
22/07/2025
বিজেপি দলে যোগদান করলেন বাসকান্দি ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের নির্দল চার এপি সদস্য । উত্তর কৃষ্ণপুর জিপির এপি সদস্য অঞ্জুমনআরা নাজ লস্কর, সাতকরাকান্দি জিপির এপি সদস্য সাবিনা হাবিব বড়ভূঁইয়া, নিয়াইরগ্রাম বাগপুর জিপির এপি সদস্য সুলতানা বেগম মজুমদার ও আরেক এপি সদস্য বিজেপিতে যোগদান করেন। বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা এপি সদস্য ও তাদের প্রতিনিধিদের দলীয় উত্তরীয় পরিয়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।