Daily Barak

Daily Barak তথ্য ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ দেখুন ডেইলি বরাক পেইজে। আমাদের whatsapp নাম্বার - 8812906048

07/10/2025

তিন সন্তানের জননীর রহস্যজনক মৃ'ত্যুকে ঘিরে চাঞ্চল্য শিলচর শহরতলীর বেরেঙ্গায়।

07/10/2025

অরুণোদয় 3.0 এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী, আইরংমারার অনুষ্ঠানে শামিল বিধায়ক নীহার রঞ্জন দাস।

📌বিজেপি সরকারের আমলে বরাক উপত্যকার আমূল পরিবর্তন হয়েছে, মন্তব্য দিলীপ শইকিয়ারবিজেপি দল নেতৃত্বাধীন সরকারের বিগত নয় বছর...
07/10/2025

📌বিজেপি সরকারের আমলে বরাক উপত্যকার আমূল পরিবর্তন হয়েছে, মন্তব্য দিলীপ শইকিয়ার

বিজেপি দল নেতৃত্বাধীন সরকারের বিগত নয় বছরের শাসনকালে বরাক উপত্যকার উন্নয়নের প্রতিচ্ছবি অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। বিশেষ করে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে। মঙ্গলবার শিলচরে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপি অসম রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট করিডর জানুয়ারিতে শেষ হবে। বালাছড়া এলাকায় কিছু কাজ বাকি রয়েছে। কাজ শেষ হলেই যাতায়াত ব্যবস্থা সুগম হবে। এরফলে শিলচর গুয়াহাটির দুরত্ব কমবে এবং ছয় সাত ঘণ্টায় আসা যাওয়া করা সম্ভব হবে। এছাড়া বরাপানী থেকে বদরপুর ২২ হাজার কোটি টাকার এক্সপ্রেস ওয়ে সড়কের কাজ শীঘ্রই শুরু হবে।

এদিন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বলেন, এদিন রাজ্য জুড়ে অরুণোদয় তিন প্রকল্পের শুভ সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা আজ সকালে গুয়াহাটির খানাপাড়া থেকে কেন্দ্রীয় ভাবে অরুণোদয় তিন প্রকল্পের সূচনা করেন। বড়খলা বিধানসভা কেন্দ্রের ২২ নম্বর বুথ থেকে কেন্দ্রীয়ভাবে নারী ক্ষমতায়নের প্রধান প্রকল্প 'অরুণোদয় ৩.০' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি । জেলার মোট ১,৮১,৪৩৮ জন সুবিধাভোগী সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন। তিনি বলেন,আজ রাজ্যের জন্য একটি বিশেষ দিন। আমাদের জোট সরকার আসামের বৃহত্তম উদ্যোগ 'অরুণোদয় ৩.০ প্রকল্প' চালু করেছে যাতে রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সহায়তা করা যায়।

এদিন মন্ত্রী কৌশিক রায় বলেন,গতকাল কেবিনেট বৈঠকে শিলচরের ক্যাপিটাল পয়েন্ট হয়ে রাঙ্গিরখারী পর্যন্ত ফ্লাইওভারের জন্য ৫৬৪.৫০ কোটি অনুমোদন হয়েছে। এরজন্য আজকে কাছাড় জেলা বিজেপির সাংগঠনিক সভায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব নেওয়া হয়েছে। তিনি বলেন,শিলচর বীরবল বাজার থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ কাজ শুরু হবে এবং মধুরাঘাট বরাক সেতুর শিলান্যাস হবে। শীঘ্রই কাছাড়ের মহিলা সবলীকরণে দশ হাজার টাকা করে বিতরণ করা হবে। আগামী জানুয়ারিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বরাপানী থেকে বদরপুর এক্সপ্রেস ওয়ে,ডলু বিমানবন্দরের শিলান্যাসে প্রধানমন্ত্রী আসতে পারেন। জানুয়ারির মধ্যে বরাক ভেলি সেক্রেটারিয়েট উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিজেপির জেলা সভাপতি রূপম সাহা উপস্থিত ছিলেন।

07/10/2025

বিজেপি সরকারের আমলে বরাক উপত্যকার আমূল পরিবর্তন হয়েছে, মন্তব্য দিলীপ শইকিয়ার।

📌বহু প্রতীক্ষার পর হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব পেলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন লস্কর। খুশির জো...
07/10/2025

📌বহু প্রতীক্ষার পর হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব পেলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন লস্কর। খুশির জোয়ার দলীয় কর্মী সমর্থকদের মধ্যে।

  বেরেঙ্গা চতুর্থ খন্ডে তিন সন্তানের জননী সীতা বেগমের নিজ ঘরেই রহস্যজনক মৃ'তদে'হ উদ্ধার। স্বামী আক্তার লস্কর কর্মসূত্রে ...
07/10/2025

বেরেঙ্গা চতুর্থ খন্ডে তিন সন্তানের জননী সীতা বেগমের নিজ ঘরেই রহস্যজনক মৃ'তদে'হ উদ্ধার। স্বামী আক্তার লস্কর কর্মসূত্রে মিজোরামে থাকেন।

শিলচরে অরুণোদয় 3.0 এর সুচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া।
07/10/2025

শিলচরে অরুণোদয় 3.0 এর সুচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া।

ধলাই বিধানসভার আইরংমারা জিপির দুই নম্বর বুথে "অরুণোদয় ৩.০" মুখ্যমন্ত্রীর সূচনা অনুষ্ঠান এলইডিতে প্রত্যক্ষ করছে মহিলারা।...
07/10/2025

ধলাই বিধানসভার আইরংমারা জিপির দুই নম্বর বুথে "অরুণোদয় ৩.০" মুখ্যমন্ত্রীর সূচনা অনুষ্ঠান এলইডিতে প্রত্যক্ষ করছে মহিলারা। অনুষ্ঠানে বিধায়ক নীহার রঞ্জন দাস সহ বিজেপির কার্যকর্তারা উপস্থিত রয়েছেন।

লক্ষ্মী পূজায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
07/10/2025

লক্ষ্মী পূজায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

Address

Silchar

Alerts

Be the first to know and let us send you an email when Daily Barak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Barak:

Share