A News Bangla

A News Bangla আপনাদের সাথে নিয়ে স্বচ্ছতার সাথে খবর দেখাবো আমরা [ A News Bangla সর্বদা আপনার পাশে ]
(3)

08/07/2025

"ক্ষনিকের জন্য ভুল বোঝাবুঝি হতেই পারে তার মানে এই নয় যে সে দলের বাইরে গেছে" বললেন শমীক ভট্টাচার্য

ক্ষোভ এবং বিতর্কের অধ্যায় পিছনে রেখে মঙ্গলবার দলীয় কার্যালয়ে হাজির হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দলের নত...
08/07/2025

ক্ষোভ এবং বিতর্কের অধ্যায় পিছনে রেখে মঙ্গলবার দলীয় কার্যালয়ে হাজির হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ‘শুভেচ্ছা জানাতে’ দিলীপ যে মঙ্গলবার রাজ্য দফতরে যাবেন, সে কথা দিলীপের অনুগামীরা সোমবার রাত থেকেই জানাতে শুরু করেছিলেন। মঙ্গলের বিকেলে সে দৃশ্যের সাক্ষী থাকতে প্রত্যাশিত ভাবেই অনেক বিজেপি কর্মী ভিড় জমিয়েছিলেন বিধাননগর সেক্টর ফাইভের দফতরে। জয়ধ্বনির মধ্যে দিয়েই দলীয় দফতরে প্রবেশ করলেন দিলীপ। উত্তরীয় এবং ফ্রেমে বাঁধানো দলীয় প্রতীকের ছবি দিয়ে প্রাক্তন সভাপতি সংবর্ধনা জানালেন নতুন সভাপতিকে।

তুরস্কের প্রতিরক্ষা সচিব গোরগান মঙ্গলবার বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে দেখা করে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশ...
08/07/2025

তুরস্কের প্রতিরক্ষা সচিব গোরগান মঙ্গলবার বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে দেখা করে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে ঢাকা সূত্রে খবর। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার আশ্বাস মিলেছে তুরস্কের তরফে। এমনকী, বাংলাদেশেই তুরস্কের কারিগরী সহায়তায় বিভিন্ন আধুনিক যুদ্ধসরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ দেখান তুরস্কের প্রতিরক্ষা সচিব। সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনুসের সঙ্গেও দেখা করবেন তিনি। তুরস্কের সাহায্যে বাংলাদেশের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরির চুক্তি চূড়ান্ত হতে পারে বৈঠকে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের ইস্টার্ন প্ল্যাঙ্কের সবচেয়ে কাছাকাছি চলে আসবে আঙ্কারা। এমনিতে বঙ্গোপসাগরের আশেপাশে তুরস্কের চোখে পড়ার মতো কোনও উপস্থিতি নেই। বাংলাদেশে তুরস্কের সহযোগিতায় ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হলে এটাই হবে তুরস্কের প্রথম বড় পদক্ষেপ। এবছরের শুরুতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটির প্রধান আশিক মাহমুদ হারুণ তুরস্ক সফরে গিয়েছিলেন। তখন থেকেই বাংলাদেশের প্রতিরক্ষাতে তুরস্কের বিনিয়োগ টেনে আনা পাখির চোখ ছিল ইউনূস সরকারের, মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

08/07/2025

শুভেন্দু নাকি শমীক? কে হবেন বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ?

08/07/2025

ফের বিজেপির কাছে গোহারা হারলো তৃণমূল!

অভিযোগ, ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রতীক কুমার দে। রাজপুর টাউন যু...
08/07/2025

অভিযোগ, ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রতীক কুমার দে। রাজপুর টাউন যুব কংগ্রেসের সভাপতিও তিনি। বারুইপুর কলেজের প্রাক্তনী হয়েও সোনারপুর কলেজে ‘দাদাগিরি’ প্রতীকের! একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে সে ছবি। প্রতীককে সোনারপুর কলেজের টিএমসিপি-র কো অর্ডিনেটর হিসাবে নিয়োগ করেছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, এমনটাই সূত্রের খবর।
যদিও এই ভিডিয়ো সম্পর্কে প্রতীক দে সংবাদ মাধ্যমকে জানান, “আমি তো এরকম কিছু জানি না। ভুল তথ্য পরিবেশন হচ্ছে। বিকৃত করা হচ্ছে। ভিডিয়োটা পুরো এডিট করা। দেখেই তো বোঝা যাচ্ছে।”

এদিন দিল্লিতে অভিজিতের বাসভবনে যান সুকান্ত। তমলুকের সাংসদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তমলুকের সাংসদের বাসভবনে বেশ কিছুক্ষ...
08/07/2025

এদিন দিল্লিতে অভিজিতের বাসভবনে যান সুকান্ত। তমলুকের সাংসদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তমলুকের সাংসদের বাসভবনে বেশ কিছুক্ষণ ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত। পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, “বর্তমানে তিনি পূর্বের তুলনায় অনেকটাই সুস্থ। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে আমি আনন্দিত এবং আশ্বস্ত। আমরা শুভকামনা জানাই, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে পুনরায় সম্পূর্ণ উদ্যমে সাংসদীয় কার্যভার পালন করুন।”

07/07/2025

উদয়ন গুহর হুঁশিয়ারির পাল্টা কটাক্ষ রাজর্ষি লাহিড়ীর

07/07/2025

কলকাতায় মহা মিছিলের হুমকি নিয়ে সিদ্দিকুল্লা কে কটাক্ষ কামাল হোসেনের

07/07/2025

ছাব্বিশের আগেই তৃণমূল ছেড়ে ঝাঁকে ঝাঁকে বিজেপিতে

কয়েকদিন আগেই মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভাংশু শুক্লা। তাঁর এই যাত্রার আগে ঠিক কত টাকার বিমা করানো হয়েছে জানেন?...
07/07/2025

কয়েকদিন আগেই মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভাংশু শুক্লা। তাঁর এই যাত্রার আগে ঠিক কত টাকার বিমা করানো হয়েছে জানেন? শুনলে চমকে উঠবেন। শুভাংশুর জন্য প্রায় ২০০ কোটি টাকার বিমা করিয়েছে ইসরো। এ ছাড়াও, নাসার পক্ষ থেকেও একটা বিমা করানো হয়েছে। প্রায় ৬০ মিলিয়ন ডলার বা ৫০০ কোটি টাকার বিমা করিয়েছে নাসা। সব মিলিয়ে প্রায় ৭০০ কোটি টাকার বিমা হয়েছে শুভাংশুর নামে।

07/07/2025

নরেন্দ্র মোদীর পর কে হবেন প্রধানমন্ত্রী?

Address

Siliguri
734001

Website

Alerts

Be the first to know and let us send you an email when A News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share