
13/09/2025
মিজোরামের জন্য আজ এক ঐতিহাসিক দিন। বহু প্রতিক্ষার পর রেলপথে যুক্ত হলো মিজোরাম। প্রতিকূল আবহাওয়ার জন্য ভার্চ্যুয়াল উদ্ভোদন হলো। রেলপথে জুড়ে গেল মিজ়োরাম! নতুন রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইজ়ল থেকেই মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে গেল মিজ়োরাম। ৮০৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বৈরবী-সৈরাং রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর মিজ়োরামের বৈরবী রেলপথে অসমের শিলচরের সঙ্গে যুক্ত। এই রেলপথ ধরে প্রথম বারের জন্য ট্রেনের চাকা গড়াতে চলেছে মিজ়োরামে। এই রেলপ্রকল্পের উদ্বোধন করে মোদী বলেন, “আজ থেকে মিজ়োরামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটল।”