
02/09/2025
শিলচর, ২ সেপ্টেম্বর : শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের বহির্বিভাগ (ওপি ডি) থেকে আজ এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তির নাম মীর হুসেন আহমেদ বড়ভুইয়া (২৩)। তিনি কাটিগড়ার গনির গ্রাম পার্ট–২-এর বাসিন্দা এবং স্থানীয় ইয়াহিয়া বড়ভুইয়ার পুত্র।
সূত্রে জানা গেছে, গত ২-৩ দিন ধরে তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে উক্ত বিভাগে রোগী দেখছিলেন। মঙ্গলবার পুনরায় রোগী দেখার সময় কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে আটক করে।
পুলিশ তদন্তে প্রকাশ পায়, অভিযুক্ত যুবক আসলে গনির গ্রাম হাই স্কুল থেকে মাত্র এইচ এস এল সি পরীক্ষা পাশ করেছেন। চিকিৎসাশাস্ত্রের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তাঁর নেই। তিনি অনলাইনে একটি স্টেথোস্কোপ কিনে তা ব্যবহার করেই চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পুলিশের সতর্ক ভূমিকার প্রশংসা করেছেন। শিলচরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP)–এর নেতৃত্বে পুরো টিমের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বিপদ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।