Sunar Barak Bharta সুনার বরাক বার্তা

  • Home
  • India
  • Silchar
  • Sunar Barak Bharta সুনার বরাক বার্তা

Sunar Barak Bharta সুনার বরাক বার্তা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sunar Barak Bharta সুনার বরাক বার্তা, Media/News Company, Silchar.

১৩৭ নম্বর সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের অধীনে বন্যা আক্রান্ত কিছু গ্রাম গুলোকে সরকারি কিছু খাদ্য সামগ্রী আজ বিতরণ করা হয় খ...
09/06/2025

১৩৭ নম্বর সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের অধীনে বন্যা আক্রান্ত কিছু গ্রাম গুলোকে সরকারি কিছু খাদ্য সামগ্রী আজ বিতরণ করা হয় খাদ্য সামগ্রী গুলি ছিল চাল ডাল লবণ তেল আর ও অন্যান্য ৭ টি ক্যাম্পে সর্বমোট ৪৫০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন ক্যাম্প ইনচার্জ সুশীল চন্দ্র রায় ( হাজী মুজাইদ আলী রুযেল হাই স্কুলের শিক্ষক ) মনোজ কুমার সপ্তগ্রাম এমবি স্কুলের শিক্ষক
আঞ্চলিক পঞ্চায়েত জাহেদ আহমেদ লস্কর
৪ নং ওয়ার্ডের সদস্য ও সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের সভাপতি পদপ্রার্থী তৈয়বুর রহমান মজুমদারের ৭ নং ওয়ার্ডের সদস্যা প্রতিনিধি কামাল উদ্দিন লস্কর ৬ নং ওয়ার্ডের সদস্য সাদুল্লাহ লস্কর ৮ নং ওয়ার্ডের সদস্যা কল্পনা বেগম লস্কর মতিবুর রহমান লস্কর ১০নং ওয়ার্ডের সদস্যা বেবি বেগম তালুকদার
৯ নং ওয়ার্ডের সদস্যা প্রতিনিধি আলতাফ হোসেন বড়ভাইয়া (টিলা মনি) বিশিষ্ট সমাজসেবী ও মুরুব্বিগণ উপস্থিত ছিলেন

Eid AL-ADHA EID MUBARAK
06/06/2025

Eid AL-ADHA EID MUBARAK

অসংখ্য ধন্যবাদ মাননীয় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব, আমান ওয়াদুদ ভাই,, দীপেশ আগরওয়াল, অনিকেত মিশ্রা, আব্দুল মতিন এবং আ...
31/05/2025

অসংখ্য ধন্যবাদ মাননীয় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব, আমান ওয়াদুদ ভাই,, দীপেশ আগরওয়াল, অনিকেত মিশ্রা, আব্দুল মতিন এবং আমিনুর রহমান, গৌহাটি হাইকোর্টে বিদেশি বিতাড়ন বিষয়ে করা মামলার জন্যই আজ নো মেন্সলেনডে পুশব্যাক করা ১৩ জন পুরুষ মহিলাকে ফিরিয়ে এনে মুক্তি দিতে বাধ্য হলো আসাম সরকার। নিপীড়িত মানুষের জয়,মানবতার জয়, সত্যিই জাতির বর্তমান সময়ের মহা মানবতার একটি নিদর্শন।। ❤❤🙏🇮🇳✊

news
breaking news

20/05/2025

ইসলামাবাদ বড় বাড়ি জামে মসজি থেকে এই বছরে একই মহল্লার ছয় জন হজের উদ্দেশ্যে রওনা করছেন, এই মসজিদের সম্পাদক আহাদ আহমেদ মজুমদার, এই মসজিদের খাদেম আব্দুল ছুবান বড়ভাইয়া, হাজি আফতাব আলী মজুমদার, সঙ্গে দ্বিতীয় ছেলে আমানুল্লাহ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন মজুমদার,
এতে মহল্লা বাসী দোয়া ও মুসাফা করা হয় সভায় উপস্থিত ছিলেন অত্র মসজিদের ইমাম সাহেব জহিরুল ইসলাম , রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসার মৌলানা নাজিম উদ্দিন সাহেব, খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসার হেড মৌলানা ইকবাল হোসেন সাহেব, মাওলানা মমতাজ আলী সাহেব, সপ্তগ্রাম বড় মসজিদের ইমাম মৌলানা সাজাহান আহমেদ হাজী মজাইদ আলী রুয়েল হাই স্কুলের প্রাক্তন এরাবিক শিক্ষক মাওলানা আব্দুর রব লস্কর, সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত গ্রুপ সদস্য তৈবুর রহমান মজুমদার, ও বিশিষ্ট সমাজসেবী ও এলাকার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

17/05/2025
 .  আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনে ১৩৭ নং সপ্তগ্রাম  গাঁও পঞ্চায়েতে  ৪নং গ্রুপে নির্দল পদপ্রার্থী ও সপ্তগ্রাম গাঁও পঞ্চ...
03/04/2025

. আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনে ১৩৭ নং সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতে ৪নং গ্রুপে নির্দল পদপ্রার্থী ও সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতে সভাপতি পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের সেবায় এগিয়ে যাওয়ার আবেদন করি তৈয়বুর রাহমান মজুমদার ভাইকে। আশাকরি উনার মতো কর্মতৎপর ও বিচক্ষণ ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদী।
সম্ভাব্য কংগ্রেস সমর্থিত প্রার্থী।
#ইসলামাবাদ #কাছাড়

Address

Silchar
788120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunar Barak Bharta সুনার বরাক বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share