Prakriti News Concern

Prakriti News Concern Prakriti News Concern6-- An Oldest news agency of N.E.India, established on 1970 in Shillong His close associate was at that time was shri Kamal Mukharjee.

Shri Haran Dey the youngest journalist of that time setup this first news agency of north east at age of 19 years. The HQ of the regional news agency was shifted to Gauhati after creation of Meghalaya and in 2012 again its HQ was shifted to Silchar. It caters the need of some Assamese bengali and english news paper of NE India by sending news.

Asomiya khabar Assamese Daily 21/07/25
21/07/2025

Asomiya khabar Assamese Daily 21/07/25

Asomiya khabar Assamese Daily 20/07/25
20/07/2025

Asomiya khabar Assamese Daily 20/07/25

26/03/2025
Doornitir Darpan Assamese Daily Guwahati/Dhubri 23 03 25
23/03/2025

Doornitir Darpan Assamese Daily Guwahati/Dhubri 23 03 25

Tripura Bhavisyat 17 03 25
17/03/2025

Tripura Bhavisyat 17 03 25

অসম বার্তা গুৱাহাটী / যোৰহাট 17/03/25
17/03/2025

অসম বার্তা গুৱাহাটী / যোৰহাট 17/03/25

আসাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা বীর শম্ভুধন ফাংলোর মূর্তির আবরণ উন্মোচন  শিলচর, ১৬মার্চ (পিএন সি ) শুক্রবার শিলচরের দর...
16/03/2025

আসাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা বীর শম্ভুধন ফাংলোর মূর্তির আবরণ উন্মোচন

শিলচর, ১৬মার্চ (পিএন সি ) শুক্রবার শিলচরের দর্গাকোনায় আসাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা বীর শম্ভুধন ফাংলোর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়েছে।

মূর্তিটির আনুষ্ঠানিকভাবে আবরন উন্মোচন করেন আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। অনুষ্ঠানে বিশ্ব বিদ্যালয় টির উপাচার্য রাজীব মোহন পন্থ সহ রাজ্যের ক্রীড়ামন্ত্রী নন্দিতা গারলোচা এবং খনি ও বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর শম্ভুধন ১৮৫০ সালে তৎকালীন ডিমাসা রাজ্যের মাইবাং-এর কাছে লাংখার গ্রামে জন্মগ্রহণ করেন। ডিমসা সম্প্রদায়ের এই সাহসী বীর উনিশ শতকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। তিনি ১৮৮২ সালের জানুয়ারিতে সিএস চাপিতের নেতৃত্বে আসা, ব্রিটিশ বাহিনীক যুদ্ধে পরাজিত করতে সক্ষম হন। এতে মেজর বয়েড (কাছাড় জেলার ডিসি) গুরুতর আহত হন এবং মারা যান। কুম্ভীর গ্রামের কাছে এগরালুঙ গ্রামে বীর শম্ভুধনের গোপন আস্তানার কথা জানতে পারলে তিনি ব্রিটিশের দ্বারা আক্রান্ত হন এবং ১৮৮৩ সালের১২ ফেব্রুয়ারি মাত্র ৩৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Bartalipi 08 03 25
08/03/2025

Bartalipi 08 03 25

07/03/2025

শিলচর পিএনসি ৭ মার্চ - শিলচরের কাছে দুধ পাতিলে একটি রেল স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।
পরিষদের সভাপতি তথা ডিআরইউসিসির সদস্য হারাণ দে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জিএমের কাছে প্রেরিত এক চিঠিতে দুধ পাতিলে অবিলম্বে একটি রেল ষ্টেশন স্থাপনের দাবি জানিয়ে বলেছেন যে, যেহেতু জায়গার অভাবে শিলচর থেকে নতুন কোন ট্রেন চালু করা সম্ভব নয় -তাই দুধ পাতিলে ষ্টেশন স্থাপন করে নতুন ট্রেন চালু করা হোক।
এই চিঠিতে বলা হয় যে দুধ পাতিল শিলচর থেকে দু কিঃমিঃ দূরে এবং সেখান থেকে দূর পাল্লার ট্রেন চলাচল শুরু করলে শিলচরের মানুষ অনায়াসে সেখানে গিয়ে ট্রেন ধরতে পারবেন। পত্রে হারাণ বাবু আশা প্রকাশ করে বলেন যে এক্ষেত্রে শিলচরের বর্তমান ষ্টেশন টি থেকে লোকাল ট্রেন অনায়াসে চলাচল করতে পারবে।
উল্লেখ্য যে সম্প্রতি দূর পাল্লার ট্রেন চালু করার দাবি জানিয়ে বিভিন্ন মহলের দ্বারা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ওপর চাপ সৃষ্টি করলে তারা জানিয়েছে যে শিলচর ষ্টেশনে জায়গার অপ্রতুলতার জন্য এখান থেকে কোন নতুন ট্রেন চালানো সম্ভব নয়।

