Silchar Diary

Silchar Diary Silchar Diary is an Online News channel - Cachar| Karimganj | Hailakandi | Assam | Manipur | Tripura | Mizoram | Meghalaya | India

29/12/2025

ই-অটো চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প ও বিনামূল্যে মেম্বারশিপ উদ্যোগ শিলচরে

29/12/2025

রহস্যজনকভাবে একদিন কাজ করার পর তিন মাস ধরে দিল্লি থেকে নিখোঁজ কাছাড়ে যুবক সন্ধান পেলে কল করুন 8708546414

28/12/2025

All Cachar electric auto owner's driver association
এর মেম্বারশীপ দেওয়া হচ্ছে যোগাযোগ 8486654259,8486577857,8638052170,9476592818,
9706154465

27/12/2025

দু'সন্তান নীতি লঙ্ঘন, পদ খোয়ালেন স্বাধীনবাজারের পঞ্চায়েত সদস্যা
দুয়ের অধিক সন্তান নিয়েও নির্বাচনে অবতীর্ণ হন এবং জয়ীও হন। তবে শেষরক্ষা হল না। দু'সন্তান নীতি লঙ্ঘনের দায়ে শেষমেশ পদ-ই খোয়াতে হল ১২৮ নম্বর স্বাধীনবাজার গ্রাম পঞ্চায়েতের সদস্য দিলারা বেগম লস্করকে। সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্ভুক্ত এ গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন গৃহবধূ দিলারা। ১২০ ভোটের ব্যবধানে তিনি হারিয়েছিলেন আরেক গৃহবধূ হালিমা বেগম লস্করকে। বুধবার একটি স্পিকিং অর্ডার জারি করে দিলারার সদস্য পদ খারিজ করেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব।
উল্লেখ্য, নির্বাচনে হারের পর দিলারার জয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করেন হালিমা। এ মর্মে সোনাই বিডিও, কাছাড় জেলা পরিষদের সিইও এবং জেলাশাসকের কাছে অভিযোগনামা দাখিল করে হালিমার পক্ষ। অভিযোগ করা হয়, নির্বাচনী হলফনামায় সন্তান সংক্রান্ত মিথ্যে তথ্য দিয়েছেন দিলারা। দু'সন্তান নীতির কোপ থেকে বাঁচতে তৃতীয় সন্তানের জন্মের প্রমাণপত্রও জাল করেছেন।
অভিযোগ পেয়ে পুরো ঘটনার তদন্তভার সোনাই পুলিশকে দেন বিডিও মুকুল বসুমাতারি। পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সোনাই বিডিও ব্যাপারটি জেলাপরিষদের সিইও-কে জানান। এর প্রেক্ষিতে অভিযোগকারী পক্ষ ও দিলারাকে শুনানিতে ডাকেন সিইও। পৃথক তারিখে দু'দফা শুনানির আয়োজন করা হলেও তাতে হাজির হননি দিলারা। এমনকী শুনানির নোটিশও গ্রহণ করেননি তিনি। অপরদিকে ওই দুই তারিখেই শুনানিতে হাজির হন অভিযোগকারী পক্ষ ও সোনাই বিডিও।
অবশেষে জেলাশাসক একতরফাভাবে ব্যবস্থা নেন এবং দিলারাকে অযোগ্য ঘোষণা করেন। জেলাশাসকের এ রায়কে স্বাগত জানিয়েছে অভিযোগকারী পক্ষ। তবে দিলারা বা তাঁর পক্ষের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা যায়নি, সংশ্লিষ্ট ওয়ার্ডে ফের নির্বাচন হবে নাকি প্রতিনিধিহীন হয়েই এবারের মেয়াদ শেষ করবেন স্বাধীনবাজার পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের মানুষ।

27/12/2025

সাতটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় কাছার জেলায়।

কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন।
খসড়া ভোটার তালিকা অনুযায়ী, জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ১৫ হাজার ৪৩৯ জন। আগের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে ২১ হাজার ৯৫৭ জন।
ভোটার তালিকা অনুযায়ী—
পুরুষ ভোটার: ৭ লক্ষ ১ হাজার ৮৮৮ জন
মহিলা ভোটার: ৭ লক্ষ ১৩ হাজার ৫৩৩ জন
সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে শিলচর বিধানসভা কেন্দ্রে সর্বাধিক ভোটার রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৩৫১ জন।
আজ প্রকাশিত খসড়া ভোটার তালিকার ক্ষেত্রে আপত্তি ও সংশোধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জানুয়ারি ২০২৬। জেলা কমিশনার মৃদুল যাদব জানান, চূড়ান্ত ভোটার তালিকা ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।

