
16/09/2025
🌹 বাৎসরিক উরুছ মাহফিল ঘোষণা 🌹
হযরত শাহ ছুফি মকবুল হোছাইন বাগপুরী রহমতুল্লাহি আলাইহি
এর পবিত্র বাৎসরিক উরুছ মাহফিল অনুষ্ঠিত হবে—
তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, শনিবার দিবাগত রাত্রে
📍 স্থান: বাগপুর সাহেব বাড়ি
🔊 ঘোষণা প্রদান করেন:
হযরত মাওলানা সাব্বির হোসেন চৌধুরী ছাকাফি আল আজহারী (সাহেবজাদা বাগপুরী)
🌺 তাই আসুন, এই মাহফিলে উপস্থিত থেকে ওলিয়ে কামেলের দরবারের বরকত, রহমত ও ফায়েজ হাসিল করি।
🤲 আল্লাহর জিকির, দুরুদ, ও মেহফিলে ইলমের আলোয় অন্তরকে আলোকিত করি।
📢 সকলকে আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য সাদর দাওয়াত জানানো যাচ্ছে।
ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতি ও দোয়া কাম্য।