
09/06/2025
১৩৭ নম্বর সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের অধীনে বন্যা আক্রান্ত কিছু গ্রাম গুলোকে সরকারি কিছু খাদ্য সামগ্রী আজ বিতরণ করা হয় খাদ্য সামগ্রী গুলি ছিল চাল ডাল লবণ তেল আর ও অন্যান্য ৭ টি ক্যাম্পে সর্বমোট ৪৫০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন ক্যাম্প ইনচার্জ সুশীল চন্দ্র রায় ( হাজী মুজাইদ আলী রুযেল হাই স্কুলের শিক্ষক ) মনোজ কুমার সপ্তগ্রাম এমবি স্কুলের শিক্ষক
আঞ্চলিক পঞ্চায়েত জাহেদ আহমেদ লস্কর
৪ নং ওয়ার্ডের সদস্য ও সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের সভাপতি পদপ্রার্থী তৈয়বুর রহমান মজুমদারের ৭ নং ওয়ার্ডের সদস্যা প্রতিনিধি কামাল উদ্দিন লস্কর ৬ নং ওয়ার্ডের সদস্য সাদুল্লাহ লস্কর ৮ নং ওয়ার্ডের সদস্যা কল্পনা বেগম লস্কর মতিবুর রহমান লস্কর ১০নং ওয়ার্ডের সদস্যা বেবি বেগম তালুকদার
৯ নং ওয়ার্ডের সদস্যা প্রতিনিধি আলতাফ হোসেন বড়ভাইয়া (টিলা মনি) বিশিষ্ট সমাজসেবী ও মুরুব্বিগণ উপস্থিত ছিলেন