
31/10/2024
সুখ ভেঙ্গে আজ সুখেই থেকো
থাকুক ঠোঁটে হাসি,
এই আমিটা হাটবে না আর
তোমার পাশাপাশি।
খুব গোপনে থাকুক বেঁচে
অনুভূতির আলো,
একটা মানুষ আজও একা
বড্ড আগোছালো।
ডাকনামে আর তোমায় কভু
ডাকবো না গো প্রিয়,
আমি না হয় ঘৃণার মানুষ
ঘৃণায় রেখে দিও।
➥ᑭK ᗩᗷᗪᑌᒪ