এদিকে, কাছাড় জেলায় পোলিং সেন্টারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জেলায় মোট ১,৭৩২টি পোলিং সেন্টার রয়েছে, যেখানে আগে ছিল ১,৫৫১টি।

এছাড়াও, জেলায় বর্তমানে ডি-ভোটারের সংখ্যা ৩,৩০৪ জন বলে জানিয়েছে প্রশাসন।

27/12/2025

হিন্দু যুব ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি গুয়াহাটিতে










27/12/2025

বরখলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কিশোর নাথের জনপ্রিয়তা তুঙ্গে












27/12/2025

গুমড়া বাজারে ভ*য়*ঙ্ক*র অ*গ্নি কা*ণ্ড, জ্ব*লে পু*ড়ে ছাই এস বি আই ব্যাংকের সেবা কেন্দ্র।

শুক্রবার রাত আনুমানিক সাতটা নাগাদ পশ্চিম কাটিগড়ার গুমড়া বাজারে সংঘটিত হয়েছে ভ*য়ং*ক*র অ*গ্নি*কা*ণ্ড, জ্ব*লে পু*ড়ে ছা*ই স্টেট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্র। অল্পের জন্য রক্ষা পায় বাজারের বেশ কয়েকটি দোকান। প্রত্যক্ষদর্শীর মতে, এদিন রাতে সিএসপি বন্ধ থাকা অবস্থায় হঠাৎ দোকানের ভিতর থেকে ধূয়া বের হতে দেখেন বাজারে থাকা কিছু লোক। হঠাৎ আচমকা ধূয়া দেখে হই হাল্লা শুরু হয় পুরো বাজারে, এবং হাল্লা চিৎকার শুরু হতে ঘটনাস্থলে জড়ো হন বাজারে থাকা অন্যান্য ব্যবসায়ী সহ স্থানীয় লোক। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দল বল ঘটনাস্তলে ছুটে আসেন গুমড়া অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলি।খবর দেওয়া হয় দমকল বাহিনী কে, দমকল বাহিনী আসতে দেরি হওয়ায় অল্প কিছুক্ষণের মধ্যেই আ*গু*ন এক ভ*য়া*ব*হ রূপ ধারণ করে।এদিকে আ*গু*ন নেভাতে স্থানীয় ব্যবসায়ীরা বাজারের পাশে থাকা একটি পুকুরের থেকে জল এনে আ*গু*ন নেভানোর চেষ্টা করে । এতে পুলিশ স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও জ্ব*লে পু*ড়ে ছা*ই হয়ে যায় সিএসপি তে থাকা ব্যাংকের নথিপত্র সহ বিভিন্ন সামগ্রী।।এতে রক্ষা পায় পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকান। বিদ্যুতের শর্ট সার্কিট এর ফলে এই অ*গ্নি*কা*ণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন সি এস পির মালিক সুমিত কুমার তামলি। এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

26/12/2025

প্রতি বছরের ন্যায় ভাগা খাসপুর রাধাকৃষ্ণ শিব মন্দিরে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ ও গঙ্গা আরতি।

ধলাইর ভাগাবাজার খাসপুর রাধাকৃষ্ণ শিব মন্দিরে প্রতি বছরের ন্যায় অষ্টপ্রহর মহানাম যজ্ঞ ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। বছরের মধ্যে দুবার মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞের আয়োজন করা হয়। এক হচ্ছে মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের সহিত মহানাম যজ্ঞ অনুষ্ঠান। তাছাড়া হচ্ছে প্রতি বছরের ২৫ ডিসেম্বর তারিখে মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞ ও গঙ্গা আরতির আয়োজন করা হয়। মহানাম যজ্ঞ ও গঙ্গা আরতি অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক নীহার রঞ্জন দাস। তিনি এসে গঙ্গা আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও গঙ্গা দেবীর আরাধনা করেন। শেষে মহানাম যজ্ঞে অংশগ্রহণ করেন বিধায়ক নীহার রঞ্জন দাস। বিধায়ক নীহার রঞ্জন দাস বলেন, প্রতি বৎসর ভাগা রাধাকৃষ্ণ শিব মন্দিরে অষ্ট প্রহর মহানাম যজ্ঞ ও গঙ্গা আরতি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এতে অসংখ্য ধর্মীয় পিপাসু লোকের সমাগম ঘটে। জগত মঙ্গল কামনায় প্রতি বৎসর মহানাম যজ্ঞ পরিচালনা করার জন্য কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

