দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24

  • Home
  • India
  • Silchar
  • দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24

দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24 🗼Regd. Under MSME Govt. of India.
📱Public Grievience Cell I/c
Sabir Ahmed Mazumder
📞03842 291808
(3)

  লক্ষীপুরে পুলিশের অভিযান, পাহাড়ি জঙ্গল থেকে ৬৬৪ গ্রাম হেরোইন উদ্ধার। মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করল কাছাড় জ...
13/11/2025

লক্ষীপুরে পুলিশের অভিযান, পাহাড়ি জঙ্গল থেকে ৬৬৪ গ্রাম হেরোইন উদ্ধার।

মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করল কাছাড় জেলা পুলিশ। কাছাড়ের লক্ষীপুর থানার পুলিশ জুজাং পাহাড়ের জঙ্গলে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষীপুর থানার মামলা নম্বর ১৪০/২৫ এর ভিত্তিতে এক অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বয়ানের ওপর ভিত্তি করে পুলিশ জানতে পারে, জুজাং পাহাড়ের জঙ্গলের একটি নির্জন স্থানে আরও মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। এর পরেই অভিযান চালানো হয়। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন।

  দিল্লির লালকেল্লা বিস্ফোরণ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে এবার হাইলাকান্দি থেকে আটক এক যুবক!আটক যুবক ফরিদ উদ্দিন লস্ক...
13/11/2025

দিল্লির লালকেল্লা বিস্ফোরণ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে এবার হাইলাকান্দি থেকে আটক এক যুবক!

আটক যুবক ফরিদ উদ্দিন লস্কর, রংপুর প্রথম খণ্ড, লালা থানার এলাকার বাসিন্দা।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই তৎপর হয় পুলিশ— দিল্লির ঘটনার মতো সংবেদনশীল বিষয়ে অপ্রীতিকর মন্তব্য মানেই আইনানুগ ব্যবস্থা!

সূত্রের খবর, ফরিদ উদ্দিনকে ইতিমধ্যেই হাইলাকান্দি আদালতে পেশ করা হয়েছে।
তবে জানা গেছে, তিনি পোস্টটি ডিলিট করে ফেলেছিলেন, এখন পুলিশ তাঁর মোবাইল থেকে পোস্টটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।

⚠️ সতর্ক থাকুন, দায়িত্বশীলভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন!

12/11/2025

বাবার ঔরসে অন্ত:স্বত্বা নাবা"লিকা, গ্রেফতার। ফেইসবুকে বিতর্কিত মন্তব্যে গ্রেফতার ১। আমড়াঘাটে..। থানায় বার্মিজ সুপারি চুরি, গ্রেফতার ১।

12/11/2025

জুবিন গার্গের নামে উৎসর্গ সেতুর ভুল সাইন বোর্ড দেখে অগ্নিশর্মা বিধায়ক শেরমান আলী

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে বাবা গ্রেফতার ১১ নভেম্বর : নিজের নাবালিকা মেয়েকে নির্যাতনের অভিযোগে উধারবন্দ থানার পুলিশ দ...
11/11/2025

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে বাবা গ্রেফতার

১১ নভেম্বর : নিজের নাবালিকা মেয়েকে নির্যাতনের অভিযোগে উধারবন্দ থানার পুলিশ দাস পদবীর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি উধারবন্দ অঞ্চলের বাসিন্দা। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাতে দয়াপুর ব্রিজ রোড এলাকা থেকে তাকে আটক করেন এসআই পাপলি দুয়ার। মঙ্গলবার তাকে শিলচর আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি শিলচর সদর থানার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নাবালিকা মেয়েটি একটি মামলা দায়ের করে। পরে মামলা তদন্তের স্বার্থে উধারবন্দ থানায় পাঠানো হয় এবং তদন্তভার পান এসআই পাপলি দুয়ার।

অভিযোগে উল্লেখ রয়েছে, ২০২২ সালে পারিবারিক কারণে মেয়েটি বাবার সঙ্গে উধারবন্দে বসবাস করছিল। সেইসময় বাবার বিরুদ্ধে মেয়েটিকে জোরপূর্বক নির্যাতনের অভিযোগ ওঠে। প্রতিবাদ করলে মেয়েটিকে ভয়ভীতি দেখানো হয় এবং কাউকে জানালে ক্ষতির হুমকি দেওয়া হয়। কিছুদিন পর অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে চলে যায় এবং মেয়েটিকে একা ফেলে রাখে।

পরবর্তীতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সে তার পিসিকে জানায়। পিসির উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং শিলচর কলেজ রোড এলাকায় এক পরিচিত ব্যক্তির কাছে রাখা হয়। এরপর মেয়েটি এক আত্মীয়ের মাধ্যমে কাজে যোগ দেয়।

পরে মেয়েটি বাবার সঙ্গে যোগাযোগ করে জানায়, তার থাকার জায়গা নেই। তখন তাকে আরেক আত্মীয়ের কাছে পাঠানো হয়। সেখানে গিয়ে মেয়েটি জানতে পারে তার বাবা দ্বিতীয়বার বিয়ে করেছেন। এরপর সৎমায়ের বাড়িতে গেলেও সেখানেও তাকে আশ্রয় দেওয়া হয়নি।

পরিস্থিতির চাপে মেয়েটি সেখান থেকে বেরিয়ে গেলে পুলিশ তাকে একটি ট্রেন থেকে উদ্ধার করে প্রথমে জালুকবাড়ি স্টেট হোমে এবং পরে শিলচরের নিবেদিতা হোমে পাঠায়।

মামলার তদন্ত চলছে।

11/11/2025

কালাইনের একটি বাড়িতে চুরি। গোয়েন্দা কুকুর দিয়ে চালানো হল তল্লাশি

11/11/2025

পূর্ব ধলাইর মোহনখাল মাদ্রাসায় ওয়াজ মাহফিল ও দস্তারবন্দী ১৮ ই নভেম্বর

11/11/2025

বড়খলায় অগ্নিকাণ্ড, উত্তেজনা এলাকায়। উদারবন্দে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃ"তদেহ উদ্ধার

11/11/2025

উদারবন্দ ত্রিপ্রাপুঞ্জিতে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ। চাঞ্চল্য

11/11/2025

বড়খলায় অগ্নিকা"ণ্ড! অগ্নি নির্বাপক বাহিনী দেরীতে পৌছানোকে কেন্দ্র করে উত্তে"জনা

সোনাই-ধলাই সংযোগকারী ঝুলনপুল সেতুর র‍্যালিং তৈরি হলেই উন্মুক্ত হবে। তবে বেশ কয়েকদিন ধরে কাজ বন্ধ রয়েছে, এনিয়ে জনমনে বিভি...
11/11/2025

সোনাই-ধলাই সংযোগকারী ঝুলনপুল সেতুর র‍্যালিং তৈরি হলেই উন্মুক্ত হবে। তবে বেশ কয়েকদিন ধরে কাজ বন্ধ রয়েছে, এনিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন

10/11/2025

অতিরিক্ত পাথর বুঝাই ডাম্পার চলাচল! চরম বিপর্যয়ের মুখে সোনাইয়ের গুরুত্বপূর্ণ হাতিখাল সেতু?

Address

Nagdirgram Pt III, PO Kabuganj
Silchar
788121

Alerts

Be the first to know and let us send you an email when দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্যা বরাক লাইভ ২৪ The Barak Live24:

Share