NRD

NRD There is no ShortCut Way to get Success. You must Work Hard.

31/10/2024

আমাদের সভ্য সমাজের উদ্দেশ্য উক্তিটি -

আমরা সকলেই দিন প্রতিদিন মডার্ন হয়ে যাচ্ছি এবং এই মডার্ন হতে গিয়ে আমরা নিজেদের পোশাক পাল্টেছি , চিন্তাধারা বদলেছি , খাওয়া-দাওয়া টাও অনেকটা বদলে নিয়েছি, ইত্যাদি | যদি পরিসংখ্যান কে গুরুত্ব দিয়ে বলি তাহলে প্রতিনিয়ত আমাদের দেশের কিংবা বিদেশের , গ্রামের হউক কিংবা শহরের সাক্ষরতার হার ক্রমশ বেড়েই যাচ্ছে | যদি এটাকে সত্যি ভাবি তাহলে এটা মানতে বাধ্য যে আমাদের চারপাশের মানুষ আজ প্রায় সবাই শিক্ষিত কিন্তু আদৌ কি মানুষ শিক্ষিত না এটা শুধু কাগজ কলমে লিপিবদ্ধ ! "দীপাবলি" হলো অধর্মের ওপর ধর্মের আধ্যাত্মিক বিজয়, অন্ধকারের ওপর আলো ইত্যাদি কিন্তু এখন চারিপাশের অবস্থা দেখলে মনেহয় "দীপাবলি" হলো বম ফুটানোর প্রতিযোগিতা | ঠিক আছে বিশেষ মুহূর্তে আমরা আতশবাজি করি বা সময় সাপেক্ষে আতশবাজি দেখতেও ভালো লাগে কিন্তু আমরা রাস্তা ঘাটে আতশবাজি করি , গাড়ি বা লোকজন রাস্তা তে থাকলেও আমাদের বিবেকে বাধে না | আমরা ওদেরকে দেখে দেখে বম ফুটাই | আমরা সবাই শিক্ষিত , আমরা এটাও জানি যে আতসবাজির প্রভাবে কত টুক বায়ু দূষণ হয় এবং তার কুপ্রভাব কি কি হতে পারে | আমরা এটাও জানি যে প্রতি বছর "দীপাবলি" এর দিন অসংখ্য বিবেকহীন ভাবে পটখা ফুটানোর ফলে কত জায়গায় অগ্নি সংযোগ হয় এবং ছোট বড় কত লোক আহত হন | কিন্তু এইসব পরেও আমরা নিজেদের মডার্ন , শিক্ষিত , আদি আদি বলে পরিচয় দেই | আমরা কি আদৌ শিক্ষিত ! এটাই কি আসল শিক্ষার পরিচয় !

~ 🖋️ NRD ~

07/10/2024
08/05/2024

মানুষের দুঃখ , কষ্ট , বেদনা , অভাব অনটনের সংসার দেখে সত্যি ভীষণ কষ্ট হয় , কিছু কিছু দৃশ্য দেখে চোখের জল আটকানো যায় না | কারোর চোখ নেই তো কারোর পা নেই ! কেও ইচ্ছে করেও কাজ করতে পারছে না আবার কেও কাজে গিয়ে কাজ পাচ্ছে না | ইচ্ছে হয় এইসব মানুষদের জন্য যদি কিছু করতে পারা যায় তাহলে সেটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে সবার মুখে একটুখানি হাসি ফুটানো ও অনেক কষ্টের | সুতরাং যাদের চলাফেরার মতো সামান্য টাকা আছে বা উপার্জনের পথ আছে সবার এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো কর্তৃব্য বলে আমি ভাবি | নিঃস্বার্থ ভালোবাসা এবং নিঃস্বার্থ সাহায্যের কোনো মূল্য থাকে না কিন্তু এর সুফল সর্বদা অমর হয়ে থাকে |

Pathetic End Of True Love 😔
09/04/2024

Pathetic End Of True Love 😔

পোস্ট গুলা ভালো লাগলে পেজটি লাইক এবং শেয়ার করবেন |
02/04/2024

পোস্ট গুলা ভালো লাগলে পেজটি লাইক এবং শেয়ার করবেন |

01/04/2024

বিগত কয়েকদিন ধরে শিলচর করিমগঞ্জ জুড়ে যে প্রসঙ্গ সোশ্যাল মিডিয়াতে নিরন্তর হইচই সৃষ্টি করে রেখেছে সেই প্রসঙ্গ কে মাথায় রেখে আমার লিখা দুটি কথা -

মান ,সম্মান , ব্যক্তিপরিচয় এগুলি কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না | জন্মের পর থেকে কঠোর পরিশ্রম করতে হয় | এবং এই পরিচয় পেতে গেলে অনেক সময় ও লেগে যায় কিন্তু মান-সম্মান এর বিসর্জন দিতে ১ সেকেন্ড ই যথেষ্ট | সামান্য টাকা , এনজয়মেন্ট, ঘুরা ফিরার জন্য এমন কিছু কাজ করতে নেই যার জন্য মাথা উঁচু করে বাঁচা কঠিন হয়ে যায় এবং জনসম্মুখে মুখ লুকাতে হয় | হয়তো বা আপনি আপনার ভুলের জন্য শাস্তি পেতে রাজি থাকলেও যে মা বাবা জন্ম দিলো , এতো কষ্ট করে বড় করলো তাদের আপনি কোন ভুলের শাস্তি দিবেন ! কোটি কোটি প্রাণীর মধ্যে শ্রেষ্ঠতম জনম আমরা পেয়েছি সুতরাং এটাকে ভালো কাজে লাগিয়ে মা-বাবার মাথা উঁচু করাটাই আমাদের কর্তৃব্য |



Address

Silchar

Website

Alerts

Be the first to know and let us send you an email when NRD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share