31/10/2024
আমাদের সভ্য সমাজের উদ্দেশ্য উক্তিটি -
আমরা সকলেই দিন প্রতিদিন মডার্ন হয়ে যাচ্ছি এবং এই মডার্ন হতে গিয়ে আমরা নিজেদের পোশাক পাল্টেছি , চিন্তাধারা বদলেছি , খাওয়া-দাওয়া টাও অনেকটা বদলে নিয়েছি, ইত্যাদি | যদি পরিসংখ্যান কে গুরুত্ব দিয়ে বলি তাহলে প্রতিনিয়ত আমাদের দেশের কিংবা বিদেশের , গ্রামের হউক কিংবা শহরের সাক্ষরতার হার ক্রমশ বেড়েই যাচ্ছে | যদি এটাকে সত্যি ভাবি তাহলে এটা মানতে বাধ্য যে আমাদের চারপাশের মানুষ আজ প্রায় সবাই শিক্ষিত কিন্তু আদৌ কি মানুষ শিক্ষিত না এটা শুধু কাগজ কলমে লিপিবদ্ধ ! "দীপাবলি" হলো অধর্মের ওপর ধর্মের আধ্যাত্মিক বিজয়, অন্ধকারের ওপর আলো ইত্যাদি কিন্তু এখন চারিপাশের অবস্থা দেখলে মনেহয় "দীপাবলি" হলো বম ফুটানোর প্রতিযোগিতা | ঠিক আছে বিশেষ মুহূর্তে আমরা আতশবাজি করি বা সময় সাপেক্ষে আতশবাজি দেখতেও ভালো লাগে কিন্তু আমরা রাস্তা ঘাটে আতশবাজি করি , গাড়ি বা লোকজন রাস্তা তে থাকলেও আমাদের বিবেকে বাধে না | আমরা ওদেরকে দেখে দেখে বম ফুটাই | আমরা সবাই শিক্ষিত , আমরা এটাও জানি যে আতসবাজির প্রভাবে কত টুক বায়ু দূষণ হয় এবং তার কুপ্রভাব কি কি হতে পারে | আমরা এটাও জানি যে প্রতি বছর "দীপাবলি" এর দিন অসংখ্য বিবেকহীন ভাবে পটখা ফুটানোর ফলে কত জায়গায় অগ্নি সংযোগ হয় এবং ছোট বড় কত লোক আহত হন | কিন্তু এইসব পরেও আমরা নিজেদের মডার্ন , শিক্ষিত , আদি আদি বলে পরিচয় দেই | আমরা কি আদৌ শিক্ষিত ! এটাই কি আসল শিক্ষার পরিচয় !
~ 🖋️ NRD ~