Junaid Mahfil TV

Junaid Mahfil TV আচ্ছালামুয়ালাইকুম...হকের সাথেই আমাদের পথচলা। Page টি ফলো করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন।
Paid Promotion - 8099196498 ( WhatsApp only )
(3)

**🌙✨ "আমলের আলোতে আলোকিত মহল্লা" ✨🌙****— সোনাই উত্তর মুহোনপুর মসজিদের এক অনুপ্রেরণামূলক উদ্যোগ —**আজ সোনাই উত্তর মোহনপুর...
16/07/2025

**🌙✨ "আমলের আলোতে আলোকিত মহল্লা" ✨🌙**
**— সোনাই উত্তর মুহোনপুর মসজিদের এক অনুপ্রেরণামূলক উদ্যোগ —**

আজ সোনাই উত্তর মোহনপুরের এক মসজিদে একটি চমৎকার পোষ্টার চোখে পড়ল। দেখে মনটা যেন প্রশান্তিতে ভরে গেল।
এমন উদ্যোগ সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। যদি প্রতিটি মহল্লায় এমনভাবে আমল ও দ্বীনি দাওয়াতের চর্চা করা হতো, তাহলে আমাদের সমাজ অনেক সুন্দর ও আলোকিত হয়ে উঠত। 🙂

**আল্লাহ আমাদের সবাইকে এইরকম ভালো কাজে অংশগ্রহণের তাওফিক দান করুন। 🤲**

কাটিগড়ার সেন্ট্রাল হসপিটালে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হলো রমজানা বেগম বড়ভুইয়া(২১) নামের এক মহিলার। আর এই নবজাতক শিশু ...
12/07/2025

কাটিগড়ার সেন্ট্রাল হসপিটালে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হলো রমজানা বেগম বড়ভুইয়া(২১) নামের এক মহিলার। আর এই নবজাতক শিশু রমজানার পুত্র সন্তান। সে তার মায়ের মুখটা আর দেখবে না কোনোদিন। চিরদিনের জন্য মায়ের কোল থেকে বঞ্চিত হলো সে। দোয়া/প্রার্থনা জানাই,এই শিশুটি যেন সুস্থ থাকে।

"আজ চুপ কেন তোমরা?”মুসলিম হয়েও যারা আজ বিজেপি-এজিপির রাজনীতির ঢোল পিটিয়ে বেড়াচ্ছেন, আজকের এই উচ্ছেদের সময় তোমরা চুপ ...
10/07/2025

"আজ চুপ কেন তোমরা?”

মুসলিম হয়েও যারা আজ বিজেপি-এজিপির রাজনীতির ঢোল পিটিয়ে বেড়াচ্ছেন, আজকের এই উচ্ছেদের সময় তোমরা চুপ কেন? তোমরাই কি বর্তমান জামানার মীরজাফর?

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজ্যের নিরীহ মুসলিম জনগণের বাড়িঘর, এমনকি মসজিদ ও মাদ্রাসাও গুঁড়িয়ে দিচ্ছেন — তাঁদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে। বছরের পর বছর যাঁরা এখানে জন্মেছেন, বড় হয়েছেন, ভোট দিয়েছেন, কর দিয়েছেন — আজ তাঁরাই অবৈধ?

প্রশ্ন হচ্ছে —
🔹 যদি তাঁরা সত্যিই বাংলাদেশি হন, তবে কেন তাঁদের বাংলাদেশে পাঠানো হচ্ছে না?
🔹 আর যদি তাঁরা ভারতীয় হন, তবে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাঁদের উপর এই বর্বর আচরণ কেন?