26/12/2025

জমি বিবাদের জেরে আচমকা আক্রমণ করে বাসগৃহ ভেঙ্গে লুটপাট

26/12/2025

শিলচর বনবাসী কল্যাণ আশ্রমের নতুন ছাত্রাবাস উদ্বোধন









মন্ত্রী কৌশিক রাই ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে বৃহস্পতিবার সকাল ১০টায় শিলচরের বনবাসী কল্যাণ আশ্রমের বালক ছাত্রাবাসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রাই ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রমের সাংগঠনিক সম্পাদক অতুল যোগসহ অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন।সরকারের ৫০ লক্ষ টাকার সহায়তায় নির্মিত এই হোস্টেল শিক্ষার্থী ও প্রয়োজনীয় পরিবারের জন্য বড় সহায়ক হবে, বলেন মন্ত্রী রাই। তিনি আশ্রমের তৃণমূল কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা জানান। অতুল যোগ বলেন, অনুষ্ঠানটি অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীর সঙ্গে মিলে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিধায়ক চক্রবর্তী জানান, বিজেপি সরকারের উদ্যোগে শিক্ষা পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটেছে।উপস্থিত ছিলেন রাজেশ দাস, কেদার কলকর্ণি, শান্তিভূষণ দেবনাথ সহ আরো বিশিষ্টজনেরা।

25/12/2025

হিন্দু যুব ছাত্র পরিষদের বিক্ষোভ প্রদর্শন ও ইউনুসের কুশ পুত্তলিকা দা*হ শিলচরে









বৃহস্পতিবার বিকেলে পুরনো দেবদূত মেট্রো বাজার পয়েন্টে এক বিক্ষোভ প্রদর্শন ও বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনুসের কুশ পুত্তলিকা দা*হ করলো হিন্দু যুব ছাত্র পরিষদের কাছার জেলা কমিটি সাংবাদিকদের সামনে পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা
নীতিশ ভট্টাচার্য এবং সুব্রত নাথ বলেন যে, ইউনুস সরকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চরম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারই প্রশ্রয়ে মৌলবাদীরা দিপু দাস নামের এক সাধারন শ্রমিককে পিটিয়ে মে*রে আগুনে জ্বালিয়ে মারল । নিতিশ ভট্টাচার্য আরো বলেন বাংলাদেশ এখন ভারত-বিরোধী শক্তি যেমন চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করছে, সেইসাথে অসম এবং উত্তর-পূর্বের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির জন্যও ঘাঁটি স্থাপন করার সুযোগ সৃষ্টি করছে। এইসব পদক্ষেপ ভারত ও অসমকে অশান্ত করার জন্য পরিকল্পিত, এবং ভারত সরকারের এই বিষয়ে সহনশীল নীতি গ্রহণ করা একটি মারাত্মক ভুল বলে তারা দাবি করেন।

তাদের মতে, অসমে প্রায় এক কোটি ৫০ লাখ মুসলিমের মধ্যে ৫০ শতাংশই বাংলাদেশি মিঞা মুসলিম, যারা যদি ভারত-বাংলাদেশের মধ্যে সামরিক সংঘর্ষে অংশ নেয়, তবে তারা বাংলাদেশকে সমর্থন জানাবে, এবং এতে অসমে এক ধরনের বিপদ দেখা দিতে পারে। তারা আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মাধ্যমে ভারতের জনসংখ্যার কাঠামো পরিবর্তন করার গভীর ষড়যন্ত্র চলছে, এবং ভারত সরকার যদি সক্রিয় পদক্ষেপ না নেয়, তবে একসময় পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে।

আজ শিলচরে সংগঠনটি বাংলাদেশ পতাকা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুছের পুতুল পুড়িয়ে দীপু চন্দ্র দাসের হ*ত্যা*কা*ণ্ডের ন্যায় বিচার দাবি এবং ভারত সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। তারা অসম এবং ভারতের হিন্দু সমাজকে একত্রিত হওয়ার জন্যও আহ্বান জানায়, অন্যথায় দীপু চন্দ্র দাসের মতো বর্বরতার ঘটনা অতি শীঘ্রই অসমে ঘটতে পারে।

এছাড়া আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রচার সচিব রাজু দে শিলচর জেলা কমিটির প্রাক্তন সভাপতি কিংশুক নাথ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যা শর্মিলা পাল বিশ্বাস, কাঞ্চন পাল, মুন্না শীল, সোমা চক্রবর্তী, নন্দিতা পাল, প্রমুখ।

Address

Silchar

Website

http://www.snnlive.in/

Alerts

Be the first to know and let us send you an email when Silchar Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silchar Diary:

Share

Silchar Diary

Silchar Diary is the page mainly related to the latest news of Barak Valley. Silchar Dairy has shown the beauty of Barak valley to the rest of India. Barak Valley is also know as “Valley of peace”. Almost all the community are living here with love, peace and harmony. People of all community have right to live peacefully irrespective of religion, cast and creed.

Silchar Diary also started a Weekly Digital paper know as “Silchar Diary”.