A News Bangla

A News Bangla আপনাদের সাথে নিয়ে স্বচ্ছতার সাথে খবর দেখাবো আমরা [ A News Bangla সর্বদা আপনার পাশে ]

এ/য়ারস্ট্রা/ইকে ৩ ক্রিকেটার সহ কমপক্ষে ৮ জনের মৃ/ত্যু হয়েছে বলে খবর। নিজেরাই সংঘ/র্ষ বিরতি চেয়ে, আবার সেই সংঘ/র্ষবি/রতি ...
18/10/2025

এ/য়ারস্ট্রা/ইকে ৩ ক্রিকেটার সহ কমপক্ষে ৮ জনের মৃ/ত্যু হয়েছে বলে খবর। নিজেরাই সংঘ/র্ষ বিরতি চেয়ে, আবার সেই সংঘ/র্ষবি/রতি ভা/ঙায় ক্ষা/প্পা আফগানের তালিবান প্রশাসন। এর যোগ্য জবাব দেবে কাবুল, এমনটাই জানিয়েছেন তালিবানের এক শীর্ষকর্তা।
আফগান ক্রিকেটারদের নাম কবীর, হারুন ও শিবঘাতুল্লা।

SIR নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, বাংলায় ইতিমধ্যেই SIR প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ...
17/10/2025

SIR নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, বাংলায় ইতিমধ্যেই SIR প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এস আই আর-এর প্রাথমিক পর্বে ২ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে দাবি করেছেন BJP নেতা।

17/10/2025

মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন শাহ!

ফের শিরোনামে ক্যানিং-এর মেধাবী ছাত্র সায়ন নস্কর (Sayan Naskar Canning)। সায়ন নস্কর যে কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ...
17/10/2025

ফের শিরোনামে ক্যানিং-এর মেধাবী ছাত্র সায়ন নস্কর (Sayan Naskar Canning)। সায়ন নস্কর যে কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে শংসাপত্র পেয়েছিলেন ‘বধাই হো’ বলেছিলেন। নিশ্চয়ই ভাবছেন কেন? তাহলে জানিয়ে রাখি, এই সায়ন ITI-তে ৬০০-র মধ্যে ৬০০ পেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইচ্ছাশক্তি থাকলে যে কেউ যেকোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। আর সেই কথাই প্রমাণ করেছেন সায়ন।
দারিদ্র্য সাফল্যের পথে কোনও বাধা নয়। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তালদির বাসিন্দা সায়ন নস্কর (২১) ঠিক সেই সাফল্যই অর্জন করেছেন। সে পূর্ব ভারতে আইটিআই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। তার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ, গত ৪ঠা অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে একটি শংসাপত্র দিয়ে সম্মানিত করেছেন। তারপর থেকে সে খবরের শিরোনামে।

17/10/2025

দিওয়ালিতে ২ হাজার টাকা উপহার দেবেন মোদী!

17/10/2025

"পাকিস্তানী নেতারা যে ভাষায় কথা বলে সেটাই করছে মমতা" ড্যাম ভা/ঙার মন্তব্য নিয়ে কটাক্ষ নীলাদ্রি ব্যানার্জির

রাজ্যের প্রত্যেক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ...
17/10/2025

রাজ্যের প্রত্যেক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভাল কাজ করেন। তাঁদের জন্য প্রচুর মানুষ উপকৃত হন। তাই পুরস্কার স্বরূপ আর তাঁরা যাতে আরও ভাল, সুষ্ঠভাবে কাজ করতে পারেন, সেজন্য স্মার্ট ফোন কিনতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ পন্থ।

আবারও বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার গঙ্গা ভাঙন নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম...
17/10/2025

আবারও বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার গঙ্গা ভাঙন নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মুখ খুললেন তিনি। তৃণমূল বিধায়কের তোপে রাজ্যের বিরোধী দলনেতাও। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গে বিপর্যয়ে পৌঁছে গিয়েছেন মমতা থেকে শুভেন্দু সকলেই। তবে তিন মাস ধরে লালগোলায় গঙ্গা ভাঙন অব্যাহত। মুর্শিদাবাদের মানুষ সোচ্চার হলে সকলে ছুটবে।

এক আ/ত্মঘা/তী বো/মা/রু গাড়ি ভর্তি বি/স্ফো/রক এনে সেনা শিবিরে ঢুকে পড়ে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের সে...
17/10/2025

এক আ/ত্মঘা/তী বো/মা/রু গাড়ি ভর্তি বি/স্ফো/রক এনে সেনা শিবিরে ঢুকে পড়ে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের সেনা শিবির থেকে জো/রাল বি/স্ফো/রণের শব্দের পরেই ধোঁয়ার কু/ণ্ডলী আকাশে পাক খেতে।

17/10/2025

খগেন মুর্মুদের নিয়ে প্রশ্ন তুলতেই মমতাকে পাল্টা দিলেন রাহুল সিনহা!

এদিনই ছত্তিসগঢ়ে ১৭০ জন মা/ওবা/দী আ/ত্মস/মর্পণ করল। সোশ্যাল মাধ্যমে পোস্ট করে জানালেন খোদ শাহ। একইসঙ্গে মা/ও দ/মনে সামগ্...
17/10/2025

এদিনই ছত্তিসগঢ়ে ১৭০ জন মা/ওবা/দী আ/ত্মস/মর্পণ করল। সোশ্যাল মাধ্যমে পোস্ট করে জানালেন খোদ শাহ। একইসঙ্গে মা/ও দ/মনে সামগ্রিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন। ফের একবার ন/কশাল দ/মন নিয়ে কড়া বার্তাও দিলেন।

SIR না হতে দিলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। বৃহস্পতিবার নাগরাকাটায় দুর্গত এলাকায় গিয়ে আবারও সুর চড়ালেন রাজ্য বিধান...
17/10/2025

SIR না হতে দিলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। বৃহস্পতিবার নাগরাকাটায় দুর্গত এলাকায় গিয়ে আবারও সুর চড়ালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাগরাকাটাতে গিয়েই আ/ক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। খগেন মুর্মুর ওপর হা/মলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু।

Address

Siliguri Industrial Area (Jalpaiguri)
734001

Website

Alerts

Be the first to know and let us send you an email when A News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share