দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24

  • Home
  • India
  • Silchar
  • দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24

দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24 🗼Regd. Under MSME Govt. of India.
📱Public Grievience Cell I/c
Sabir Ahmed Mazumder
📞03842 291808
(4)

17/08/2025

ধলাইর পালংঘাটে ভ"য়ঙ্কর বাস দুর্ঘ"টনা। ২ শি"শু সহ গুরুতর আহ"ত ১০

  পালংঘাটে ভয়ঙ্কর বাস দুর্ঘ"টনা। আহ"ত অন্তত ১০জন যাত্রী। 👉ভিডিও রয়েছে পরবর্তীতে। 👉রবিবার সন্ধ্যায় কাবুগঞ্জ-আমড়াঘাট পূর্ত...
17/08/2025

পালংঘাটে ভয়ঙ্কর বাস দুর্ঘ"টনা। আহ"ত অন্তত ১০জন যাত্রী। 👉ভিডিও রয়েছে পরবর্তীতে। 👉
রবিবার সন্ধ্যায় কাবুগঞ্জ-আমড়াঘাট পূর্ত সড়কের পালংঘাটের ডুগরুবস্তি এলাকায় সংঘটিত মর্মান্তিক বাস দুর্ঘট"নায় অন্তত ১০জন যাত্রী গুরুতর আহ"ত হয়েছেন। এছাড়া আরো যাত্রী সামান্য আ"ঘাতপ্রাপ্ত হয়েছেন। গুরুতর আহতদের বেশীরভাগ মহিলা যাত্রী এবং ২জন শিশু ছিলেন। যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান , গাড়িটি ঝুলনপুল সেতুর পাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরবর্তীতে চালক সেখান থেকে তার দিয়ে বেঁধে গাড়িটি নিয়ে আমড়ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। এমতাবস্থায় পালংঘাট উন্নয়ন খণ্ড কার্যালয় পার হয়ে ডুগরুবস্তীতে পৌঁছাতে একটি মোটরসাইকেলকে সামনে দেখে নিয়ন্ত্রণ হারান চালক। সেখানেই রাস্তার বাম পাশে আনুমানিক একটি খাদে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে পালটি খায় বাসটি। আহ"ত হয়েছেন মোটরসাইকেল চালক সোনাইর নগদীরগ্রাম ৪র্থ খণ্ডের বাসিন্দা দীপক শুক্লবৈদ্যের ছেলে দীপন শুক্লবৈদ্য(২৬)।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মোহনখালের মাসুক আলী লস্করের স্ত্রী আছমা বেগম লস্কর(৩৫) এবং থাংগিম ২য় খণ্ডের বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে ফারহান হুসেন লস্কর(৫) এর অবস্থা সংক"ট জনক। এছাড়া গুরুতর আহ"ত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থাংগিম ২য় খণ্ডের বাসিন্দা সাহানারা বেগম লস্কর(২৭), মোহনখালের বাসিন্দা রুকিয়া বেগম লস্কর (১৯), কল্যানপুরের বাসিন্দা দিপ্তী রায়(৪৮)। পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসারত গঙ্গানগর ২ম খণ্ডের বাসিন্দা সীতাংশু বর্মন(৪৮) পাঠবাড়ির বাসিন্দা মৃনালী দাস(৪৮), কৃষ্ণপুরের বাসিন্দা শেফালী রানী দাস(৪০) ও কৃষ্ণপুরের বাসিন্দা সুরেন্দ্র দাস। তারা সবাই ধলাই বিধানসভা এলাকার বাসিন্দা।

পুলিশ অফিসারের ছদ্মবেশে প্রতারণা, কালাইন থেকে যুবক গ্রেপ্তারআসাম পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা চালিয়ে অবশেষে পুলি...
17/08/2025

