Silchar Diary

Silchar Diary Silchar Diary is an Online News channel - Cachar| Karimganj | Hailakandi | Assam | Manipur | Tripura | Mizoram | Meghalaya | India

21/07/2025

উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত দিগরখাল এবং কালাইনছড়া সহ আশপাশের গ্রামাঞ্চল।

স্বাধীনতার সুদীর্ঘ বছর অতিক্রান্ত হলেও বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাটিগড়া সমষ্টির দিগরখাল, কালাইনছড়া চা বাগান ও তার আশপাশের বেশ কয়েকটি গ্রাম ও বাগান এলাকায় আজ অব্দি উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি।

গ্রামবাসীদের অভিযোগ, উন্নয়নের স্বপ্ন দেখিয়ে নানা প্রকল্পের উদ্বোধন হলেও সেগুলি বাস্তবে মাঝপথেই থেমে যায়। ফলে এলাকাবাসী এখনও মৌলিক সুবিধা— বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যপরিসেবা, উন্নত শিক্ষা এবং ভালো রাস্তা-ঘাট— থেকে বঞ্চিত। এমনকি এলাকার অধিকাংশ মানুষ এখনও স্থায়ী রোজগারের জন্য কোনো সঠিক কর্ম সংস্থান পাননি।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আজ অব্দি এখানে একটি পুলিশ আউটপোস্ট স্থাপন করা হয়নি। এর ফলে সামাজিক অপরাধমূলক কার্যকলাপ ক্রমেই বেড়ে চলেছে। উপরন্তু, ক্রেইগপার্ক ও কালাইনছড়া সংযোগকারী একমাত্র ঝুলন পুলটি কয়েক বছর আগেই ভেঙে পড়ে, কিন্তু এখনো পর্যন্ত তার পুনর্নির্মাণের কোনো ব্যবস্থা হয়নি। বারবার স্থানীয় বিধায়ক ও প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো ফল মেলেনি।

গ্রামের রাস্তা গুলোর মধ্যে অধিকাংশই চলাচলের অযোগ্য। পানীয় জল প্রকল্প থাকলেও বাস্তবে সেখানে জল নেই। উন্নয়নের জন্য গ্রামবাসীরা বারবার স্থানীয় মন্ত্রী-বিধায়কদের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি।

অবশেষে এলাকাবাসীরা উন্নয়নের দাবিতে ‘জনকল্যাণ সংস্থা’ নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এছাড়া তারা মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি তাদের সমস্যাগুলি তুলে ধরার জন্য মাত্র পাঁচ মিনিটের সাক্ষাতের আবেদন জানিয়েছেন।

21/07/2025
21/07/2025

হিন্দু যুব ছাত্র পরিষদ আসামের কাছাড় জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো পরিষদের অস্থায়ী কার্যালয়ে

Silchar’s clean mission gets a collaborative push forward;Cachar DC & SMC Commissioner hail collaborative effort to stre...
21/07/2025

Silchar’s clean mission gets a collaborative push forward;

Cachar DC & SMC Commissioner hail collaborative effort to strengthen solid waste management in the city.

SILCHAR, July 21: In a significant step towards advancing sustainable urban sanitation and cleanliness, the Silchar Municipal Corporation (SMC) hosted a detailed field assessment by the Urban Management Centre ,the Technical Support Unit (TSU) to the Government of Assam under the Swachh Bharat Mission (Urban). The visit marked an important milestone in the Corporation’s ongoing efforts to strengthen the solid waste management (SWM) ecosystem in Silchar.

The visiting team from the Urban Management Centre undertook an extensive and immersive field study aimed at assessing the SWM value chain across the municipal area. During their visit, the team closely observed the operational aspects of waste management and engaged directly with stakeholders to identify gaps and explore opportunities for improvement.

The assessment began with a comprehensive review of key urban sites including prominent market areas, the transfer station, and selected municipal wards. The team’s walkthrough of these areas provided first-hand insights into both the progress made by the Corporation and the challenges that still need to be addressed. Their findings highlighted critical operational issues while also identifying pragmatic, solution-oriented measures to strengthen the system.

One of the significant aspects of the visit was the collaborative discussions held with door-to-door waste collection agencies and SMC officials. The meetings were constructive and solution-focused, with both sides candidly sharing their experiences, outlining challenges on the ground, and deliberating on ways to enhance efficiency and responsiveness within the SWM framework.

