Daily Barak

Daily Barak তথ্য ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ দেখুন ডেইলি বরাক পেইজে। আমাদের whatsapp নাম্বার - 8812906048

খোয়াইয়ে ফের তিন বাংলাদেশি আটকখোয়াই শহর ফের সরগরম হয়ে উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশ ও মানব পাচার চক্রের অভিযোগে। স্থানীয় নাগর...
03/11/2025

খোয়াইয়ে ফের তিন বাংলাদেশি আটক

খোয়াই শহর ফের সরগরম হয়ে উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশ ও মানব পাচার চক্রের অভিযোগে। স্থানীয় নাগরিকদের তৎপরতায় ফের তিন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় খোয়াই শহরের সুভাষপার্ক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন তিন ব্যক্তি। এলাকার সচেতন নাগরিকরা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে জনগণই তাঁদের আটক করে সুভাষপার্ক আউটপোস্টে খবর দেয়।

ধৃত বাংলাদেশী নাগরিকদের পরিচয়— শংকর (ঠাকুরধন) দাস (৩৫), রাতুল চন্দ্র দাস (১৯) এবং হৃদয় চক্রবর্তী (২৫)। তিনজনই বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিবাসী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন যে, শিলচর থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে স্থানীয় এক দালালের সহযোগিতা নিয়েছিলেন। তবে পুলিশের জেরায় তাঁদের বক্তব্যে একাধিক অসামঞ্জস্য দেখা দেয়, যা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার সময় ট্রাফিক বিভাগের কর্মী সমীর বাবুকে ঘটনাস্থলে দেখা গেলেও, সংবাদমাধ্যম পৌঁছাতেই তিনি দ্রুত স্থান ত্যাগ করেন বলে অভিযোগ। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন উঠেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত বাংলাদেশী নাগরিকরা জানায় যে তারা শিলচর থেকে অবৈধভাবে বাংলাদেশ নিজ বাড়ীর দিকে যাওয়ার জন্য স্থানীয় দালালের সহযোগিতা নিয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে তাদের কথোপকথনে অনেক অসংলগ্নতা ধরা পড়ে। এমনকি বাগে পেয়েও একমাত্র বাংলাদেশী নাগরিকদের অসহযোগিতায় দালাল চক্রকে জালে তোলা সম্ভব হয়নি এখনও। দালাল সৈকত দাস ফোন করে বাংলাদেশী নাগরিকদের অবস্থান জানতে চাইছিলো। যদি তারা পুলিশকে সহযোগিতা করতো সৈকতের সাথে আরও একটু কথাবার্তা চালিয়ে যেত তাহলেই একটা বড়ো দালাল চক্র পুলিশের জালে উঠতো। কিন্তু তা সম্ভব হয়নি। অবাক করার বিষয় সাংবাদিকের উপস্থিতিতে ধৃতরা নিজেদের বাংলাদেশী বলে দাবি করছে, কিন্তু তাদের কাছে বৈধ ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় ভারতের প্রমাণাদি রয়েছে বলে পুলিশকে জানায়। ত্রিপুরা থেকে গোপাল সিং এর প্রতিবেদন।

📌সারা রাজ্যের সাথে শিলচরেও এস.এম. দেব অসামরিক হাসপাতালে ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল...
03/11/2025

📌সারা রাজ্যের সাথে শিলচরেও এস.এম. দেব অসামরিক হাসপাতালে ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর আন্দোলন শুরু হয়েছে। *কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট”* চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

ধলাইর মালুগ্রামে জনতার হাতে আটক গরু চোর। দিন দুপুরের গরু চুরি করে বিক্রি করতে গিয়ে হাতেনাতে জনতার হাতে আটক হলো এক গরু চো...
03/11/2025

ধলাইর মালুগ্রামে জনতার হাতে আটক গরু চোর। দিন দুপুরের গরু চুরি করে বিক্রি করতে গিয়ে হাতেনাতে জনতার হাতে আটক হলো এক গরু চোর। জানা গিয়েছে, ধলাইর পানিভরা গ্রামের বিশু নাথ নামের এক ব্যাক্তি রামপ্রসাদপুর সিতাকুণ্ড গ্রামের একটি গরু চুরি করে মালুগ্রামে নিয়ে যায়। সেখানে বিক্রি করে গাড়িতে তোলার সময় জনতার হাতে ধরা পড়ে বিশু।