পুলিশ অফিসারের ছদ্মবেশে প্রতারণা, কালাইন থেকে যুবক গ্রেপ্তার

আসাম পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা চালিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। গ্রেপ্তারকৃত যুবকের নাম সামিদ হোসেন বড়ভুইয়া (২৩), পিতা ওয়াইসউদ্দিন বড়ভূঁইয়া কেলমা পার্ট-ভিআই, থানাঃ কালাইন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ইউনিফর্ম পরিহিত ছবি প্রদর্শন করত। এভাবেই সে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আসাম পুলিশে ড্রাইভার পদে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লখীপুর থানার অন্তর্গত রূপাইবালি এলাকার একাধিক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়।

ঘটনার পর প্রতারণার শিকার ব্যক্তিরা অভিযোগ দায়ের করলে কালাইন থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং শেষমেষ কালাইন এলাকা থেকে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় কালাইন থানায় মামলা নং ৮৮/২০২৫ দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধি (BNS) এর ৩১৯(২)/৩১৮(২)/৩১৬(২)/১১২(২) ধারায়।

অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

17/08/2025

৩০৬ নং জাতীয় সড়কের নরসিংপুরে লরি ও অটোর মুখোমুখি সংঘ"র্ষ।

17/08/2025

ধলাইয়ে দুর্ধর্ষ ডা কাতি। প্রৌঢ়ের হাত-পা বেঁ"ধে লুট নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার ইত্যাদি

সোনাই টাউন ঈদগাহ নির্মাণ কাজের শিলান্যাস করলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া
17/08/2025

সোনাই টাউন ঈদগাহ নির্মাণ কাজের শিলান্যাস করলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া

17/08/2025

কাবুগঞ্জ ভুবনেশ্বরী কালীবাড়িতে ৫ লক্ষ টাকার কাজের শিলান্যাস করলেন সোনাইর বিধায়ক

রাইজিং ক্লাব লক্ষীপুরকে ২-১ গোলে হারাল আনন্দখাল এফসি। মাতা সংঘ ক্লাব পালংঘাট আয়োজিত পঞ্চম শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতি ...
16/08/2025

রাইজিং ক্লাব লক্ষীপুরকে ২-১ গোলে হারাল আনন্দখাল এফসি।
মাতা সংঘ ক্লাব পালংঘাট আয়োজিত পঞ্চম শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতি প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টে রাইজিং ক্লাব লক্ষীপুরকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ২য় রাউন্ডে প্রবেশ করলো ধলাইর আনন্দখাল এফসি। এদিনের ম্যাচে অসাধারণ খেলা প্রদর্শন করেন বিজয়ী দলের গোল রক্ষক মঞ্জুল হুসেন। ম্যাচ শেষে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

16/08/2025

কালো চশমার আড়ালে ধলাইর আমড়াঘাট-রামমানিকপুর পূর্ত সড়ক।

⚽ ১১ উপহার। মাতৃভূমি কাপে ১১-০ গোলে ইসলামাবাদের বিশাল জয়।বিপক্ষ আরোহি স্টোর জামালপুরকে গোলের বন্যায় ভাসিয়ে 'ডি' গ্রুপ থ...
16/08/2025

⚽ ১১ উপহার। মাতৃভূমি কাপে ১১-০ গোলে ইসলামাবাদের বিশাল জয়।
বিপক্ষ আরোহি স্টোর জামালপুরকে গোলের বন্যায় ভাসিয়ে 'ডি' গ্রুপ থেকে তৃতীয় দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলো আব্রা স্টিল ইসলামাবাদ। শনিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে রীতিমত একপেশে খেলায় আরহু স্টোর জামালপুর এফসি-কে ১১-০ গোলের বিশাল ব্যবধানে পরাস্ত করেছে তারা।

16/08/2025

ভুবন পাহাড়ে জুম চাষ নিয়ে র"ক্তক্ষয়ী সং"ঘর্ষ: আহ"ত ২। আটক ২। উত্তে"জনা

পালংঘাট ফুটবল টুর্নামেন্টে দর্মিখাল এফসিকে ৩-১ গোলে হারাল মণিপুর এফসি
16/08/2025

পালংঘাট ফুটবল টুর্নামেন্টে দর্মিখাল এফসিকে ৩-১ গোলে হারাল মণিপুর এফসি

Address

Silchar

Alerts

Be the first to know and let us send you an email when দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24:

Share