Silchar Diary

Silchar Diary Silchar Diary is an Online News channel - Cachar| Karimganj | Hailakandi | Assam | Manipur | Tripura | Mizoram | Meghalaya | India

Maamoner Chithi Local Bengali Movie is going to be release soon.
10/10/2025

Maamoner Chithi Local Bengali Movie is going to be release soon.

10/10/2025

নিজের সার্ভিস রাইফেল দিয়ে এপি ব্যাটেলিয়ান জোয়ানের.....

প্রাক্তন পাথরকান্দির বিধায়ক কার্তিক সেনা সিংহ কংগ্রেসে যোগ দিলেন২০২৬ এর নির্বাচনে পাথারকান্দি সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বি...
10/10/2025

প্রাক্তন পাথরকান্দির বিধায়ক কার্তিক সেনা সিংহ কংগ্রেসে যোগ দিলেন
২০২৬ এর নির্বাচনে পাথারকান্দি সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে

10/10/2025

শিলচরে বিশেষ অভিযানে বিশাল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ জব্দ, দুইজন গ্রেফতার

প্রাপ্ত বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিলচর পুলিশ স্টেশনের অন্তর্গত রংপুর এলাকার মধূরা পয়েন্টে বৃহস্পতিবার ভোরে এক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বড় পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ পরিবহন করার চেষ্টা চিহ্নিত হয়ে একটি ট্রাক আটক করা হয়।

আটক ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর WB 29 B 1996, যা কলকাতা থেকে লামডিং-শিলচর রোড হয়ে ত্রিপুরা যাওয়ার পথে ছিল। পুলিশ পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৩৬টি লোহার ড্রাম উদ্ধার করে। প্রতিটি ড্রামে ৪টি কার্টুন ESKUF কফ সিরাপ ছিল এবং প্রতিটি কার্টুনে ১৫০ বোতল, যা মিলিয়ে মোট ২১,৬০০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়েছে।

এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে:
১) বাপি হালদার (৪৫), পিতা: গোপাল হালদার, গ্রাম: চোরোকটলা, থানা: বঙগাঁও, জেলা: উত্তর ২৪ পরগনা (পশ্চিমবঙ্গ)
২) তপস বিশ্বাস (৪২), পিতা: অরবিন্দ বিশ্বাস, গ্রাম: মামা ভাগিনা, থানা: বাগদা, জেলা: উত্তর ২৪ পরগনা (পশ্চিমবঙ্গ)

গ্রেফতারকৃত ব্যক্তিরা এবং উদ্ধারকৃত সামগ্রী স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে জব্দ করা হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই নেশাজাতীয় ওষুধের কালোবাজার মূল্য প্রায় ২.১৬ কোটি টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, অবৈধ ওষুধটি পশ্চিমবঙ্গ থেকে আনা হয়েছে। ঘটনার গভীর তদন্ত এখনও চলমান।

10/10/2025

আয়ান হ**ত্যা কান্ডের আ*সা*মি পাপ্পু মজুমদারকে সোনাই রোড়ে প্রতারণা কান্ডে এক মহিলা জুতা পে*টা দিচ্ছে।

09/10/2025

বুরুঙ্গায় স্টার সিমেন্ট কারখানায় ভয়াবহ দুর্ঘটনা! গুরুতর আহত দুই শ্রমিক

কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত বুরুঙ্গায় স্টার সিমেন্টের নির্মীয়মান কারখানায় বৃহস্পতিবার দুপুরে সংঘটিত হয় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক— চঞ্চল দাস ও আসাব উদ্দিন।

কর্তব্যরত শ্রমিকদের দেওয়া তথ্য অনুসারে, দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ কারখানায় ভারী যন্ত্রাংশ উপরে তোলার সময় হঠাৎ ক্রেন ভেঙে পড়ে। এতে নিচে থাকা দুই শ্রমিক গুরুতরভাবে আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকরা। অভিযোগ, ক্রেনটির সক্ষমতার তুলনায় অতিরিক্ত ভার তোলার চেষ্টা থেকেই ঘটে এই দুর্ঘটনা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাটিগড়ার সার্কল অফিসার ড. রবার্ট টোলর এবং কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

09/10/2025

অবশেষে নিজের ভুল বুঝলেন

পাতাবাবার কাছে নাম বুকিং করতে হলে নাম ও তারিখ এই নম্বরে হোয়াটস্যাপ করে পাঠাতে লাগবে. টোকেন ফাইনাল না হলে অযথা যাবেন না.
08/10/2025

পাতাবাবার কাছে নাম বুকিং করতে হলে নাম ও তারিখ এই নম্বরে হোয়াটস্যাপ করে পাঠাতে লাগবে. টোকেন ফাইনাল না হলে অযথা যাবেন না.