   শ্রীভুমিতে এনএইচএম কর্মীদের তিনদিনব্যাপী অবস্থান ধর্মঘট পালনসারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভুমিতে ন্যাশনাল হেলথ ম...
03/11/2025

শ্রীভুমিতে এনএইচএম কর্মীদের তিনদিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন

সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভুমিতে ন্যাশনাল হেলথ মিশন কর্মীদের অবস্থান ধর্মঘট পালন, আজ করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের পাশে অবস্থান ধর্মঘটে বসলেন শ্রীভুমি জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের এনএইচএম পুরুষ মহিলা কর্মীরা। ন্যাশনাল হেলথ মিশন (এনএইচএম) কর্মীরা তাদের দীর্ঘদিনের দাবী “সমান কাজের জন্য সমান বেতন” এবং অন্যান্য বকেয়া বিষয়ের সমাধানের জন্য ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন কার্যসূচি অব্যাহত রাখবেন। এই অবস্থান ধর্মঘট পালন অনুষ্ঠিত হওয়া যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক কার্যালয়ের সামনে বিভিন্ন পদমর্যাদার মোট ৪৮৬ জন এনএইচএম কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

03/11/2025

ধলাই সমষ্ঠির মালুগ্রামে জনতার হাতে আটক এক গরু চোর।

03/11/2025

ধলাই সমষ্ঠির মালুগ্রামে জনতার হাতে আটক এক গরু চোর।

রবিবার সন্ধ্যারাতে শিলচর তারাপুরে বেপরোয়া অটোর ধাক্কায় কমপক্ষে পাচ থেকে ছয়জন পথচারী আহ'ত ও বেশকটি অটো ধুমড়ে মুচড়ে দ...
03/11/2025

রবিবার সন্ধ্যারাতে শিলচর তারাপুরে বেপরোয়া অটোর ধাক্কায় কমপক্ষে পাচ থেকে ছয়জন পথচারী আহ'ত ও বেশকটি অটো ধুমড়ে মুচড়ে দেয়। পরে বেপরোহা অটোটিকে অলক ফার্মেসীর সামনে গতিরোধ করেন স্থানীয় লোকজনেরা। তবে চালক বহিরাগত যুবকটি ড্রাগসের নেশাগ্ৰস্থ বলে সন্ধেহ প্রকাশ করেন উপস্থিত জনেরা। পরে ঘাতক অটো সহ চালককে তারাপুর ফাঁড়ির হাতে সমঝে দেন স্থানীয়রা।

📌মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের জনপ্রিয়তা কমছে, চাইলেই নতুন মুখ আনবে বিজেপি, মন্তব্য সাংসদ সুস্মিতার।রাজ্যে মুখ্যমন্ত্রী হ...
03/11/2025

📌মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের জনপ্রিয়তা কমছে, চাইলেই নতুন মুখ আনবে বিজেপি, মন্তব্য সাংসদ সুস্মিতার।

রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের জনপ্রিয়তা কমেছে, মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে রাজ্যে তাঁর জন্যই আন্দোলন চলছে, সুতরাং বিজেপি চাইলে নতুন মুখ আনতে পারে। যেকোনো মুহূর্তে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। আজ শ্রীভূমিতে এসে এই কথাই বললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, জুবিন গার্গ এর মৃত্যুর তদন্তে যে মামলা হয়েছে সেই মামলায় চার্জশিট দিলেই হবে না । উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে ,প্রমাণ ছাড়া চার্জশিট দিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন সুস্মিতা।

03/11/2025

বরাকের সিন্ডিকেট নিয়ে তৃনমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবের মন্তব্য।

03/11/2025

বিভিন্ন দাবিতে সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে শ্রীভূমিতে বিক্ষোভ তৃনমূল কংগ্রেসের।

03/11/2025

বিভিন্ন দাবিতে সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে শ্রীভূমিতে বিক্ষোভ তৃনমূল কংগ্রেসের।

বিভিন্ন দাবিতে সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে শ্রীভূমিতে বিক্ষোভ মিছিল তৃনমূল কংগ্রেসের।
03/11/2025

বিভিন্ন দাবিতে সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে শ্রীভূমিতে বিক্ষোভ মিছিল তৃনমূল কংগ্রেসের।

Address

Silchar

Alerts

Be the first to know and let us send you an email when Daily Barak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Barak:

Share