দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24

  • Home
  • India
  • Silchar
  • দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24

দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24 🗼Regd. Under MSME Govt. of India.
📱Public Grievience Cell I/c
Sabir Ahmed Mazumder
📞03842 291808
(3)

31/12/2025

শুভ ইংরেজি নববর্ষের রাতের এক মনোরম দৃশ্য। আতসবাজিতে মেতে উঠলো গোটা আসাম। ২০২৬

31/12/2025

#করিমগঞ্জ বিগত দু'দিনে ১লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে আবগারি বিভাগ।

31/12/2025

শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

🖐️২০২৫🖐️ 🙏২০২৬🙏

31/12/2025

ধলাইর শ্যামাচরণপুরে ভ"য়ঙ্কর দুর্ঘ"টনায় আহ"ত ৪। ২জনের অবস্থা সংক"ট জনক। #কাছাড়

31/12/2025

হেল্মেট ভুলে গিয়েছি।
ইংরেজি নববর্ষের প্রাক্কালে দুর্ঘ"টনা প্রতিরোধে শিলচরে নাকা চেকিং কাছাড় পুলিশের

31/12/2025

কাবুগঞ্জে এইট-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ৫ জানুয়ারী

31/12/2025

পাঁচগ্রামে ব্যাক্তিগত বাহন ও বাইকের ভ"য়ংকর সংঘ"র্ষ। নিহ"ত পুলিশ কর্মী। শ্রীভূমি #করিমগঞ্জ #কাছাড়

31/12/2025

এসবিএফসি ফাইনান্সের থেকে ঋণ নিয়ে বিপাকে গ্রাহকরা। মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র

30/12/2025

ধলাইর পালংঘাটে ভ্যানের তাড়া খেয়ে দুর্ঘট"নাগ্রস্ত ই-রিক্সা, গুরুতর আহত ২

  বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ।ঢাকা, প্রতিনিধি :বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্ত...
30/12/2025

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ।
ঢাকা, প্রতিনিধি :
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটল। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তাঁর প্রয়াণের খবরে গোটা বাংলাদেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গভীর শোক ও সমবেদনা লক্ষ্য করা যাচ্ছে।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক প্রভাবশালী ও আলোচিত নেত্রী ছিলেন। তিনি দুই দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন—প্রথম দফায় ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। তাঁর নেতৃত্বে দেশের রাজনীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ও গণতান্ত্রিক আন্দোলনের সাক্ষী হয়েছে বাংলাদেশ।
নারী নেতৃত্বের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দৃঢ় নেতৃত্ব দিয়ে দীর্ঘ সময় দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ও পরবর্তী আনুষ্ঠানিকতা নিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ এক অভিজ্ঞ, শক্তিশালী ও ঐতিহাসিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল—এমনটাই মত রাজনৈতিক মহলের।

  ধলাইয়ে উদ্ধার হেরোইন, আটক ১মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে ধলাইর ভাগা...
30/12/2025

ধলাইয়ে উদ্ধার হেরোইন, আটক ১

মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে ধলাইর ভাগা বাজার এলাকায় কাছাড় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় মোট ১০টি সাবান কেসে ভরা হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১১৯.২০ গ্রাম। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

  মিজোরামের সেরছিপে তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার দীর্ঘ প্রায় আড়াই মাস পর  সোনাইর কাবুগঞ্জের চালকের মৃত্যু। মিজোরামের সেরছি...
29/12/2025

মিজোরামের সেরছিপে তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার দীর্ঘ প্রায় আড়াই মাস পর সোনাইর কাবুগঞ্জের চালকের মৃত্যু।

মিজোরামের সেরছিপ জেলায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনার প্রায় আড়াই মাস পর অবশেষে মৃত্যু হলো গুরুতর আহত তেলবাহী ট্যাঙ্কার চালক জাকির হুসেন লস্কর ওরফে টিটু লস্করের। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে আসামের কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত কাবুগঞ্জ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শনিবার দুপুরে মিজোরামের সেরছিপ জেলার সাইলিং–বাত্তুম এলাকায় আইজল–লংতলাই জাতীয় সড়কে একটি তেলবাহী ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫০–২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। শিলচর থেকে লংতলাইয়ের উদ্দেশ্যে যাত্রারত ট্যাঙ্কারটি খাদে পড়ে সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। দুর্ঘটনায় চালক জাকির হুসেন লস্কর (টিটু) ও সহকারী চালক হাসান লস্কর গুরুতর আহত হন। দু’জনই কাছাড় জেলার কাবুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। গভীর খাদে নেমে দীর্ঘ প্রচেষ্টার পর ট্যাঙ্কারের ক্যাবিনের নিচ থেকে প্রথমে সহকারী চালক হাসান লস্করকে এবং পরে অচেতন অবস্থায় চালক টিটু লস্করকে উদ্ধার করা হয়। দু’জনকেই প্রথমে সংকটজনক অবস্থায় সেরছিপ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দু’দিন পর টিটু লস্করকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালেও স্থানান্তর করা হয়। দীর্ঘদিন ধরে আইসিইউসহ বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন থাকার পরও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
অন্যদিকে, সহকারী চালক হাসান লস্কর চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বলে জানা গেছে। তবে চালক টিটু লস্করের অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল বলে জানা যায়।
সোমবার জাকির হুসেন লস্কর (টিটু)-এর মৃত্যুর খবর কাবুগঞ্জে পৌঁছাতেই এলাকায় শোকের মাতম । তাঁর অকাল প্রয়াণে পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি নিহতের পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণ ও সহায়তার দাবিও জোরালো হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। আগামীকাল জানাজা।

Address

Nagdirgram Pt III, PO Kabuganj
Silchar
788121

Alerts

Be the first to know and let us send you an email when দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24:

Share