08/10/2025

এয়ার ইন্ডিয়ার পর এবার বন্ধ হতে চলেছে এ্যলায়েন্স এয়ারলাইন্সের কোলকাতা শিলচর ইম্ফল পথের বিমান পরিষেবা - এভাবে অবহেলা চলতে থাকলে একদিন বরাকেও পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে - বিডিএফ।

শিলচর কোলকাতা আকাশপথে এয়ার ইন্ডিয়ার ঐতিহ্যবাহী দীর্ঘকালীন বিমান পরিষেবা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি। এবার আগামী ২৬ শে অক্টোবর থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে কোলকাতা শিলচর ইম্ফল পথের এ্যলায়েন্স এয়ারলাইন্সের বিমান পরিষেবা। এমনি এদিন সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন যে গৌহাটি,ডিব্রুগড় ইত্যাদি শহরে যেখানে বিমান পরিষেবার সংখ্যা বাড়ছে সেখানে শিলচরে একের পর এক পরিষেবা বন্ধ হচ্ছে। তিনি বলেন এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হওয়ায় এমনিতেই অসুবিধা ভোগ করছেন স্থানীয় বিমান যাত্রীরা। এবার এ্যলায়েন্স এয়ারলাইন্সের কোলকাতা শিলচর ইম্ফল পথের পরিষেবাও যদি বন্ধ হয়ে যায় তবে পরিস্থিতি আরো জটিল হবার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন সেইক্ষেত্রে একমাত্র ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবা চালু থাকবে। এবং একাধিপত্যের জন্য হয়তো তাঁরা আবারো বিমান ভাড়া বাড়িয়ে দশ/ পনের হাজার টাকা করবেন, যা গুনতে হবে সাধারণ বিমানযাত্রীদের।

জয়দীপ বলেন যে এ্যলায়েন্স এয়ারলাইন্সের এই পরিষেবা কেন্দ্রীয় সরকারের ভর্তুকিতে চলত। এই ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যাওয়া এই পরিষেবা বন্ধের কারণ বলে জানা গেছে। তিনি বলেন এই পরিষেবা বন্ধ হলে মনিপুর এবং বরাক উপত্যকার মানুষ বিশাল সমস্যার সম্মুখীন হবেন। ছাত্র ছাত্রী থেকে শুরু করে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের চাকুরী জীবি তথা মুমুর্ষ রোগীর যাতায়াত কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ হবে। তাই কেন্দ্রীয় ভর্তুকি না পেলেও উভয় রাজ্য সরকারকে ভর্তুকি দিয়ে এই পরিষেবা চালু রাখার দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন এই ব্যাপারে স্থানীয় বিধায়ক বা সাংসদরা এখনো নির্বিকার। অবিলম্বে তাদের এনিয়ে সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

জয়দীপ এদিন আরো বলেন যে উড়াল সেতুর ব্যাপারে সরকারি বরাদ্দ ধার্য্য হলেও প্রকৃত কাজ কবে শুরু ও শেষ হবে তা সময়ই বলবে। তিনি বলেন যে তারাপুরের সিঙ্কিং জোনের কাজ এখনো ঝুলন্ত। যে গ্রীনফিল্ড এয়ারপোর্টের জন্য ৩০ লক্ষ চারা গাছ উপড়ে ফেলা হল, শ্রমিকদের উচ্ছেদ করা হল ,সে বিষয়ে কোন অগ্রগতি নেই। পাঁচ গ্রামের পরিত্যক্ত জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তেমন কোন পদক্ষেপ চোখে পড়েনি। উপত্যকার ব্যাপক বেকার সমস্যা সমাধানেরও কোন উদ্যোগ নেই। জয়দীপ বলেন অরুণোদয় প্রকল্পের ১২০০ টাকা মাসিক ভাতা দিয়ে হয়তো ভোট কেনা যেতে পারে, কিন্তু তাঁতে প্রকৃত সমস্যা থেকে কোন উত্তরণ হবে না, কোন সম্পদও সৃষ্টি হবে না। তিনি বলেন এভাবে অবহেলা,বৈষম্য চলতে থাকলে হয়তো একদিন বরাকেও যুবসমাজের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে।