Cachar District Commissioner Shri Mridul Yadav, IAS, who reviewed the visit and its findings, lauded the collaborative effort between the Urban Management Centre and the Municipal Corporation. Speaking on the occasion, he said, “This assessment is an important step in our collective mission to ensure a cleaner and healthier Silchar. It highlights the areas where we have improved and, more importantly, the areas where we need to work harder. I commend the dedication shown by SMC officials, waste workers, and the Urban Management Centre team, and I am confident that with sustained effort and community support, we can achieve our goals.”

On this occasion, SMC Commissioner Smt. Srishti Singh, IAS, also expressed her appreciation for the team’s comprehensive evaluation and constructive feedback. Addressing the officials and stakeholders present, she said, “We welcome this assessment as an opportunity to reflect on our progress and to fine-tune our efforts. The insights shared by the Urban Management Centre will help us strengthen the system further and serve the citizens of Silchar more effectively. Our aim is not just to meet the standards but to set an example of a clean, efficient, and people-friendly urban environment.”

The visiting experts also appreciated the openness and proactive attitude demonstrated by the officials of Silchar Municipal Corporation. The readiness of the Corporation to engage in meaningful dialogue and accept recommendations underscored its commitment to improving urban service delivery in line with the objectives of the Swachh Bharat Mission.

The markets and wards visited by the team also reflected encouraging progress under the stewardship of the Corporation, including visible improvements in cleanliness and community participation. However, the visit also reinforced the need for continued innovation, better resource allocation, and stronger community engagement to further consolidate these gains.

The Silchar Municipal Corporation acknowledges the valuable inputs received from the Urban Management Centre team and looks forward to incorporating their recommendations into actionable strategies. The Corporation remains committed to building a cleaner, healthier, and more livable city, and will continue to work in close partnership with all stakeholders from technical experts to citizens to achieve this vision.

This collaborative exercise has not only provided a fresh perspective on Silchar’s waste management journey but also renewed the collective resolve to make the city a model of effective urban sanitation in Assam. The Corporation expresses its gratitude to the Swachh Bharat Mission (Urban) and the Urban Management Centre for their support and guidance and assures the people of Silchar of its unwavering dedication to keeping the city clean and sustainable.

This is stated in a press release issued from Regional office of Information & Public Relations Barak valley Zone Silchar Assam.

20/07/2025

Celebrating International Chess Day Assam's First Ever Freestyle Chess Tournament organized by E4 Chess Academy, Silchar

20/07/2025

বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মণিপুরের যুবক-যুবতী আটক।
ছয় কোটির অধিক মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ধলাইর সপ্তগ্রাম এলাকায় মণিপুরের যুবক-যুবতী আটক।

19/07/2025

ফের কালাইন শিলচর সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা,,,,

দুই বাইকের মুখামুখি সংঘর্ষে গুরুতর অবস্থায় এক মহিলা সহ আরো এক

শুক্রবার রাতে ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হল কালাইন শিলচর সড়কের কৃষ্ণপুর ই এন্ডি মুখ এলাকায়। দুটি বাইকের মুখামুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক মহিলা সহ বাইক আরোহী। তবে অপর বাইকটি দুর্ঘটনা সংঘটিত করে ঘটনাস্থল থেকে পলায়ন করে বলে জানা গেছে। এদিকে স্থানীয় জনগণ তড়িঘড়ি করে আহতদেরকে উদ্বার করলেও, প্রায় ঘন্টা খানেক সময় অপেক্ষা করার পরও এম্বুলেন্স পরিসেবা পাননি। অবশেষে স্থানীয় জনগণের সহায়তায় আহতদেরকে উদ্বার করে অটোরিকশা করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। জানাগেছে মহিলার অবস্থা আশঙ্কাজনক।

Breakingস্নান করতে গিয়ে রুকনী নদীতে নিখোঁজ পুনিরমুখের যুবক। রুকনী নদীতে সন্ধানহীন পুনিরমুখের বাসিন্দা সুনাম উদ্দিন লস্কর...
19/07/2025