এই উচ্ছেদ কোনো নিয়ম মেনে নয় — বরং উদ্দেশ্যপ্রণোদিত।
কোনো পুনর্বাসন নেই, কোনো নোটিস নেই, সরাসরি বুলডোজার চালিয়ে ঘর, মসজিদ, মাদ্রাসা ধ্বংস করে দেওয়া হচ্ছে।

এই ভয়াবহ পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক ও সাংসদদের উচিত ছিল — একজোট হয়ে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রীর সঙ্গে আলোচনা করা। এবং তাতেও সমাধান না হলে সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করে এই নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।

ভোটের সময় যাদের দরজায় দরজায় গিয়ে ভোট চান, আজ তাঁদের কান্নার সময় চুপ থেকে বাঁচবেন না।
মসজিদ-মাদ্রাসা ধ্বংসের সময়ও যারা নীরব, তারা ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত হবেন।

জাতির পক্ষে কথা বলুন — না হলে জাতিও একদিন আপনাদের কথা বলবে না।

জারয সন্তান 📣 “মোল্লা” বলে গাল দিচ্ছেন, যেন উলামা হওয়া অপরাধ! বরাক উপত্যকা ও আসামের উলামায়ে কেরাম, আজ আমাদের জেগে উঠতে হ...
10/07/2025

জারয সন্তান
📣 “মোল্লা” বলে গাল দিচ্ছেন, যেন উলামা হওয়া অপরাধ! বরাক উপত্যকা ও আসামের উলামায়ে কেরাম, আজ আমাদের জেগে উঠতে হবে!”

মাওলানা, হাফেজ, মুফতি, ক্বারী — যারা দীনের জন্য জীবন উৎসর্গ করেন, সমাজে নৈতিকতা ও ঈমানের বাতি জ্বালিয়ে রাখেন, তাঁদেরকেই আজ “ফগা মুল্লা”, “বিবেকহীন”, “গরিবের পোলা” বলে অপমান করছেন শিক্ষিত পরিচয়ে মুখোশধারীরা!

সম্প্রতি Adv Kabir Ahmed Choudhury নামের এক ব্যক্তি ফেসবুকে প্রকাশ্যেই উলামাদের নিয়ে চরম অবমাননাকর ও ঘৃণাসূচক মন্তব্য করেছেন। তিনি বলেন:

“মুল্লারা ফু*ঙ্গা, বিবেক বুদ্ধি কম, ভালো ঘরের ছেলেরা স্কুলে পড়ে — গরিব ঘরের সন্তানেরাই মুল্লা হয়!”

🔴 প্রশ্ন হল — আজ যদি আমাদের সমাজে হিফজ, তাফসির, ফিকহ, আক্বিদাহ শেখানো মাদরাসাগুলো বন্ধ হয়ে যায়, তাহলে সমাজের দ্বীনি ভিত্তিটা কে ধরে রাখবে?

🔴 আপনি কি জানেন না, যারা “মুল্লা” বলে গাল দেন, তাঁরাই একদিন কোনো বিপদে পড়ে ফতোয়া চান, জানাযায় ইমাম চান, নামাজে তাকবীর শোনেন, রমজানে সাহরির সময় ঘুম থেকে জাগেন?

❌ আজকে শুধু কবির চৌধুরী নন, অনেকেই এই ঘৃণা ছড়ানোর কাজ করছেন। কারণ আমরা নীরব।
🟢 কিন্তু এবার আর না!

---

📢 আমাদের বিনীত আহ্বান:
বরাক উপত্যকা, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং পুরো আসাম এর উলামায়ে কেরাম, ছাত্রসমাজ, দ্বীনদার মুসলমানদের প্রতি —
এই গালিগালাজ, অপমান, ইসলামবিদ্বেষের বিরুদ্ধে একত্র হয়ে আওয়াজ তুলুন।

📌 আর হ্যাঁ, যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কথা বলেন, তাঁদের বলি —
“উলামা যদি নাহ থাকতেন, তবে তোমার বিবেক থাকতো অন্ধকারে!”

---

🕋 কলিমা রক্ষা করতে হলে উলামার সম্মান রক্ষা করো।
আজ যারা উলামাদের গালি দিচ্ছে, কাল তারা দ্বীনকেও অস্বীকার করবে — ইতিহাস তাই বলে।

---
#উলামার_অপমান_চলবে_না
্রতিবাদ_করো

#মাদরাসা_আমার_গর্ব


📌 এই পোস্ট কপি করে শেয়ার করুন — চলুন, উম্মাহর মর্যাদা রক্ষায় এক কণ্ঠে আওয়াজ তুলি!

Address

Silchar

Telephone

+918099196498

Website

Alerts

Be the first to know and let us send you an email when Junaid Mahfil TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Junaid Mahfil TV:

Share