Green Silchar

Green Silchar Saigul Alom Laskar

04/08/2023
04/08/2023

New Song Hazrat PEER Charkisha baba

30/07/2023

ধনেহরি উন্নয়ন ক্লাবের ব্যবস্হায় মরমের দিন পালন করা হচ্ছে 🤲🤲🤲🤲🌠🌠🌠

06/06/2023

যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগকে খন্ডন করলেন স্বামীর বাড়ির লোকেরা। সোমবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে গৃহবধূর পরিবারকে পাল্টা দিলেন ধনেহরি দ্বিতীয় খণ্ডের মুর্তাখাল গ্রামের স্বামীর বাড়ির লোকেরা। গৃহবধূর শশুর শরীফ উদ্দিন লস্কর, স্থানীয় বিশিষ্ঠ নাগরিক রেহিম উদ্দিন লস্কর, সাইদুল আলম লস্কর, রুস্তনা বেগম লস্কর, সমরুন নেছা লস্কর সহ অন্যরা জানান, গত শুক্রবার মেডিক্যাল সংলগ্ন দাসপাড়ার গৃহবধূর বাপের বাড়ির লোকেরা গুন্ডাবাহিনী নিয়ে এসে বাড়িতে হানা দিয়ে সরঞ্জাম সহ গৃহবধূ গুলশনা বেগম লস্করকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ অবস্থায় ছিল স্বামী সাদ্দাম হোসেন লস্কর। ছেলের বউকে এভাবে না নেওয়ার জন্য স্বামীর বাড়ির লোকেরা বললে গৃহবধূর বাপের বাড়ি লোকেরা জোরজবরদস্তি করেন। এ অবস্থায় তাঁরা বাঁধা দিলে গৃহবধূর বাপের বাড়ির লোকেরা আক্রমণ করেন। এতে স্বামীর বাড়ির এক মহিলার কানের ফুলে টান দিয়ে কানের লতি ছিড়ে সোনার ফুল হাতিয়ে নেওয়া হয়। পরে রক্তাক্ত ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করলে গৃহবধূকে নিয়ে বাপের বাড়ির লোকেরা চলে যান। স্বামীর বাড়ির লোকেরা জানান, মূল ঘটনাকে অন্য মোড় দিতে গিয়ে ভুয়ো ও মিথ্যে এসব অভিযোগ তাদের উপর তোলা হচ্ছে। এছাড়া স্থানীয় জিপি সভাপতি তাহের আহমেদ বড়ভুইয়াকে জড়িয়েও মিথ্যা কথা বলছেন গৃহবধূর বাড়ির লোকেরা বলে জানান তাঁরা। বরং জিপি সভাপতি দু পক্ষকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করেছেন। এনিয়ে প্রশাসনের কাছে তাঁরা সুবিচারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, এ ঘটনা নিয়ে উভয় পক্ষের তরফে সোনাই থানায় মামলা দায়ের হয়েছে।

কাছের মানুষটাও আজ দুরত্ব রাখছে, বুঝতে পারছি অবহেলিত জীবনের সমাপ্তি ঘটছে! চোখের জলে বিদায় বন্ধু, ক্ষমা করিস আমায়..!!
19/03/2023

কাছের মানুষটাও আজ দুরত্ব রাখছে, বুঝতে পারছি অবহেলিত জীবনের সমাপ্তি ঘটছে! চোখের জলে বিদায় বন্ধু, ক্ষমা করিস আমায়..!!

19/03/2023

আজব একটি বিশেষ ধরনের কথা ুর কাহিনী

09/03/2023

#শিলচর #গান্দি #মেলা

Address

Dhonehori Pt 2
Silchar
788013

Opening Hours

Monday 9am - 5pm

Telephone

+919859924636

Alerts

Be the first to know and let us send you an email when Green Silchar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Silchar:

Share