Breaking
স্নান করতে গিয়ে রুকনী নদীতে নিখোঁজ পুনিরমুখের যুবক।

রুকনী নদীতে সন্ধানহীন পুনিরমুখের বাসিন্দা সুনাম উদ্দিন লস্করের বছর ১৯এর ছেলে রসিদ আহমেদ লস্কর অর্ফে সাবির। আজ অর্থাৎ শনিবার বিকাল আনুমানিক ৫টার দিকে রসিদ স্নান করতে রুকনী নদীতে গেলে এরপর আর বাড়ি ফিরেনি। সন্ধ্যা ঘনিয়ে আসলে সে বাড়ি ফিরে না আসায় পিতার মনে উৎকণ্ঠার সৃষ্টি হয়। তিনি দু'তিন বার ঘর থেকে বের হয়ে ফিরে আসেন। পিতা সুনাম উদ্দিন আরো কছু সময় পর তার ভাতিজাকে গরু চরানো থেকে আসার পথে তাকে জিজ্ঞেস করেন তার ছেলেকে দেখেছে কি না? সেই নাবালক তাকে জানায় রসিদ অর্ফে সাবিরের চপ্পল এবং গামছা নদীর পারে দেখেছে। তখন তিনি সন্ধেহ করেন সে নদীতে তলিয়ে গেছে। এরপর নদীতে নেমে পরিবার পরিজন সহ গ্রামবাসীরা খোঁজাখুঁজি করেন কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় নি। এপর্যন্ত সে নিখোঁজ রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রসিদ অর্ফে সাবিরের সে শারিরীকভাবে কিছুটা অক্ষম ছিল। সে সাদাসিধা প্রকৃতির ছিল। বয়স বেশি হলেও সে বর্তমানে সে সঞ্জয় গান্ধী এমই স্কুলের পড়ুয়া।

19/07/2025

আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তৃতীয় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প

আসাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে তৃতীয় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প, যা মুম্বইয়ের দ্য স্পাইন ফাউন্ডেশন (TSF)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্প ২০ জুলাই, রবিবার সমাপ্ত হবে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের পিএমজি হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত স্পাইন সার্জন ও দ্য স্পাইন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ড. শেখর ভোঁজরাজ, TSF-এর ট্রাস্টি ও স্পাইন সার্জন ড. শীতল মোহিতে, রোজকান্দি চা বাগানের ম্যানেজার আই.বি. উভাডিয়া, ড. সুমন ধর, আসাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. আলফারিদ হোসেন এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. বিবেক ভার্মা।

ড. ভোঁজরাজ বলেন, “TSF ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে আমাদের ছয়জন ট্রাস্টি রয়েছেন। আমরা গত ১৮ বছর ধরে সার্জারি করে আসছি এবং আজ প্রায় দেশের প্রতিটি রাজ্যে আমাদের কার্যক্রম বিস্তৃত হয়েছে। সম্প্রতি আমরা একটি ৪০ মিনিটের তথ্যচিত্র নির্মাণ করেছি, যেখানে TSF-এর কাজ ও প্রভাব তুলে ধরা হয়েছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ড. সুজিত কুমার নন্দী পুরকায়স্থ, ড. সুমন ধর, ড. বিবেক ভার্মা, আমাদের নিবেদিতপ্রাণ দল এবং পরিশ্রমী স্বাস্থ্যকর্মীদের প্রতি। TSF বর্তমানে দেশের দ্রুততম হারে বিকাশমান ফাউন্ডেশনগুলোর মধ্যে অন্যতম। আমরা আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরন্তর সহায়তার জন্যও কৃতজ্ঞ।”

ড. বিবেক ভার্মা বলেন, “গত জুন মাসে আমরা ছুটির সময়টাকে যথাযথভাবে কাজে লাগিয়েছি। তখন আমার ড. ভোঁজরাজের সঙ্গে সাক্ষাৎ হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও অন্যান্য কর্মকর্তাদের পক্ষ থেকে আমাদের জোরালো উৎসাহ দেওয়া হয়। প্রথম সার্জিক্যাল ক্যাম্পটি গত বছরের নভেম্বর মাসে, এবং দ্বিতীয়টি এপ্রিলে অনুষ্ঠিত হয়। JJIMS আমাদের পুরোপুরি সহায়তা করেছে।”আই.বি. উভাডিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার গুরুত্বের উপর জোর দেন এবং বলেন, “স্বাস্থ্যই সম্পদ।” তিনি গোটা টিমের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এই ক্যাম্প অংশগ্রহণকারীদের উপকারে আসবে।ড. শীতল মোহিতে এই অভিজ্ঞতাকে ‘দারুণ আলোকিত’ বলে বর্ণনা করেন। ড. আলফারিদ হোসেনও TSF-এর ভূয়সী প্রশংসা করে বলেন, “আমার বিশ বছরের বিশ্ববিদ্যালয় জীবনে আমি এত ভালো ক্যাম্প খুব কম দেখেছি।” তিনি ড. ভার্মার বিশেষ প্রশংসা করেন।
এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো মেরুদণ্ডজনিত রোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে পরামর্শ ও রোগ নির্ণয় সেবা প্রদান করা।

