10/07/2025
জারয সন্তান
📣 “মোল্লা” বলে গাল দিচ্ছেন, যেন উলামা হওয়া অপরাধ! বরাক উপত্যকা ও আসামের উলামায়ে কেরাম, আজ আমাদের জেগে উঠতে হবে!”
মাওলানা, হাফেজ, মুফতি, ক্বারী — যারা দীনের জন্য জীবন উৎসর্গ করেন, সমাজে নৈতিকতা ও ঈমানের বাতি জ্বালিয়ে রাখেন, তাঁদেরকেই আজ “ফগা মুল্লা”, “বিবেকহীন”, “গরিবের পোলা” বলে অপমান করছেন শিক্ষিত পরিচয়ে মুখোশধারীরা!
সম্প্রতি Adv Kabir Ahmed Choudhury নামের এক ব্যক্তি ফেসবুকে প্রকাশ্যেই উলামাদের নিয়ে চরম অবমাননাকর ও ঘৃণাসূচক মন্তব্য করেছেন। তিনি বলেন:
“মুল্লারা ফু*ঙ্গা, বিবেক বুদ্ধি কম, ভালো ঘরের ছেলেরা স্কুলে পড়ে — গরিব ঘরের সন্তানেরাই মুল্লা হয়!”
🔴 প্রশ্ন হল — আজ যদি আমাদের সমাজে হিফজ, তাফসির, ফিকহ, আক্বিদাহ শেখানো মাদরাসাগুলো বন্ধ হয়ে যায়, তাহলে সমাজের দ্বীনি ভিত্তিটা কে ধরে রাখবে?
🔴 আপনি কি জানেন না, যারা “মুল্লা” বলে গাল দেন, তাঁরাই একদিন কোনো বিপদে পড়ে ফতোয়া চান, জানাযায় ইমাম চান, নামাজে তাকবীর শোনেন, রমজানে সাহরির সময় ঘুম থেকে জাগেন?
❌ আজকে শুধু কবির চৌধুরী নন, অনেকেই এই ঘৃণা ছড়ানোর কাজ করছেন। কারণ আমরা নীরব।
🟢 কিন্তু এবার আর না!
---
📢 আমাদের বিনীত আহ্বান:
বরাক উপত্যকা, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং পুরো আসাম এর উলামায়ে কেরাম, ছাত্রসমাজ, দ্বীনদার মুসলমানদের প্রতি —
এই গালিগালাজ, অপমান, ইসলামবিদ্বেষের বিরুদ্ধে একত্র হয়ে আওয়াজ তুলুন।
📌 আর হ্যাঁ, যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কথা বলেন, তাঁদের বলি —
“উলামা যদি নাহ থাকতেন, তবে তোমার বিবেক থাকতো অন্ধকারে!”
---
🕋 কলিমা রক্ষা করতে হলে উলামার সম্মান রক্ষা করো।
আজ যারা উলামাদের গালি দিচ্ছে, কাল তারা দ্বীনকেও অস্বীকার করবে — ইতিহাস তাই বলে।
---
#উলামার_অপমান_চলবে_না
্রতিবাদ_করো
#মাদরাসা_আমার_গর্ব
📌 এই পোস্ট কপি করে শেয়ার করুন — চলুন, উম্মাহর মর্যাদা রক্ষায় এক কণ্ঠে আওয়াজ তুলি!