01/03/2025

শিলচর ১ মার্চ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ বৈরবী ও গুয়াহাটির মধ্যে সপ্তাহে তিনদিন করে একটি ট্রেন চালানোর উদ্দেশ্যে রেল বোর্ডের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠিয়েছে।
শুক্রবার মালিগায়ে অনুষ্ঠিত জেড আর ইউ সিসির এক সভায় এর সদস্য তথা অল ইন্ডিয়া রেলওয়ে পেসেঞ্জারস ইউজারস ফেসিলিটিস ফেডারেশন সভাপতি পন্ডিত সঞ্জীব নারায়ন দাশের এক প্রশ্নের উত্তরে একথা জানানো হয়।
লংকা - শিলচর বিকল্প রেলপথ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলা হয় যে লংকা থেকে জাটিঙগা হয়ে শিলচরের পার্শ্ববর্তী ময়নার বন্দ পর্য্যন্ত বিকল্প রেলপথ নির্মাণের জন্য জরীপের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং আগামী জুন মাসের মধ্যে এর ডিপিআর প্রস্তুত করে রেল বোর্ডের কাছে দাখিল করার সম্ভাবনা রয়েছে। বিকল্প এই লাইন নির্মাণে পাহাড়ী এলাকা বাদ দেওয়ার দাবি উত্থাপন করা হলে রেল কর্তৃপক্ষ জানায় যে বড়াইল বন্য প্রাণী অভয়ারণ্যের জন্য পাহাড়ী এলাকা সম্পূর্ণরূপে বাদ দেওয়া সম্ভব নয়।
শ্রী কোনায় পুরনো ষ্টেশন চালু করা এবং শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু করার বিষয়টি সভায় উত্থাপন করা হলে বিষয় দুটি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়।
দূর পাল্লার ট্রেন কাঞ্চন জগঙা এক্সপ্রেসের বিভিন্ন অসুবিধার কথা উত্থাপন করা হলে এটি ইস্টার্ন রেলওয়ে কে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়। ধর্মনগর ও শিলচরের মধ্যে দৈনিক এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি বিবেচনা করা হবে বলেও জানানো হয়।
এছাড়া মান্দারদিছা ও পাথরখোলা র মধ্যে বাইপাস রেল পথ নির্মাণ করা সত্ত্বেও বরাক ও ত্রিপুরার ট্রেন গুলো লামডিঙ ছুঁয়ে যায় বলে যাত্রী দের সময় অপচয় হয় এমন অভিযোগ বৈঠকে উত্থাপন করা হয়। তখন রেল কর্তৃপক্ষ জানায় যে কাজের সুবিধার জন্য লামডিঙ হয়ে ট্রেন চালাতে হয়। বর্তমানে বরাক উপত্যকা/ ত্রিপুরা গামী যে ১৮ জোড়া ট্রেন চলে এর মধ্যে ৭ জোড়া মান্দারদিছা পাথরখোলা বাইপাস হয়ে চলে এবং বাকি ১১ জোড়া লামডিঙ ছুঁয়ে যায় বলে বৈঠকে জানানো হয়।
অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জারস ইউজারস ফেসিলিটিস ফেডারেশনের মুখ্য উপদেষ্টা হারাণ দে এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছেন।

Nababarta Prasanga 24 02 25
24/02/2025

Nababarta Prasanga 24 02 25

Address

Silc

Telephone

+913842240308

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prakriti News Concern posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prakriti News Concern:

Share