Funny silchari

Funny silchari আমার আদরের ভাই অখল আর সুনার বইনাইন অখল তুমি তাইন আমার ফলোয়ার না সব অইলায় ফানি শিলচারি পরিবার ❤️🇮🇳
(14)

14/12/2025

বাউনা মজিবুর ভাই কে নিয়ে স্পেশাল লাইভ

13/12/2025

কংগ্রেসে কি সাধারণ কর্মীদের মূল্য নেই? বরাক উপত্যকার কর্মীদের ন্যায্য প্রশ্ন

আগামীকাল দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। বরাক উপত্যকা থেকে বহু নেতা ট্রেন, ফ্লাইট ও নিজস্ব গাড়িতে সেখানে উপস্থিত হচ্ছেন।
কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যাচ্ছে—যারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে-ঘাটে কংগ্রেসের জন্য কাজ করেন, সেই সাধারণ কর্মীদের কি এই সমাবেশে অংশ নেওয়ার অধিকার নেই?
এই ভিডিওর উদ্দেশ্য কারও বিরুদ্ধে অভিযোগ তোলা নয়, বরং দলীয় কাঠামোর ভেতরে সাধারণ কর্মীদের সম্মান, অংশগ্রহণ ও গুরুত্ব নিয়ে একটি গঠনমূলক আলোচনা শুরু করা।
গণতন্ত্র মানে শুধু নেতৃত্ব নয়, গণমানুষের কণ্ঠস্বরও।

আপনার মতামত কমেন্টে শেয়ার করুন—শান্তিপূর্ণ ও সম্মানজনক ভাষায়।










13/12/2025

সময়ের দাবি: অরুণাচল প্রদেশে সম্প্রীতি ও সত্যের পথে এগিয়ে মুসলিম সমাজ একত্রিত হও ?

বর্তমান সময়ে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ও তথ্য দ্রুত ভাইরাল হচ্ছে, যার ফলে মুসলমানসহ অন্যান্য সম্প্রদায়ের মধ্যে নানা প্রশ্ন ও ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে।
এই প্রেক্ষাপটে অরুণাচল প্রদেশে বসবাসকারী মুসলিম স্কলার ও মুসলিম ব্যবসায়ীদের উচিত ট্রাইবেল সমাজের সঙ্গে সরাসরি বৈঠকে বসে বাস্তব সত্য ও পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় করা।
আমরা সকলকে অনুরোধ জানাই—মিস ইনফরমেশনে কান না দিয়ে সত্য যাচাই করুন, শান্তি ও সম্প্রীতির পথে একসাথে এগিয়ে আসুন। অরুণাচল প্রদেশের জনগণ ও সকল সংগঠনের কাছে আমাদের এই দায়িত্বশীল ও মানবিক আহ্বান।










12/12/2025

সবজি কাটার নতুন টেকনিক!
এবার থেকে আঙ্গুল আর কাটবে না—দ্রুত, নিরাপদ ও স্মার্ট কিচেন ট্রিক শিখে নাও আজই!

12/12/2025

বাউনা মজিবুর ভাইয়ের স্পষ্ট জবাব: পুরনো ভিডিও ভাইরাল করে চক্রান্তের অভিযোগ”

মজিবুর ভাই অবশেষে মুখ খুললেন ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও নিয়ে।
উনি স্পষ্টভাবে জানিয়েছেন—এই ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে তাঁর মানসম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।
ভিডিওতে আরও উল্লেখ করেছেন যে তিনি বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ ও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কথাও বিবেচনা করছেন।

ঘটনার সত্যতা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সুস্থ মতামত কমেন্টে জানান।


12/12/2025

"জুম্মা মোবারক… ৯ বছরের ওয়াহিদা বেগম লস্করের চিকিৎসার জন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন… 💔🙏"
Payment number- 7002728929
"আজকের এই জুম্মার দিনে ছোট্ট ৯ বছরের মেয়ে ওয়াহিদা বেগম লস্করের চিকিৎসার জন্য আপনাদের দোয়া ও সহায়তা খুবই জরুরি।
ওর পরিবারের অবস্থা খুবই দুর্বল—একটি সহযোগিতা, একটি শেয়ার, একটি দোয়া… হয়তো এই শিশুর জীবনে আলো হয়ে দাঁড়াতে পারে।
আল্লাহ আপনাদের সব দোয়া কবুল করুন। আমিন। 🙏💔
**

12/12/2025

“বাউনা মুজিবুর মাল খেয়ে টাল নতুন আলোচনা—রাজনীতি নাকি ভুল ধারণা?”