08/10/2025

মুখ খুলল দশরূপক সাংস্কৃতিক সংস্থা শিলচর উল্লাসকর দত্ত সরণির কাণ্ড নিয়ে ঘটনায় জড়িতদের বয়কট করার প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা

Urology (Kidney Specialist) OPD in SilcharDr. Souvik DeyMBBS, MS (AIIMS Delhi), MCh (PGI Chandigarh)Consultant Urologist...
08/10/2025

Urology (Kidney Specialist) OPD in Silchar

Dr. Souvik Dey
MBBS, MS (AIIMS Delhi), MCh (PGI Chandigarh)
Consultant Urologist, Andrologist and Laparoscopic Surgeon
Health City Hospital, Guwahati, Assam

📅 Date: 11th October 2025 (Saturday)

Consult for: Kidney Stones, Prostate Problems, UTI, Male Infertility, Sexual Disorders, Urethral Stricture, Urinary Bladder Incontinence, Kidney Transplantation.

____

Gastroenterology OPD in Silchar

Dr. Amitava Goswami
MD (Medicine), DM (Gastroenterology), FISG (Gastroenterology)
Director and Chief Consultant, Gastroenterology
Critical Care Superspeciality Hospital, Guwahati

📍 Venue: Dibascan Diagnostic Centre, Silchar
📅 Date: 15th – 17th October 2025

Consult for: Acidity, Gastritis, GERD, Liver Diseases, Bowel Problems, Jaundice, Weight-related Issues, Gall Bladder, Pancreatic and Biliary Diseases, Cancers.

---

📞 For appointments, please call:
6003573699 / 9435620734

____
Nephrology (Kidney Specialist) OPD in Silchar, Assam

Dr. Chetan Veeramaneni, DM (Nephrology)
Consultant Nephrologist and Renal Transplant Physician
Yashoda Hospital, Hyderabad

📍 Venue: Dibascan Diagnostic Centre, Hailakandi Road, Silchar – 788015
📅 Date: 25 th October 2025

Consult for: Chronic Kidney Disease, Acute Kidney Injury, Hypertension (High Blood Pressure), Paediatric Renal Diseases, Kidney Transplant.

____

Orthopedics and Arthroscopic OPD in Silchar

*Dr. Gaurav Khanted. MS (Orthopaedics)*

Orthopedics and Arthroscopic Surgeon from Yashoda Hospital. Hyderabad.

Date : 25 th October 2025

*Consult for:*
Complex Trauma Surgery ,Joint Replacement Surgery ,Knee and Shoulder Arthroscopic Surgery,Joint Pain and Arthritis.
___

📞 For appointments, please call:
6003573699 / 9435620734

📍 Contact:
Dibascan Diagnostic Centre.
Hailakandi Road, Opposite Second Link Road, Silchar, Assam

১০ অক্টোবর থেকে পাতাবাবার টোকেন দেওয়া হবে ফোন করে টোকেন নিতে হবে. আগামীকল্য দেওয়া হবে ফোন নম্বর, টোকেন নিতে হলে লাগবে সা...
08/10/2025

১০ অক্টোবর থেকে পাতাবাবার টোকেন দেওয়া হবে ফোন করে টোকেন নিতে হবে. আগামীকল্য দেওয়া হবে ফোন নম্বর, টোকেন নিতে হলে লাগবে সামান্য টাকা. বিকেল পাঁচটার পর ফোনেই দেওয়া হবে টোকেন. পরিচালনা কমিটির তরফ থেকে জানানো হয়েছে.

Address

Silchar

Website

http://www.snnlive.in/

Alerts

Be the first to know and let us send you an email when Silchar Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silchar Diary:

Share

Silchar Diary

Silchar Diary is the page mainly related to the latest news of Barak Valley. Silchar Dairy has shown the beauty of Barak valley to the rest of India. Barak Valley is also know as “Valley of peace”. Almost all the community are living here with love, peace and harmony. People of all community have right to live peacefully irrespective of religion, cast and creed.

Silchar Diary also started a Weekly Digital paper know as “Silchar Diary”.