13/11/2025
লক্ষীপুরে পুলিশের অভিযান, পাহাড়ি জঙ্গল থেকে ৬৬৪ গ্রাম হেরোইন উদ্ধার।
মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করল কাছাড় জেলা পুলিশ। কাছাড়ের লক্ষীপুর থানার পুলিশ জুজাং পাহাড়ের জঙ্গলে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষীপুর থানার মামলা নম্বর ১৪০/২৫ এর ভিত্তিতে এক অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বয়ানের ওপর ভিত্তি করে পুলিশ জানতে পারে, জুজাং পাহাড়ের জঙ্গলের একটি নির্জন স্থানে আরও মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। এর পরেই অভিযান চালানো হয়। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন।