
31/07/2025
বুধবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরেও। তারপর সেখান থেকেই তিনি পৌঁছে যান কল্যাণী এইমসে। সেখানে প্রথমবার আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানের উদ্দেশ্যেই গিয়েছিলেন তিনি। ৪৮ জন MBBS-এর উত্তীর্ণ চিকিৎসক ও ৯ জন স্নাতকোত্তর উত্তীর্ণ চিকিৎসকদের হাতে তাদের ডিগ্রির শংসাপত্র তুলে দেন তিনি।
এদিন সদ্য উত্তীর্ণ মেডিক্য়াল পড়ুয়াদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “কল্যাণী এইমসকে জাতীয় স্তরে তুলে ধরার দায়িত্ব তার পড়ুয়াদেরই। তাদের নিজেদের জীবন দরিদ্র ও নিপীড়ত মানুষের সেবায় নিয়োজিত করা অন্যতম কর্তব্য।” এরপরেই রাষ্ট্রপতির মুখে শোনা যায় চৈতন্য প্রভু থেকে রাজ্যের প্রথম তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কথাও।