A News Bangla

A News Bangla আপনাদের সাথে নিয়ে স্বচ্ছতার সাথে খবর দেখাবো আমরা [ A News Bangla সর্বদা আপনার পাশে ]
(8)

মিছিল থেকেই ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। ক্ষোভের সুরেই একজন বলছেন, ‘আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছি। কিন্তু আম...
26/08/2025

মিছিল থেকেই ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। ক্ষোভের সুরেই একজন বলছেন, ‘আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছি। কিন্তু আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তাঁরা মানতে পারছে না। আমাদের আন্দোলনকে তাঁরা পুলিশ দিয়ে দমন করছে। একাধিক জেলা থেকে হাজার হাজার মহিলা কর্মী এসেছে। আমাদের দাবি ১০ মাস নয়, ১২ মাসের জন্য মিড ডে মিল কর্মীদের ভাতা দিতে হবে।

26/08/2025

মুখ্যমন্ত্রীর দেওয়া দুর্গা পুজোর অনুদান বন্ধ করার নির্দেশ ?

26/08/2025

"জীবন কৃষ্ণের ফোনে কি এমন আছে?" কি বললেন আইনজীবী আলী আফজাল

বাবার সঙ্গে ছেলের বেশ দূরত্ব। বলা চলে বিবাদও। এমনকি ছেলে জীবনের জেরে তিনি ঘরছাড়াও। বর্তমানে কর্মসূত্রে সাইঁথিয়ায় থাকেন ...
26/08/2025

বাবার সঙ্গে ছেলের বেশ দূরত্ব। বলা চলে বিবাদও। এমনকি ছেলে জীবনের জেরে তিনি ঘরছাড়াও। বর্তমানে কর্মসূত্রে সাইঁথিয়ায় থাকেন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জীবনকৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহা। আগে যাও বাড়ি যেতেন, কিন্তু এখন তিনি আর সেই মুখো হতে পারেন না। বিশেষ করে জীবন-জামিনের পর একেবারে ‘নো-এন্ট্রি’। সোমবার ছেলের ‘কীর্তির’ খবর পেয়ে গিয়েছেন তিনি। জেনে গিয়েছেন, ছেলেকে ইডি গ্রেফতার করে নিয়ে গিয়েছে। আর তারপরেই বিস্ফোরক বিশ্বনাথ সাহা।

25/08/2025

চাকরি চুরি নিয়ে পিসি ভাইপো কে ধুয়ে দিলেন রেবেকা মোল্লা

পুজোর আগেই আরও একটি সফর সারতে চলেছেন নমো! সঙ্গে থাকবেন অমিত শাহ-ও!
25/08/2025

পুজোর আগেই আরও একটি সফর সারতে চলেছেন নমো! সঙ্গে থাকবেন অমিত শাহ-ও!

পুজো প্রায় চলেই এসেছে। আর তাই দিকে দিকে সেজে উঠছে তিলোত্তমা। আর এসবের মধ্যেই শোনা যাচ্ছে, আবারও নাকি বাংলায় আসত....

প্রতি বছর দুর্গা পুজোর অনুদানের অঙ্ক একটু একটু বাড়াচ্ছে রাজ্য সরকার। চলতি বছরে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণ...
25/08/2025

প্রতি বছর দুর্গা পুজোর অনুদানের অঙ্ক একটু একটু বাড়াচ্ছে রাজ্য সরকার। চলতি বছরে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বিদ্যু বিলেও থাকবে ছাড়। কিন্তু যে সব ক্লাবগুলি টাকা পাচ্ছে, তারা কি আদৌ টাকার হিসেব দিচ্ছে? অনুদানের টাকা কীভাবে খরচ হচ্ছে, তার কোনও হিসেব পাওয়া যাচ্ছে কি না, এবার সেই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় পুজোর অনুদান ঘোষণা করার পরই আদালতে নতুন করে মামলা হয়। সোমবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। দুর্গা পুজোর অনুদান নিয়ে গত বছর পর্যন্ত কতগুলি ক্লাব হিসেব দিয়েছে, কারা দেয়নি, তার বিস্তারিত তথ্য নিয়ে হলফনামা তলব করল রাজ্য।

আদালতের মৌখিক বক্তব্য, যারা টাকা নিয়েও হিসেব দিচ্ছে না, তাদের ব্যাপারে ভাবতে হবে। বিচারপতি বলেন, “প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন।” ৪৮ ঘণ্টার মধ্যে হলফনামা তলব করা হয়েছে আদালতের তরফে। আদালতের বক্তব্য, আগের যাবতীয় নির্দেশে ক্লাবগুলিকে হিসেব দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে বলা হয়েছিল।

25/08/2025

অবশেষে ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা!

25/08/2025

"মোদির বুকের পাটা আছে জন্যই সংশোধনী বিলে নিজেই প্রধানমন্ত্রীর পদ যুক্ত করেছেন" আইনজীবী স্বাতী সেনাপতি

25/08/2025

ফের পদ্মের দাপটে নন্দীগ্রামে মুছে গেল তৃণমূল

সন্দেশখালির শাহজাহানের মতো একাধিক অভিযোগ শেখ ফিরোজ নামে এক তৃণমূল নেতার বিরূদ্ধে। জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দাদ...
25/08/2025

সন্দেশখালির শাহজাহানের মতো একাধিক অভিযোগ শেখ ফিরোজ নামে এক তৃণমূল নেতার বিরূদ্ধে। জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, নিজেকে রাজ্যের প্রভাবশালী নেতা,বিধায়ক,সাংসদ ও মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে দাবি করা শেখ ফিরোজের দাপট নাকি ‘তালিবানি’ শাসনকেও হার মানিয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

Address

Siliguri Industrial Area (Jalpaiguri)
734001

Website

Alerts

Be the first to know and let us send you an email when A News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share