01/07/2025
উধারবন্দের এক হোটেলে অভিযান চালিয়ে সন্দেহজনক নিষিদ্ধ মাংস সহ এক যুবকে আটক করল উধারবন্দ পুলিশ । মঙ্গলবার দুপুরে তিনার সময় গোপন খবরের ভিক্তিক উধারবন্দের সাড়ে চার মাইলে জনতা হোটলে পুলিশ অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের নিষিদ্ধ মাংস সহ এক যুবকে আটক কররতে সক্ষম হয় পুলিশ । পরে উধারবন্দের সার্কেল অফিসারের উপস্থিতে জনতা হোটেলটি সিল করে দেয় পুলিশ প্রশাসন ।