Bengal Prime Times - বেঙ্গল প্রাইম টাইমস

Bengal Prime Times - বেঙ্গল প্রাইম টাইমস Bengal prime times is an online news portal of west bengal based in siliguri. we updated our followe

বহু প্রতীক্ষিত ছবি রাঁচিতে মা-বাবাকে নিয়ে সপরিবারে জন্মদিন সেলিব্রেশন করছেন মাহি ।
07/07/2025

বহু প্রতীক্ষিত ছবি
রাঁচিতে মা-বাবাকে নিয়ে সপরিবারে জন্মদিন সেলিব্রেশন করছেন মাহি ।

রাজ্যের মধ্যে সেরা পুলিশ জেলার সন্মান পেলো আলিপুরদুয়ার জেলা পুলিশ। ডিজি রাজীব কুমারের হাত থেকে পুরস্কার নিলেন জেলার এসপি...
07/07/2025

রাজ্যের মধ্যে সেরা পুলিশ জেলার সন্মান পেলো আলিপুরদুয়ার জেলা পুলিশ। ডিজি রাজীব কুমারের হাত থেকে পুরস্কার নিলেন জেলার এসপি ওয়াই রঘুবংশী।

02/07/2025

♦️সিলিন্ডার এর গ্যাস বের করে এরা কী করছে?

♦️আমদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, প্রচুর হতাহতের আশঙ্কা,
12/06/2025

♦️আমদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, প্রচুর হতাহতের আশঙ্কা,

বারাসাত স্টেশন। দুই ভাইবোন। মা বাবা বলতেকেউ নেই। শুধু একটা পাতানো কাকা। রাতদিননেশার ঘোরে থাকে। ....তবুও এই দুই ভাই বোনসা...
08/06/2025

বারাসাত স্টেশন। দুই ভাইবোন। মা বাবা বলতে
কেউ নেই। শুধু একটা পাতানো কাকা। রাতদিন
নেশার ঘোরে থাকে। ....তবুও এই দুই ভাই বোন
সারাদিন ট্রেনে হকারি করে পেট চালিয়ে আজও
পড়াশুনা করে যাচ্ছে। বারাসাত প্রাইমারী স্কুলএ
পরে..। সুখেন আর শ্যামা এই দুই ভাই বোন
অনেক বড় হোক।

15/05/2025

#চাকরিহারা শিক্ষকদের উপর অ্যাকশনে পুলিশ। আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫০

♦️ছেলেটির এক্সিডেন্ট হয়েছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা একটু খারাপ মাথায় চোট লেগেছে...
14/05/2025

♦️ছেলেটির এক্সিডেন্ট হয়েছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা একটু খারাপ মাথায় চোট লেগেছে বেশি।। বাড়ির লোকের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।। আধার কার্ডে শিলিগুড়ি ডাবগ্রাম দেখাচ্ছে।। শিলিগুড়ির যারা তারা পোস্টটি শেয়ার করলে ভালো হয়। কেউ যদি চিনতে পারো হাসপাতালে যোগাযোগ করতে পারো।।
♦️তথ্য এই ফেইসবুক একাউন্ট থেকে নেওয়া হয়েছে
https://www.facebook.com/share/16gh7YBroh/

বর্তমান আবহে  শিলিগুড়ি করিডোর খুব সংবেদনশীল  এলাকা ।  সেই  কারনেই  এখন  এদিকে শত্রুরাষ্ট্রদের নজর।পশ্চিমবঙ্গের বাগডোগরা...
12/05/2025

বর্তমান আবহে শিলিগুড়ি করিডোর খুব সংবেদনশীল এলাকা । সেই কারনেই এখন এদিকে শত্রুরাষ্ট্রদের নজর।
পশ্চিমবঙ্গের বাগডোগরার কাছে বেঙ্গডুবি সামরিক ঘাঁটিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার জন্য ভিখারীর ছদ্মবেশে #আশরাফু_আলম নামক যে ব্যক্তিকে আটক করে এম এম তড়াইয়ের গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে সে কোনও সাধারণ ব্যাক্তি নয় , সে একজন বাংলাদেশি গুপ্তচর। সামরিক ঘাঁটির আশেপাশে সে সংবেদনশীল তথ্য সংগ্রহ করছিল বলে অভিযোগ। তবে সন্দেহ তার আরও সঙ্গীরা আশেপাশে ঘাঁটি গেড়ে থাকার আশঙ্কা রয়েছে।
শিলিগুড়ি মহকুমার এলাকাবাসীর কাছে অনুরোধ আপনাদের নজরে এমন সন্দেহজনক ব্যক্তি ঘোরাফেরা করা নজরে পড়লে দেশের নিরাপত্তার স্বার্থে তক্ষুনি নিকটবর্তী পুলিশ ষ্টেশনে সূচনা করুন.

♦️পাকিস্তানের গোলাবর্ষণে বিএসএফের সাব ইন্সপেক্টরের মোহাম্মদ ইমতিয়াজ মৃত্যু ঘটে আজ
10/05/2025

♦️পাকিস্তানের গোলাবর্ষণে বিএসএফের সাব ইন্সপেক্টরের মোহাম্মদ ইমতিয়াজ মৃত্যু ঘটে আজ

09/05/2025

BIG BREAKING ‼️

আজ রাতে কর্তারপুর করিডোর থেকে ২০ কিলোমিটার দূরে, পাঞ্জাবের ফিরোজপুরে এক বাড়ির উপর ড্রোন আছড়ে পড়ল, ৩ জন আহত

বেশিরভাগ ড্রোনই মাঝ আকাশে গুলি করে ভূপাতিত করা হয়েছিল, তবে একটি ঘরে ব্লাকআউট অমান্য করে আলো জ্বলছিল সেখানেই ড্রোন আছাড়ে পরে

ভারত এবং পাকিস্তান দুটিই পরমাণু শক্তিসম্পন্ন দেশ। তাই যদি কোনো কারণে পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং পাকিস্তান পরম...
09/05/2025

ভারত এবং পাকিস্তান দুটিই পরমাণু শক্তিসম্পন্ন দেশ। তাই যদি কোনো কারণে পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং পাকিস্তান পরমাণু বোমা ব্যবহার করে, তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু রেডিয়েশন থেকে বাঁচার উপায় কী? চলুন জেনে নিই।

রেডিয়েশনের বীভৎসতা
*********************
পরমাণু বোমার বিস্ফোরণের সময় প্রচণ্ড তাপ এবং পারমানবিক শক্তি নির্গত হয়, কিন্তু এরপর যে রেডিয়েশন ছড়িয়ে পড়ে, তা অনেক বেশি ক্ষতিকর। এই রেডিয়েশন কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায় এবং মানুষের শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করে। এটি ক্যানসার, ত্বকের রোগ এবং অন্যান্য মারাত্মক অসুখের কারণ হতে পারে। হিরোশিমা ও নাগাসাকির ঘটনায় দেখা গেছে, বিস্ফোরণের চেয়ে রেডিয়েশন এর কারণে বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

রেডিয়েশন থেকে বাঁচার উপায়
💥💥💥💥💥💥💥💥💥💥
যদি কোনো দেশ পরমাণু হামলা করে, তাহলে বাঁচার জন্য খুব কম সময় হাতে থাকে। তাই দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি।
নিচে কিছু গুরুত্বপূর্ণ উপায় দেওয়া হল:

1) নিরাপদ আশ্রয়ে যান:
বিস্ফোরণের পর রেডিয়েশন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই দূরে পালানোর চেষ্টা না করে যত তাড়াতাড়ি সম্ভব কোনো বন্ধ ঘরে বা বাড়ির ভেতরে আশ্রয় নিন। বেসমেন্ট বা কংক্রিটের দেয়ালওয়ালা ঘর সবচেয়ে নিরাপদ।

2)পরবর্তী ২৪ ঘণ্টা বাইরে যাবেন না: রেডিয়েশন এর মাত্রা প্রথম ২৪ ঘণ্টা সবচেয়ে বেশি থাকে। তাই এই সময় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

3)পরনের কাপড় খুলে ফেলুন: আপনি যে কাপড় পরে আছেন, তাতে রেডিয়েশন লেগে থাকতে পারে। তাই দ্রুত কাপড় খুলে একটি প্লাস্টিকের ব্যাগে বন্ধ করে দিন। এই ব্যাগ মানুষ বা পশুদের নাগালের বাইরে রাখুন।

4)ভালো করে স্নান করুন:
সাবান দিয়ে ভালো করে স্নান করুন। তবে শরীর খুব জোরে ঘষবেন না। চোখ, নাক এবং কানপরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

5)পানীয় জল ও খাবার সুরক্ষিত রাখুন:
যে খাবার বা জল বাইরে খোলা ছিল, তা ব্যবহার করবেন না। বন্ধ বোতলের পানীয় জল বা প্যাকেটজাত খাবার গ্রহণ করুন।

ভারত ও পাকিস্তান এর মধ্যে বর্তমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমাদের এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা দরকার। 'অপারেশন সিন্দুর' এর মাধ্যমে ভারত দেখিয়েছে যে, তারা সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে যদি কোনো কারণে পরমাণু হামলার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের সাধারণ মানুষেরও নিজেদের বাঁচানোর জন্য প্রস্তুত থাকতে হবে। সঠিক জ্ঞান এবং প্রস্তুতি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে। তাই এই তথ্যগুলো নিজে জানুন এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

09/05/2025

♦️গতকাল ভারত- সীমান্তে মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আত্মবলিদানকারী মুরলী নায়েক কে শত কোটি প্রনাম জানাই 🙏🏻
শহীদ মুরলী নায়েক অমর রহে ...
জয় ভারত মাতার জয় 🇮🇳

Address

RABINDRA SARANI
Siliguri Industrial Area
734006

Telephone

+919832130646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Prime Times - বেঙ্গল প্রাইম টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Prime Times - বেঙ্গল প্রাইম টাইমস:

Share