিনটি দেবী গঙ্গার পৃথিবীতে অবতরণের দিন হিসেবে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। এই দিনে গঙ্গা স্নান এবং দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে।
#দশহরা
#গঙ্গাদশহরা





সকাল সকাল আমার বাড়িতে অতিথি চলে  এসেছে শুভ সকাল 🙏🏻 #শুভসকাল
01/06/2025

সকাল সকাল আমার বাড়িতে অতিথি চলে এসেছে
শুভ সকাল 🙏🏻
#শুভসকাল





24/10/2024

শুভ সকাল




Address

Shyamnagar
743127

Alerts

Be the first to know and let us send you an email when My Life My Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Life My Dream:

Share