18/07/2025

নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে ।

নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হলেন জীবনগ্রাম জিপির এপি সদস্য নির্মল কান্তি দাস এবং উপ সভানেত্রী নির্বাচন হয়েছেন উত্তর নরসিংপুর জিপিএর এপি সদস্য
সায়ন্তিকা গোস্বামী । শুক্রবার নরসিংপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ে কাছাড়ের এসিস্ট্যান্ট কমিশনার উনহালে আশিষ বিদ্যাধরের উপস্থিতিতে নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত বডি গঠন হয়। এতে ১২ জন এপি সদস্যদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জীবনগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্মল কান্তি দাস সভাপতি নির্বাচিত হন । এছাড়া উত্তর নরসিংপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সায়ন্তিকা গোস্বামী উপ সভানেত্রী নির্বাচিত হন। কমিটি গঠন শেষ হলে উপস্থিত আঞ্চলিক পঞ্চায়েত বডির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান এসিস্ট্যান্ট কমিশনার উনহালে আশিষ বিদ্যাধর। কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংপুর উন্নয়ন খণ্ড আধিকারিক নেইহাত হাওলাই সহ অন্যান্য আধিকারিকরা। এদিকে শপথ গ্রহণ থেকে বের হওয়ার পর সভাপতি ও উপ-সভাপতি সহ অন্যান্য সদস্যদের উত্তরীয় ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান বিজেপির ধলাই পালংঘাট মন্ডলের সভাপতি সঞ্জয় কৈরি শশাঙ্ক পাল সিতাংশু দাস সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে সভাপতি ও উপ-সভাপতি ব্লক এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য বারো জন এপি সদস্যদের মধ্যে ৮ জন বিজেপির ও চারজন কংগ্রেস দলের ছিলেন। কংগ্রেস দলের চার সদস্য সভাপতি ও উপ-সভাপতিকে সমর্থন করেন।

18/07/2025

ভারতমালা সড়কের অর্ধসমাপ্ত নালায় পড়ে কিশোরের পেটে রড: কর্তৃপক্ষের চরম গাফিলতি!
ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মাণ জাতীয় সড়কের পাশে অপরিকল্পিতভাবে ফেলে রাখা অর্ধসমাপ্ত নালার কারণে ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো রাজঘাট এলাকা। বুধবার সন্ধ্যায় ৩০৬ নম্বর শিলচর-জল জাতীয় সড়কের রাজঘাট পাকা মসজিদের সামনে এক আনুমানিক ১২-১৩ বছরের কিশোর নালার খোলা জায়গায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। তার পেটে একটি রডের প্রায় চার ইঞ্চি ঢুকে যায় এবং পাঁজরের হাড় ভেঙে যায়। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে শিলচর রেফার করা হয়েছে। এই ঘটনা নির্মাণ সংস্থার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত প্রায় দুই মাস ধরে নির্মাণাধীন নালার কিছু অংশ রহস্যজনকভাবে উন্মুক্ত রাখা হয়েছে। এই স্থানটিতে কোনো ধরনের ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্ন ছিল না, যার ফলে রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়ে ছিল। বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ ওই কিশোর অসাবধানতাবশত সেই উন্মুক্ত স্থানে পড়ে যায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে অভিযোগ করেছেন যে, সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা অত্যন্ত নিম্নমানের কাজ করছে এবং জনসাধারণের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও তাদের কথায় কোনো কর্ণপাত না করে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। নালার কাজ অসম্পূর্ণ রেখে বিপজ্জনকভাবে উন্মুক্ত রাখা এবং কোনো সুরক্ষা ব্যবস্থা না নেওয়া এই দুর্ঘটনার মূল কারণ বলে তারা মনে করছেন। এই ঘটনা ভারতমালা প্রকল্পের কাজে স্বচ্ছতা ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দোষী নির্মাণ সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সমস্ত নিরাপত্তা প্রোটোকল মেনে কাজ করার নির্দেশ দেওয়া হোক। না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

17/07/2025

শিলচরে ৬ কোটি টাকার ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার ২

Address

Silchar

Website

http://www.snnlive.in/

Alerts

Be the first to know and let us send you an email when Silchar Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silchar Diary:

Share

Silchar Diary

Silchar Diary is the page mainly related to the latest news of Barak Valley. Silchar Dairy has shown the beauty of Barak valley to the rest of India. Barak Valley is also know as “Valley of peace”. Almost all the community are living here with love, peace and harmony. People of all community have right to live peacefully irrespective of religion, cast and creed.

Silchar Diary also started a Weekly Digital paper know as “Silchar Diary”.