Silchar Tech Info

Silchar Tech Info এই পেইজে আপনারা ইতিহাস, নিউজ আপডেট, রহস্য সহ অন্যান্য তথ্যের ভিডিও পাবেন
(1)

11/09/2025

দূর্গা পূজোর আগে হয়ে যান মালামাল দারুণ ভাগ্য পরিক্ষা করার সুযোগ যোগাযোগ করুন 7896642538//9864514570


10/08/2025

How to make roti tawa | কিভাবে রুটি তাওয়া তৈরি করা হয়






05/08/2025

See how this machine works. | দেখুন কীভাবে এই মেশিন কাজ করছে








02/08/2025

How is brass grating made? | কীভাবে তৈরি করা হয় পিতলের গ্রাস

31/07/2025

How glass theft is made | কাচের চুরি কীভাবে তৈরি হয়








24/07/2025

How steel containers are made in factories | কারখানায় স্টিলের বাসন কীভাবে তৈরি করা হয়








23/07/2025

How is hamam dasta made? | হাম্মাম দাস্তা কিভাবে তৈরি হয়








22/07/2025

How to make a new cauldron from pistons and old aluminum | কীভাবে পিস্টন এবং পুরোনো এলুমিনিয়াম দিয়ে নতুন কড়াই তৈরি করা হয়








21/07/2025

How to make sacks from yarn extracted from trees | কিভাবে গাছ থেকে সুতা বের করে বস্তা তৈরি করা হয়








সোমবারের ব্রতএক গ্রামে বাস করত এক সাধাসিধে ছেলে, তার নাম রঘু। সে ছিল খুব দয়ালু আর পরিশ্রমী। সারাদিন মাঠে কাজ করত, কিন্ত...
21/07/2025

সোমবারের ব্রত

এক গ্রামে বাস করত এক সাধাসিধে ছেলে, তার নাম রঘু। সে ছিল খুব দয়ালু আর পরিশ্রমী। সারাদিন মাঠে কাজ করত, কিন্তু মনটা সবসময় ভক্তিভরে ভরে থাকত। ছোটবেলা থেকেই তার মা তাকে শিব ঠাকুরের কথা শোনাতেন। তিনি বলতেন, “সোমবার হল শিব ঠাকুরের দিন, যেদিন ভক্তি করে উপবাস করলে ঠাকুর মনস্কামনা পূর্ণ করেন।”

রঘু মায়ের কথা মনেপ্রাণে বিশ্বাস করত। তার জীবনে অনেক অভাব ছিল, কিন্তু সে কখনো অভিযোগ করত না। সে সিদ্ধান্ত নিল, সে প্রতি সোমবার উপবাস রেখে শিব ঠাকুরকে পুজো করবে।

প্রথম সোমবার সে কিছুই খেল না, সকালবেলা পুকুরে গিয়ে স্নান করে, গাছতলায় ছোট্ট শিবলিঙ্গে জল ঢেলে, কিছু বেলপাতা দিয়ে পুজো করল। সে প্রার্থনা করল, “ঠাকুর, আমি কিছু চাই না, শুধু যেন আমার মন থেকে কষ্ট চলে যায়, আর মা যেন সুখে থাকে।”

এইভাবে একের পর এক সোমবার কেটে গেল। গ্রামে সকলে রঘুর এই নিষ্ঠায় অবাক হয়ে গেল। কেউ কেউ হাসত, কেউ বা আবার বলত, “ওসব করে কিছু হয় না।” কিন্তু রঘু হাল ছাড়েনি।

একদিন সকালে রঘু কাজে যাওয়ার পথে এক বৃদ্ধকে রাস্তায় কষ্টে হেঁটে যেতে দেখে সাহায্য করল। তাকে জল দিল, বিশ্রাম নিতে বলল। বৃদ্ধটি হঠাৎ বললেন, “তুই খুব ভালো ছেলে রে। আমি তোর শিব ঠাকুর।” এই কথা শুনে রঘু অবাক হয়ে গেল। সে মাথা নুইয়ে প্রণাম করল।

শিব ঠাকুর বললেন, “তোর ভক্তি, তোর নিষ্ঠা আমাকে ডেকেছে। আমি তোর বাড়িতে সুখ ও শান্তি দিচ্ছি।” এর পর থেকে রঘুর ভাগ্য একে একে বদলাতে লাগল—তার জমিতে ভালো ফসল হতে লাগল, মা সুস্থ হয়ে উঠলেন, আর গ্রামে সকলে তাকে সম্মান করতে শুরু করল।

রঘু কিন্তু বদলায়নি। সে এখনও প্রতি সোমবার শিব ঠাকুরকে পুজো করে। সে বলে, “আমি কিছু চাই না, শুধু যেন সবার মন শান্তিতে ভরে থাকে।”

গল্পের শিক্ষা: সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না। নিষ্ঠা আর ভালো মন নিয়ে কেউ কিছু করলে, ঈশ্বর নিজেই তাকে আশীর্বাদ করেন।








20/07/2025

See how a brass pot is made | দেখুন কীভাবে তৈরি হয় পিতলের গামলা








মা হওয়া সহজ নয়    কিছু খুঁজে না পেলে যা ইচ্ছে বলে দিতাম , রান্নায় নুন কম হলে মুখ বাঁকাতে ভুলতাম না , ১৮ বছর হয়ে গিয়েছে ব...
20/07/2025

মা হওয়া সহজ নয়
কিছু খুঁজে না পেলে যা ইচ্ছে বলে দিতাম , রান্নায় নুন কম হলে মুখ বাঁকাতে ভুলতাম না , ১৮ বছর হয়ে গিয়েছে বলে বারণও শুনতাম না , নবাব কন্যার মতো খেয়ে বিশ্রাম নিতাম ।
ভাবিনি কোনোদিনও একটা মানুষ সারাদিন কী কী করে , কী কী না করলে আমি কতখানি অসুবিধায় পরতে পারতাম !
আজ বুঝি মা ! যখন একজন সেই একই কাজগুলো আমার সাথে করে । ক্ষমা করো মা ! মেয়ে থাকাকালীন তোমায় বুঝিনি , আজ মা হয়ে বুঝতে পারছি , " মা হওয়া সহজ নয় ! "








Address

Silchar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silchar Tech Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share