Barak Valley প্রতিদিন

Barak Valley প্রতিদিন নিরপেক্ষ পাবলিক নিউজ পরিবেশন॥

অভিযুক্তের নাম ও ঠিকানাঃ আসাম- কাছাড় জেলার- শিলচর- উধারবন্দ এলাকার- মহাদেববাড়ির বাসিন্দা- সমীরন দাস।
13/11/2025

অভিযুক্তের নাম ও ঠিকানাঃ আসাম- কাছাড় জেলার- শিলচর- উধারবন্দ এলাকার- মহাদেববাড়ির বাসিন্দা- সমীরন দাস।

21/10/2024

উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ৩নভেম্বর , শিলচর। চলছে জোরদার প্রস্তুতি।

04/06/2024

BREAKING NEWS

করিমগঞ্জ ৬ নং রাউন্ড শেষে ২৬২৩১ ভোট এগিয়ে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ।

23/04/2024

ভোট প্রচার সভায় হুজুর রাগান্বিত,অন্যদিকে ভক্তরা কিছমিছ, খাজু বাদাম নিয়ে ব্যস্ত।

22/04/2024

হাওয়া বদলিগেছে চতুর্দিকে একই সুর হাফিজ রশিদ আহমদ চৌধুরী।
🖐️

23/12/2023

এক‌ ছাত্রীর‌ কাণ্ড।

22/08/2023
বুদ্ধি পরিক্ষা:  লাল ভাই দিচ্ছে না সবুজ ভাই ইচ্ছে। কমেন্টে বলে যান।
04/08/2023

বুদ্ধি পরিক্ষা: লাল ভাই দিচ্ছে না সবুজ ভাই ইচ্ছে। কমেন্টে বলে যান।

25/03/2023

বরাক উপত্যকায় চলচিত্র ইতিহাসে 'আরাধ্য' নামের একটি সিনেমা তৈরি হচ্ছে শুনে খুশি হলাম কিন্তু করিমগঞ্জ শহরে এই সিনেমার উপর লাগানো পোস্টার দেখে রীতিমত হতবাক। ছবিটির পোস্টারে একজন পুলিশ অফিসার পিস্তল হাতে কাউকে শুট করবেন দেখানও তেমনি তার উল্টো দিকে দাড়ি টুপি পরিহিত এক ব্যক্তিকে লম্বা দা উচিয়ে ধাওয়া করতে দেখা যাচ্ছে অর্থাৎ পুলিশ অফিসার এবং ঐ ব্যক্তি দুটি বিপরীত চরিত্রে রয়েছেন। ছবিটির নির্মাতারা একজন মুসলমান ব্যক্তিকে উগ্র চরিত্রে দেখিয়েছেন যেমনটা টিপিকেল বলিউড মুভিতে দেখানো হয়। তবে বরাক উপত্যকার কোন মাস্তান বা গুন্ডা কে এইরকম পোষাকে দেখা যায় না। পোস্টারে এরকম একটি পোষাকে একজন মুসলমানকে দেখিয়ে এই ছবিটির নির্মাতারা তারা ইচ্ছাকৃত বা অনিচ্চাকৃত ভাবে বরাকের মুসলমান সমাজের মনে আঘাত দিয়েছেন। এবং সঙ্গে ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল বা জুনিয়র কলেজের এরকম একটি প্ৰমশনে অংশগ্রহণ বেশ অবাক হলাম।
copy post

Address

Silchar

Alerts

Be the first to know and let us send you an email when Barak Valley প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share