25/08/2025
প্রতি বছর দুর্গা পুজোর অনুদানের অঙ্ক একটু একটু বাড়াচ্ছে রাজ্য সরকার। চলতি বছরে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বিদ্যু বিলেও থাকবে ছাড়। কিন্তু যে সব ক্লাবগুলি টাকা পাচ্ছে, তারা কি আদৌ টাকার হিসেব দিচ্ছে? অনুদানের টাকা কীভাবে খরচ হচ্ছে, তার কোনও হিসেব পাওয়া যাচ্ছে কি না, এবার সেই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় পুজোর অনুদান ঘোষণা করার পরই আদালতে নতুন করে মামলা হয়। সোমবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। দুর্গা পুজোর অনুদান নিয়ে গত বছর পর্যন্ত কতগুলি ক্লাব হিসেব দিয়েছে, কারা দেয়নি, তার বিস্তারিত তথ্য নিয়ে হলফনামা তলব করল রাজ্য।
আদালতের মৌখিক বক্তব্য, যারা টাকা নিয়েও হিসেব দিচ্ছে না, তাদের ব্যাপারে ভাবতে হবে। বিচারপতি বলেন, “প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন।” ৪৮ ঘণ্টার মধ্যে হলফনামা তলব করা হয়েছে আদালতের তরফে। আদালতের বক্তব্য, আগের যাবতীয় নির্দেশে ক্লাবগুলিকে হিসেব দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে বলা হয়েছিল।