05/08/2025
ধলিডহর গ্ৰাণ্টে ঘন বৃষ্টির কারণে পাহাড় দছে দুইটি গাড়ি ভেঙ্গে যায় কোন প্রাণ হানী ঘটেনি যদি ও কয় ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে। উত্তর কাঞ্চনপুর জিপির ১নং গ্রুপের মেম্বার বদরুল ইসলাম মজুমদার খবর পেয়ে তড়িঘড়ি করে পৌঁছেন বিদ্যুৎ বিভাগের অফিসার কে খবর দেন সার্কেল অফিসে খবর দেন এবং পাঁচ গ্ৰাম থানায় খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই ফিল্ডে এসে পরিদর্শন করেন, এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে আশ্বাস দেন এবং স্থায়ী ভাবে সমাধানের আশ্বাস দেন বিভাগীয় কর্তৃপক্ষ।