31/08/2025
*শিলচরে আবারও ‘লাভ জিহাদের ঘটনা, ভুয়া পরিচয়ে বিয়ে করে গ্রেফতার এক যুবক*
বরাক উপত্যকায় ফের একবার ‘লাভ জিহাদ’ এর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলচর আশ্রম রোড স্থিত তপোবন নগর এলাকায় । নকল ভোটার আইডি ও আধার কার্ড বানিয়ে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক এক হিন্দু নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং বিবাহও সম্পন্ন করে নেয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের প্রকৃত নাম মাইনূর ইসলাম, বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। শিলচরে অলিগলিতে প্লাস্টিক সামগ্রী বিক্রি করে এবং নাম সজল দাস নামের ভুয়া ডকুমেন্টস দেখিয়ে শিলচর আশ্রম রোড স্থিত কীর্তনের গলির পিছনে এলাকা তপোবন নগরে একটি ভাড়া ঘর নেয়।
নাম পরিচয় হিন্দু দেখিয়েই এলাকার এক মহিলাকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলে বলে অভিযোগ।
ঘটনাটি এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা আজ অর্থাৎ রবিবার অভিযুক্তের ঘরে ঢুকে তচনচ করতে শুরু করেন। এমন সময় যুবকের ঘরে থাকা একটি ব্যাগ থেকে মাইনূর ইসলাম নামের ভোটার আইডি ও আধার কার্ড পাওয়া যায় । তখন আসল সত্য বেরিয়ে আসে যে, সে হিন্দু নয় বরং ভুয়ো পরিচয় ব্যবহার করে এতদিন এই সমাজে প্রতারণা করছিলো। এরপরই শিলচর সদর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক ও মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় জনতার দাবি, শুধু ভুয়া পরিচয়ে বিয়ে নয় অভিযুক্ত যুবক কীভাবে আধার কার্ড ভোটার কার্ডের মতো সরকারি নথি সংগ্রহ করলো সেটিও একটি বড় প্রশ্ন ? তাদের অভিযোগ নিশ্চয়ই এতে প্রভাবশালী কোনো গোষ্ঠী বা দালালচক্রের সহযোগিতা রয়েছে। তাই এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।
শিলচর থেকে শ্রীবাস দাসের রিপোর্ট ।