---

সাম্প্রতিক সময়ে বাউনা মুজিবুর ভাইকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য ভাসছে।
কেউ বলছেন এটি রাজনৈতিক ষড়যন্ত্র, আবার কেউ বলছেন ভুল বোঝাবুঝি।
ইদানিং তিনি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কয়েকবার সাক্ষাৎ করেছেন এবং সহায়তাও পেয়েছেন—ঠিক এই জায়গা থেকেই নতুন বিতর্কের জন্ম।

এই ভিডিওতে আমরা নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করেছি—
• আসলেই কি কোনো ষড়যন্ত্র আছে?
• নাকি সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত আলোচনা?
• মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে কি না?

আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
সচেতন থাকুন, সত্য তথ্যকে গুরুত্ব দিন।

---

゚videoviralシallシ2025



11/12/2025

২০% হলিডে থ্যাংক ইউ বোনাস
২০২৫ সালের ডিসেম্বর মাসের আপনার কনটেন্ট মনেটাইজেশন আয়ের উপর ভিত্তি করে উপভোগ করুন ২০% বোনাস।

11/12/2025

“অরুণাচল প্রদেশে শ্রমিককে ঘিরে বিতর্ক — স্থানীয়দের সতর্কবার্তা ও প্রশাসনের পদক্ষেপ”

---

অরুণাচল প্রদেশে এক শ্রমিককে ঘিরে ভুল আচরণের অভিযোগ সামনে আসার পর এলাকায় আলোচনা দেখা দিয়েছে। স্থানীয় মানুষজন সকলকে সামাজিক দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে।
আমাদের উদ্দেশ্য হলো—
নৈতিকতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া
সমাজে শান্তি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব বোঝানো
কোনও ধর্ম, সম্প্রদায় বা গোষ্ঠীকে লক্ষ্য না করে সচেতনতা ছড়ানো

👉 সমাজকে সচেতন করি, সম্মান ও নিরাপত্তা সবার অধিকার।

11/12/2025

কিয়াম হোক নবীর শানে , কিন্তু নোদুয়া ও জমিয়তকে অপমানের তীব্র প্রতিবাদ

নবী কারীম ﷺ–এর শানে কিয়াম আমাদের ঈমানি ভালোবাসার প্রকাশ। কিন্তু দুঃখজনকভাবে এই ভিডিওটিতে নদুয়া এবং জমিয়তকে অযথা অপমান করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা শান্তিপূর্ণভাবে জানাতে চাই—ইসলামে পরস্পরকে সম্মান করা ও ভ্রাতৃত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতভেদ থাকতে পারে, কিন্তু অপমান নয়।

সত্য ও সহনশীলতার পথেই আমাদের চলা উচিত।
আসুন, গঠনমূলক আলোচনার মাধ্যমে ঐক্য বজায় রাখি।


আজ শিলচর কোর্টে আমার ফেসবুক পেজ পরিবারের দুইজন সম্মানিত সদস্যের সঙ্গে দেখা হয়ে গেল।এমন প্রবীণ দাদারা ও আমাকে ভালোবাসেন—...
11/12/2025

আজ শিলচর কোর্টে আমার ফেসবুক পেজ পরিবারের দুইজন সম্মানিত সদস্যের সঙ্গে দেখা হয়ে গেল।
এমন প্রবীণ দাদারা ও আমাকে ভালোবাসেন—এটা আমার জন্য সত্যিই বড় আশীর্বাদ ও প্রেরণা।
আপনাদের এই ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।
এভাবেই পাশে থাকবেনএই আশায়। ❤️🙏

11/12/2025

গোসাইপুর পার্ট–১ নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে! ইচ্ছুক টিমগুলো এখনই নাম নথিভুক্ত করুন। স্পোর্টসম্যানশিপ, এনার্জি আর ক্রিকেটের মজা—সবকিছু একসাথে!


Address

Silchar
Silchar
788005

Alerts

Be the first to know and let us send you an email when Funny silchari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Funny silchari:

Share